![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...
যদি পারো আর একটি বার এসো,
ভালোবাসার সখা-সখী হয়ে -
বিচ্ছেদের মাত্রায় একটু কোমল পরশ বুলিয়ে নিবো।
তারপর না হয় ফিরে যেও আমা থেকে দূরে,
তোমার স্পষ্ট আবর্তনে আর আমার অস্পষ্টতায়।
তুমি ফিরে এলে -
লজ্জাবতীর সবগুলো পাতা ছুঁয়ে দিয়ে
জানিয়ে দিব ভালোবাসার সবটুকু আগমনী বার্তার শিহরন,
কিশোরীর মতো দুষ্টমাখা একগাল হাসিতে
কাঁপিয়ে দিবো নির্বাক নগরীর সবকয়টা দ্বার,
তোমার অন্তর্বেদী দৃষ্টিকে হারিয়ে দিয়ে
ছড়িয়ে দিবো আমার আঙ্গিনার সবটুকু মুগ্ধতা,
চাপল্যটুকু ভাসিয়ে দিবো
অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতির সমীকরণে,
অতঃপর ক্ষনিকের তরে অভিমানী হয়ে
আদায় করে নিবো তোমার সবটুকু ভালোলাগা।
ফিরে যাওয়ার সময়টুকুতে ফের -
কান্নাটুকু লুকিয়ে রেখে হাসবো আমি, জানিয়ে দিবো বিদায়।
তারপর -
কোন এক বৃষ্টিভেজা সন্ধ্যায়
আবার আমি দুঃখবিলাসী হবো,
স্মৃতীর ফ্রেমে বাঁধা ফিরে পাওয়া সবটুকু ভালোবাসাকে ছুঁয়ে
অঝর ধারায় কাঁদবো শুধু।
সন্ধ্যার পথ মাড়িয়ে অন্ধকার নামবে দূরের কোন গ্রামে,
ঝি ঝি পোকাদের কন্ঠে ক্লান্তি এসে -
থামিয়ে দিবে প্রকৃতির সবটুকু উচ্ছলতা, আমার ই মতো।।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭
ইমিনা বলেছেন: লাভ নাই জেনেও কিছু কিছু ইচ্ছা ডানা ঝাপটায় শূন্য আকাশে ...
অনেক ধন্যবাদ
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
ইখতামিন বলেছেন:
প্রথম ভালো লাগা...
কবিতা অনেক চমৎকার ও সুন্দর লাগলো..
তারপর একটি গল্পের সূচনা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১
ইমিনা বলেছেন: প্রথম ভালোলাগায় প্রথম শুভকামনার বার্তা পাঠিয়ে দিলাম ...
ভালো থাকবেন অনেক ...
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।
ভালো লাগলো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা রইল ...
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগছে।
এখন কি জেনারেল?
ফাও কমেন্ট ভালোই পড়ে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
ইমিনা বলেছেন: জেনারেল হইতে পারলাম আর কই ?
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩
অপ্রচলিত বলেছেন: তারপর -
কোন এক বৃষ্টিভেজা সন্ধ্যায়
আবার আমি দুঃখবিলাসী হবো,
স্মৃতীর ফ্রেমে বাঁধা ফিরে পাওয়া সবটুকু ভালোবাসাকে ছুঁয়ে
অঝর ধারায় কাঁদবো শুধু।
কবিতার এই অংশটুকু সবথেকে বেশি ভালো লাগলো। একরাশ মুগ্ধতা আর একগুচ্ছ প্লাসের শুভেচ্ছা রেখে গেলাম।
++++++++++++++++++++++++++++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০
ইমিনা বলেছেন: সবটুকু ভালোলাগা জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
আর এতোগুলো প্লাস দেখলেতো অনেকেই তা চুরি করতে চাইবে
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৪
ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লেগেছে,শুভকামনা রইলো!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
শুভকামনা রইলো ।।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০
পাঠক১৯৭১ বলেছেন: কবিতাটি স্বর্গ, মর্তে বাজিয়েছে অর্ফিউসের অসীম বেদনার বাঁশী
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯
ইমিনা বলেছেন: " কবিতাটি স্বর্গ, মর্তে বাজিয়েছে অর্ফিউসের অসীম বেদনার বাঁশী" ...
আপনার ভাবনাই আসলে এখানে মুখ্য, আমার কবিতাটি তো নিতান্ত ই সাধারন
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১১
ডট কম ০০৯ বলেছেন: অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতির সমীকরণে,
অতঃপর ক্ষনিকের তরে অভিমানী হয়ে
আদায় করে নিবো তোমার সবটুকু ভালোলাগা।
ফিরে যাওয়ার সময়টুকুতে ফের -
কান্নাটুকু লুকিয়ে রেখে হাসবো আমি, জানিয়ে দিবো বিদায়
এমনভাবে কেউ বিদায় দিলো না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১
ইমিনা বলেছেন: তাহলেতো আরো ভালো । কেউ একজন কান্না করতে করতে বিদায় দিয়েছিলো যা আজও আপনি ভুলতে পারেন নি, পারবেন ও না বোধ হয়
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর কবিতা ++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ...
