![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর মিরপুরের কালশীর ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে অর্থ সহায়তা তুলে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।
* প্রবাসে, যেমন ধরেন ইতালীতে যদি কোন বাংলাদেশি মারা যায তখন ঐ মৃত ব্যাক্তির গ্রামের বাড়ি বা জেলার লোকেরা এখানে বসবাস করা অন্য প্রবাসিরদের কাছ থেকে টাকা তোলে ডেডবডি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ।
যে জেলা বা গ্রামের লোক মারা যায় মূলত সেই জায়গার লোকেরাই এই সমস্ত ঘটনায় এগিয়ে আসে সবার আগে । কষ্ট তাদেরই বেশি লাগে অন্য জেলার লোকদের থেকে ।
সমপ্রতি মিরপুরের কালশীতে আটকেপড়া পাকিস্থানীদের (বিহারী নামে যারা বেশি পরিচিত) বস্তিতে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু হয় ।
প্রবাসের মত যথারীতি বেগম খালেদা জিয়া তার ক্ষতিগ্রস্ত গ্যাতি ভাইদের সাহায্যে এগিয়ে এসেছেন । এ ঘটনায় বেগম জিয়ারই বেশি কষ্ট লেগেছে ।
এ বিষয়ে কোন কথাই উঠতো না যদি সে গত ডিসেম্বর/জানুয়ারীতে আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে পুড়ানো মানূষদের সাহায্যে এগিযে আসতেন ।
বাংলাদেশকে ভালবেসে যারা না বুঝে এখনো বিএনপি জামায়াতের সর্মথক তারা একটু খেয়াল করে দেখুন । এখনো সময় আছে আপনারা বাংলাদেশের স্বার্থে সঠিক পথে ফিরে আসুন ।
২| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:০১
মিতক্ষরা বলেছেন: ভোটের অধিকার ফেরত পেতে হলে বিএনপিকে সমর্থন দানের বিকল্প নাই। তাই খালেদা যখন বলেন যে তিনি ৯৫ ভাগের নেত্রী তখন তাই আসলে প্রকৃত সত্য। কারন মানুষ ভোটের অধিকার ফেরত চায়। ভোটের অধিকার ফেরত পেলে পরে অন্য কিছু নিয়ে ভাবব।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০২
যাযাবর চিল বলেছেন: Click This Link
পারলে এটা পরেন। না জেনে কথা না বলা উওম । ।