নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিটন আলম

মিটন আলম › বিস্তারিত পোস্টঃ

প্রতিবেশিনীর প্রতি

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

প্রতিবেশিনীর প্রতি
অনূদিত হবে অভূতপূর্ব অভিব্যক্তি, ভাষা
বর্ণমালাকে ঘিরে।

বিচলিত সেই আমি
তোমাকে চমকে দিয়েছিল একদিন
অথচ সেদিন প্রতিযোগিতার ছলে
অপরাজিতার রূপে
মঞ্চের পরে স্থির হয়ে ছিলে;
যেন প্রস্তর প্রস্তর অবিকল।
অতৃপ্তি ছিল সে অবধি বহুকাল।
মূলত বিশ্ববিশ্রুত প্রদীপের
পাদদেশে থাকে মৃত নির্বাক পতঙ্গদের দেহ।
অনন্য এক দূরতর দ্বীপ, আভা
চকিতে জেগেই পুনরায় ডুবে গেল
সকলের অগোচরে।
যেখানে কখনও মানুষ চিহ্ন-রেখা
পারেনি রাখতে পারবে না কখনই।

তবে ইদানিং নির্ভুলভাবে বুঝি
ধরে রাখে এই ধরণী তোমাকে কখন কোথায় তার
হৃদয়ে, শরীরে, দেহে।
সমস্ত রাত তোমাকে আঁকতে গিয়ে
কত বিকৃত করেছি সহজে অনিচ্ছা সত্ত্বেও।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: পরপর দুইটা পোষ্ট দিবেন না। ব্লগের নিয়ম মেনে চলুন।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

মিটন আলম বলেছেন: আচ্ছা ভাই। ধন্যবাদ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬

আবু তালেব শেখ বলেছেন: ভাল লাগলো তবে দুয়েকবার না পড়লে কথাগুলো বুঝতে পারবো না

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩

মিটন আলম বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬

আবু তালেব শেখ বলেছেন: ভাল লাগলো তবে দুয়েকবার না পড়লে কথাগুলো বুঝতে পারবো না

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:০০

নীল আকাশ বলেছেন: আপনার পাশে বাসায় কোন মেয়ে ভাড়া নিয়ে ছিল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.