![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছি একটা অনুছবি-ফ্লিম(3-5 মিনিটের) বানাবো
খসড়া গল্পটা এমন
অন্ধকারাচ্ছন্ন ভোর। ২১ শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির একটি মিছিল যাচ্ছে (১০-১২ জনের) রাজপথে। ব্যকগ্রাউন্ড মিউজিক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... ভুলিতে পারি। হঠাৎ পদযাত্রিকদের একজন হোঁচট খেয়ে পড়ে যাবে। ইনসেটে দেখা যাবে একজন অপরিচ্ছন্ন/ছেঁড়া কাপড় পরিহিতা ভিখারিনীর পায়ে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে একজন। হোচট খাওয়া ছেলেটি বলে উঠবে, শালী শোয়ার আর জায়গা পেলি না? ফুটপাত আর রাস্তা। বলে লাথি মারতে যাবে সেই ভিখারিনীকে। অপর একজন তাকে আটকাবে/বাধা দেবে। জুম হবে ভিখারিনীর ভয়ার্ত মুখ ও চোখ আর্তচিৎকার। করুণ মিউজিক বাজবে। পদযাত্রা এগিয়ে যাবে।
মিউজিক: আমার ভাইয়ের রক্তে রাঙানো...
প্যান করে ক্যামেরা যাবে প্রভাতফেরী মিছিলের অভিমুখে রাস্তার বিপরতীত দিকে। দেখা যাবে পথের বিপরীত দিক হতে আসছে একটি রিক্সা। রিক্সায় তিন জন মাতাল যুবক। জুম যুবকত্রয়। তাদের বিচিত্র অঙ্গভঙ্গী। রিক্সাটি প্রভাতফেরি অতিক্রম করবে রাস্তার বিপরীত দিক হতে এবং তারা (রিক্সার যুবকত্রয়) স্লোগান দেবে, 'রাষ্ট্র নেশা বাংলা চাই' একুশের গানকে ম্লান করে দিয়ে তীব্র শব্দে এই শ্লোগানটিই শোনা যাবে। অতঃপর ফ্রিজ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭
মিটন আলম বলেছেন: মাঝে মাঝে লিখি। ধন্যবাদ বিজন রায়।
২| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২০
মোস্তফা সোহেল বলেছেন: ছবিটা বানালে ভালই হবে আশা করি। শুভ কামনা রইল
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০
মিটন আলম বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯
বিজন রয় বলেছেন: আপনি এখানো ব্লগে লেখেন??
আপনি অনেক পুরানো ব্লগার।
আপনার কথা ভুলেই গিয়েছিলাম।
শুভকামনা রইল।