![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ সমাজের ভিতর বা আপনার আশেপাশে কিছু লোকের চেহেরায় দেখবেন শয়তানের (প্রচলিত ভাষায়) মত একটা ছাপ পড়ে আছে । এবার এদের স্বভাব-চরিত্র একটু খেয়াল করলে দেখবেন এরা সারাক্ষনই কারো না কারো ক্ষতি (ষরযন্ত) করে নিজের উন্নতি করার চেষ্টা করে এবং এতে তারা সাময়িক ভাবে সফলও হয় ।
হলিউড, বলিউড, টালিউড বা চাইনিজ ছবিতে দেখবেন ভিলেন আছে । খেয়াল করুন, দেখবেন সব ছবির ভিলেনের প্রায় একই গেটাব । যা আপনি বাস্তব জীবনে আপনার পাশে চেহেরায় শয়তানের ছাপ থাকা লোকটির সাথে মিলে যাচ্ছে ।
দেশের জনগনের বৃহত্তর একটা অংশ ১৫ আগস্ট শোক দিবস হিসেবে পালন করে থাকে । যা জাতি বা আন্তজাতিক ভাবে স্বীকৃত । অথচ দেশের একজন রাজনৈতিক নেতা যিনি একাধিকবার প্রধান মন্ত্রীও হয়েছেন । তিনি ১৫ই অগস্টে তার বিতকৃত জন্ম দিন পালন করে আসছেন ৯১ সাল থেকে ।বিতকৃত জন্মদিন এই জন্য যে, ইতিমধ্যে তার চারটি জন্ম দিন সরকারীভাবেই পাওয়া গেছে ।
তারপরেও বলবো ১৫ই আগস্ট তার জন্য দিন হতেই পারে ।কিন্তু তিনি তো জাতীয় নেতা । তার কি শোভা পায় জাতির একটি বৃহত্তর অংশ যেখানে শোকে কাতর থাকে, সেখানে ঘটা করে তার জন্ম দিন পালন করা ।তাহলে সে কি করে জাতীয় নেতা হন ? যে কিনা জাতির সকল জনগনকে সমানভাবে সম্মান করতে পারেন না ।
বেগম জিয়া এবং তার উপদেষ্টাদের চেহারার দিকে একটু ভালভাবে লক্ষ করুন, দেখবে অধিকাংশের চেহেরা, ছবির ভিলেনদের মত বা আপনার পাশে যে শয়তানের ছাপওয়ালা লোক গুলো রয়েছে তাদের মত । আজই লক্ষ করে দেখুন কথাটা ঠিক বললাম কিনা ।
গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় বেগম জিয়া সবাইকে গনহারে নাস্তিক বলে ঘোষনা দিলেন ।তর্কের খাতিরে ধরে নিলাম বেগম জিয়ার এ কথা সত্যি । সবাই নাস্তিক আর তারা আল্লাহভীরু আস্তিক । একজন আস্তিক দাবীদার কি করে জন্ম দিন পালন করে ।
ইসলাম ধর্ম কি সার্পোট করে জন্ম দিন পালন করা ?
২| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৪
তৌফিক মাসুদ বলেছেন: মন ছুয়ে গেল। শুভকামনা জানবেন।
৩| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৩
লেখোয়াড় বলেছেন:
ভাল লিখেছেন।
৪| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: "দেশের জনগনের বৃহত্তর একটা অংশ ১৫ আগস্ট শোক দিবস হিসেবে পালন করে থাকে । যা জাতি বা আন্তজাতিক ভাবে স্বীকৃত ।" এই তথ্য কোথা থেকে পেলেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকেনা, তখন তো এই শক দিবস পালন করার জন্য রাস্তার বিড়ালকেও খুঁজে পাওয়া যায়না।
প্রকৃত সত্য হল, ১৫ আগস্ট ১৯৭৫ সালে জাতির জনক সপরিবারে নিধন হবার পর জাতির বৃহত্তম অংশ একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। অনেকেই রাস্তায় নেম আনন্দ মিছিল করেছিল, একটা শ্বাসরুদ্ধ অবস্থা থেকে দেশ মুক্তিলাভ করেছিল। তাই এঈ দিন অনেকের কাছেই আনন্দের দিন।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩১
হাসিব০৭ বলেছেন: আপনাদের বাবা মা মরলেও তো এত শোকার্ত হতে আপনাদের দেখা যায় না।
একেবারে শোকের চোটে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েেছেন আপনারা।