![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনানন্দ দাশ
এই রাত হবে না প্রভাত বলে তারা দল বেঁধে
চলে গেলো কে জানে কোথায় জীবন ও আনন্দের সাথে
সময়ের সাথে সাথে বেড়ে যায় নানাবিধ ভুল
তবুও মুকুল ধরে থাকে গাছে, শাখা-প্রশাখায়
সে-সকল কথা আজ করেছি স্মরণ
বিশুদ্ধ জলপান শেষে জেগে থাকে শুধু তোমার অবিশ্বাস
তবু বারে বারে কারা যেন প্রকৃত তৃষ্ণার কথা বলে
আর চকিত মৃদু হাসি ঠেটে অপ্রয়োজনের।
যখন উঠেছে জেগে পূর্ণিমার চাঁদ
বাঁচিবার হলো তার সাধ।
©somewhere in net ltd.