নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনে আবার ৩০ লক্ষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা প্রান দিয়ে বিজয় অর্জন করবে ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্রান্স আওয়ামী লীগের বিশিষ্ট নেতা সাজাহান ভাই ইনবস্কে মেছেস দিয়ে জানতে চেয়েছে বর্তমান বাংলাদেশে স্বাধীনতা বিরোধীরা আমেরিকা আর পাকিস্তানের প্ররোচনায় যে ধ্বংসলীলা চালাচ্ছে তাতে বড় ধরনের কোন যুদ্ধ লেগে যায় আমি সেই যুদ্ধে অংশ নিতে দেশ যাব কিনা । ভাবলাম সাজাহান ভাইকে ইনবস্কে উত্তরটা না দিয়ে এই বিষয়ে একটা পোষ্ট দেই ।



স্বাধীনতা বিরোধীরা দেশে-বিদেশে ঐক্যবদ্ধ এটা আজ পরিস্কার । এত দিন আকারে ইংগিতে বুঝালেও কসাই কাদের মোল্লার ফাসির রায় কার্যকরের দিন আর গোপন থাকেনি ৭১এর স্বাধীনতার বিরোধীরা যে আজও ঐক্যবদ্ধ । বাংলাদেশে শুরু হয়েছে জামায়াত বিএনপির তান্ডব । আর এই তান্ডবেন খালেদার জিয়ার মাধ্যমে সকল কলকাঠি নারছে আমেরিকা আর পাকিস্তান এতে কোন সন্দেহ নেই । ফাসির রায় কার্যকর না করার জন্য মানবধিকারের কথা বলে প্রধান মন্ত্রীকে ফোন করেছে আমেরিকার পরাষ্টমন্ত্রী সহ অন্যন্য চেলারা । রায় কার্যকরের পর কোন কোন মানবধিকার সংগঠন বলেছে এই রায় কার্যকর লজ্জাজনক বিষয় । হতে পারে লজ্জাজনক বিষয় তাদের জন্য । কারন এত ফোন এত চিঠি এরপর কাদের মোল্লা ঝুলে গেল লজ্জা তো তারা একটু পাবেই । লজ্জা আমরাও পেয়েছি এই নিলজ্জদের কর্মকান্ডে । কয়েক মাস আগে সৌদি আরবে যখন প্রকাশ্যে ৮ জন বাংলাদেশির শিরচ্ছেদ করা হলো তখন এই নিলজ্জরা কোথায় ছিল ? কয়টা ফোন আর চিঠি পাঠিয়ে ছিলেন সৌদি সরকার প্রধানের কাছে । এখন যে বাংলাদেশে ঘুমন্ত মানুষকে আগুন দিয়ে মেরে ফেলা হচ্ছে কয়টা ফোন বা চিঠি গেছে খালেদা জিয়ার কাছে এই ধ্বংসলীলা বন্দ করা জন্য ।

৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটির শাহারিয়া কবির বলেছেন জামায়াত শিবির আর হেফাজতিদের দেখামাত্র গুলি করার জন্য ।

সাজাহান ভাই জানতে চেয়েছেন আমি দেশে যাব কিনা ? তাকে বলি যদি ঘাতক দালাল নির্মূল কমিটির শাহারিয়া ভাই বা জননেত্রী শেখ হাসিনা যুদ্ধের ডাক দেন তবে ভাই, ইতালী থেকে ঢাকা যেতে সময় লাগে ৮ ঘন্টার কিছু বেশি । বিমানের টিকেট পেয়ে গেলে আমার হয়তো ঐ সময়টুকুই লাগবে, কারন আমি বিস্বাস করি আরেকটি যুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতা বিরোধী মুক্ত এবং পূর্ণ গনতন্ত প্রতিষ্ঠা পাবে । প্রয়োজনে আবার ৩০ লক্ষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা প্রান দিয়ে বিজয় অর্জন করবে । জয় বাংলা...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.