নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

যদি মুসলিম হতাম, তাহলে এই কল্কক থেকে মুক্তি পেতাম-

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

কয়েক বছর আগে ইতালীর রোম থেকে প্যারিস যাচ্ছিলাম ট্রেনে চড়ে । তো ফ্রান্সের এক ষ্টেশন থেকে দাড়িওয়ালা এক ভদ্র লোক উঠলেন এবং আমার পাশের সিটে এসে বসলেন । পরে কথা প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসা করলেন আমি মুসলিম কিনা, জবাব পেয়ে অাবারও জানতে চাইলেন আমি সুন্নি মুসলিম নাকি সিয়া মুসলিম । জবাবে অামি বললাম মুসলিম । লোকটি কয়েকবারই জানতে চাইলো আমি সিয়া, সুন্নি নাকি অন্য কোন তরিকার মুসলিম । বরাবরই আমার জবাব ছিল আমি মুসলিম ।
ক‘দিন আগে একটি ষ্টাটাস দিয়ে ছিলাম, “বর্তমান বিশ্বের মুসলমান সবাই কাফের/বিপদগামী” তো প্রতিক্রিয়ায় আপন, পর সহ ফেবূর অনেক বন্ধরাই আমার গুষ্টি উদ্ধার করেছিল ( লেখার ভাষা না বুঝেই)। লেখায় অামি চেলেঞ্জ জানিয়ে ছিলাম । বর্তমান আলেম সমাজের ভাষাতেই আমি প্রমান করে দিবো সব মুসলিম কাফের/বিপদগামী (আমি কাউকে কাফের বলছি না )।
মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে যুদ্ধ চলছে তা সিয়া সুন্নির ক্ষমতার দখলের জন্য । সৌদী আরব ইয়েমেনে বোমা ফেলছে এটাও শিয়া সুন্নি কারনে । সিয়া আলেমরা সুন্নিদের কাফের বলছে আর সুন্নিরা সিয়াদের । পাকিস্থানে মসজিদে নামাজরত অবস্থায় সিয়া অার সুন্নিরা বোমা মেরে মুসল্লি মারছে কারন তারা কাফের বা বিপদগামী ।
বাংলাদেশে সব আলেম আর পীর ফকিররা একে অপরকে কাফের/নাস্তিক বলে প্রকাশ্যে ঘোষনা দিচ্ছে । ডাঃ জাকির নায়েক পীর ফকিরদেরকে কবর পুজারী বলছে আর সিয়া, সুন্নি, কাদিয়ানীদের বলছে বিপদগামী । আর এরা সবাই জাকির নায়েককে বলছে ইহুদিদের দালাল কেউ কেউ কাফের বলেও ডাকছে ।
তো ভাইলোক, মুসলিম কোথায় ??? পৃথিবীর কোথাও কি অাছে এমন মুসলিম যাকে/যাদের অামরা সবাই (সিয়া, সুন্নি...)মিলে তাকে/তাদের মুসলিম বলে ডাকতে পারি ??? প্রশ্নটা আপনাদের কাছেই রইলোই, যারা অামার গুষ্টি উদ্ধার করে ছিলেন, মানুসিক রোগী বলে ছিলেন ।
শুধু মাত্র ক্ষমতা আর অভিজাত্তের লালসায় নবীজির ইন্নেকালের দু থেকে আড়াই‘শ বছরের মধ্যে মুসলিমরা ভিন্ন ভিন্ন নামে ভাগ হয়ে গেল । অার ইহুদি নাসারা এই সুযোগে ক্ষমতা লোভীদের মাঝে ঢুকে মুসলিম শব্দটাকেই ভীতিকর শব্দে পরিণত করেছে ।
আজ যারা প্যারিসের জন্য মায়াকান্না কাদছেন তারা জানেন কি মধ্যপ্রচ্যে গত কয়েক বছরে কত লক্ষ লোককে হত্যা করা হয়েছে ? অনেকেই বলেন ইউরোপ নাকি মুসলিমদের আশ্রয় দিয়েছে । কিন্তু তাদের চোখে পড়ে না ইহুদিদেরকেও অাশ্রয় দিয়ে ছিল মধ্যপ্রাচ্যের মুসলিমরা । ১৯৬৫ সালের আগে বিশ্ব মানচিত্রে ইসরাইল নামে কোন দেশ ছিল না । তো হঠাৎ কোথা খেকে, কি ভাবে উদয় হলো এই রাষ্টটি ?
দোষটা আমাদেরই যদি পবিত্র কুরআন আর সহি হাদিসের আলোকে শুধু মুসলিম হতাম তাহলে আমরাই বিশ্ব শাসন করতান । যত দিন মুসলিম শব্দের আগে সিয়া, সুন্নি.... লাগানো থাকবে তত দিন কল্ককের দাগ মাথায় নিয়েই বেচে থাকতে হবে আমাদের।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তো ভাইলোক, মুসলিম কোথায় ??? পৃথিবীর কোথাও কি অাছে এমন মুসলিম যাকে/যাদের অামরা সবাই (সিয়া, সুন্নি...)মিলে তাকে/তাদের মুসলিম বলে ডাকতে পারি ???

++++
শুধু মাত্র ক্ষমতা আর অভিজাত্তের লালসায় নবীজির ইন্নেকালের দু থেকে আড়াই‘শ বছরের মধ্যে মুসলিমরা ভিন্ন ভিন্ন নামে ভাগ হয়ে গেল । অার ইহুদি নাসারা এই সুযোগে ক্ষমতা লোভীদের মাঝে ঢুকে মুসলিম শব্দটাকেই ভীতিকর শব্দে পরিণত করেছে ।
++
দোষটা আমাদেরই যদি পবিত্র কুরআন আর সহি হাদিসের আলোকে শুধু মুসলিম হতাম তাহলে আমরাই বিশ্ব শাসন করতান । যত দিন মুসলিম শব্দের আগে সিয়া, সুন্নি.... লাগানো থাকবে তত দিন কল্ককের দাড় মাথায় নিয়েই বেচে থাকতে হবে আমাদের।

এ ভিন্নতো আর পথ দেখা যাচ্ছে না।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

রুদ্রছায়া বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

আরাফাত নিলয় বলেছেন: :(( :(( :((

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

ছাসা ডোনার বলেছেন: আসলে আপনি সত্য কথা বলতে গেলে সবার সামনেই মাথা নীচু করে হাটতে হবে, কারন আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না। আবার কেউ যদি ধরিয়ে দিতে চায় তবে জিগ্গেস করবে আপনার পরিচয় কি? যদি কোন প্রভাবশালীর কথা বলেন তবেই আপনাকে দাম দিবে।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

আরিফ৭৬৭৭ বলেছেন: সহমত।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যক্তিগত পর্যায়ে মুসলিম হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব ইনশাআল্লাহ। আর মুসলিমদের যে ৭৩ দল থাকবে সেটা তো জানাই আছে। সবাই নিজেদেরটাকে সঠিক বলবে। এ নিয়ে আফসোস করে আর কী হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.