![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(কবিতার বই)
প্রতিবেশিনীর প্রতি
মিটন আলম
.
প্রচ্ছদঃ রাজীব দত্ত
একদাম ২৫০ টাকা।
হোম ডেলিভারীর জন্য ফোন করুন ০১৭৮৩১১৬২৬০ এই নম্বরে।
১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩
মিটন আলম বলেছেন: কবিতা/মিটন আলম
ক্রোধ
উজ্বল তিনটি ফেরেশতা
দ্রুত উড়ে পার হয় রাস্তা
খাঁচাতে পোরার খুব ইচ্ছে তাই তারা
পালিয়ে বেড়াচ্ছে।
দেবতার হাত হতে সোমরস, অমৃত, তরল একপাত্র
কেড়ে নিয়ে খেলাম এই মাত্র-
সব্বাই ভীত সন্ত্রস্ত্র।
লাথি মার নরকের ফটকে
ফটাফট খুলে যাক দরোজা
দেখি তার পরেতে কি ঘটে?
সবকিছু লাগে খুব অদ্ভুত
সরিষার সাথে মিশে আছে ভুত
আমি আজ ভুতেদের সম্রাট
সরিষার তেল গায়ে মাখছি
মনে মনে তোকে শুধু ডাকছি
রাত্রিতে রাস্তায় কে আসে
সে কথাই সারারাত ভাবছি।
২| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: রি পোষ্ট।
১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১
মিটন আলম বলেছেন: জ্বী রিপোস্ট
৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮
নীল মনি বলেছেন: শুভ কামনা রইল
১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১
মিটন আলম বলেছেন: ধন্যবাদ নীল মনি
৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
কত কপি ছাপানো হয়েছে, আপনার পকেট থেকে কত টাকা করচ হয়েছে?
৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০
আবু তালেব শেখ বলেছেন: এটা কি ব্যবসা নাকি যে একদাম?
১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২
মিটন আলম বলেছেন: হোম ডেলিভারি তাই একদাম কথাটা লেখা হয়েছে। বই পাঠাতেওতো খরচ আছে নাকি? কমিশন নাই। ধন্যবাদ
৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৭
শিখণ্ডী বলেছেন: এক দাম শব্দ দুটো ভাল লাগল না। বই সম্পর্কে একটু আলোচনা করলে ভাল হত, হোক-না নিজের ঢোল নিজে পেটানো।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১
মরুচারী বেদুঈন বলেছেন: গা গরম করার মত একটা কবিতা দেনতো