আপনার কাগজের নৌকাটি দেখলে সেই পিচ্ছিকালের কথা মনে পড়ে যায়
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার ফটুর বঁধু টা বেশ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪
ইমিনা বলেছেন: আমার ফটুর মেয়েটাকে কি বউ বউ লাগছে???
সর্বনাশ, এত্তো তারাতারি এই লুক !!!
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: না না এখন সর্বনাশ হয়নি বিয়ের পর হবে হয়তো বউয়ের জালায়
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
ইমিনা বলেছেন: এখনি নিশ্চিত করে কিছু বলা যায় না ...
ঘটনা উল্টা হওয়ার সম্ভাবনা অনেক বেশী
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০২
অরণ্য আবীর বলেছেন: একমাত্র কবিরা ই পারে
ভালোবাসার জন্য সব বিলিয়ে দিতে...
শুভকামনা কবি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২
ইমিনা বলেছেন: তাই নাকি? জানতাম না তো !!!
তাহলে তো আশেপাশে লুকিয়ে থাকা কোন কবিকে বের করে সত্যতা দেখতে হইবে
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭
ইখতামিন বলেছেন:
লেখক বলেছেন: তাই নাকি? জানতাম না তো !!!
তাহলে তো আশেপাশে লুকিয়ে থাকা কোন কবিকে বের করে সত্যতা দেখতে হইবে
আহা... মানুষ কত কী পারে...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
ইমিনা বলেছেন: মানুষ অনেক কিছুই পারে।।
এই যেমন : ভারবাহী কোন পিলার/লাঠি উত্তোলনের চেষ্টায় নিয়োজিত থাকতে পারে ক্রমাগত
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১
নেক্সাস বলেছেন: আমার পড়া সেরা একটি কবিতা
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬
ইমিনা বলেছেন: বলেন কি?
আমি তো দারুন রকম খুশি।।
অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা রইলো
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
ইখতামিন বলেছেন:
হায় হায়... এইটা কি শুনাইলেন আপনি..
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
ইমিনা বলেছেন: জি, আপনার ডিসপ্লে পিক দেখলে এটাই মনে হয়
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
লাবনী আক্তার বলেছেন: তারপর -
কোন এক বৃষ্টিভেজা সন্ধ্যায়
আবার আমি দুঃখবিলাসী হবো,
স্মৃতীর ফ্রেমে বাঁধা ফিরে পাওয়া সবটুকু ভালোবাসাকে ছুঁয়ে
অঝর ধারায় কাঁদবো শুধু।
সন্ধ্যার পথ মাড়িয়ে অন্ধকার নামবে দূরের কোন গ্রামে,
ঝি ঝি পোকাদের কন্ঠে ক্লান্তি এসে -
থামিয়ে দিবে প্রকৃতির সবটুকু উচ্ছলতা, আমার ই মতো।।
ভীষণ ভালো লাগল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি
আপনাদের ভালোলাগা আমার জন্য প্রেরনা ...
অনেক অনেক ভালো থাকবেন
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
ইমরাজ কবির মুন বলেছেন:
২বার পড়লাম, চমৎকার লাগলো ||
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
ইমিনা বলেছেন: আমার কাছে চমৎকার লাগলে আমি হাজার হাজার বার পড়ি
আপনি যে ২ বার পড়েছেন তাতেই আমি আনন্দিত
ধন্যবাদ ...
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কি ব্যপার ফটু পরিবর্তন করছেন কেন??
আগের টাই ভালো ছিল এখন তো মনে হয় কার্টুনের ব্লগ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
ইমিনা বলেছেন: আরো কতো হাজার বার যে পরিবর্তিত হইবে তার ঠিক ঠিকানা নাই ...
আর আপনারটাতো নৌকার ব্লগ
১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬
ইখতামিন বলেছেন:
আপনার প্রো পিক দেখি আগেরটা ফিরে এসেছে.. এইটাই ভালো..
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
ইমিনা বলেছেন: মানুষকে খুশি করানো এত্তো সহজ
২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬
মাহবুবুল আজাদ বলেছেন: অতঃপর বৃষ্টির বয়স বাড়বে, হেলে পড়বে পথের কাদা,
রোদের আমন্ত্রনে শুকাবে কান্না, তুমি এসো পথের ক্লান্তি ঝেড়ে,
আমি আছি নিরাশার শেষকৃত্যে।
থাকবে উচ্ছলতা থাকবে আনন্দের ধারা-ভাল থাকবেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
ইমিনা বলেছেন: বাহ্, দারুন বলেছেন আপনি
আপনিও ভালো থাকবেন ।।
২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২
ইখতামিন বলেছেন:
কখনও কখনও মানুষকে খুশি করানো এর চাইতেও বেশি সহজ..
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬
ইমিনা বলেছেন: হু ...
২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ভাল লেগেছে কবিতা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪
ইমিনা বলেছেন: লেখাটি আপনার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগছে ...
জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
মুনেম আহমেদ বলেছেন: তুমি ফিরে এলে -
লজ্জাবতীর সবগুলো পাতা ছুঁয়ে দিয়ে
জানিয়ে দিব ভালোবাসার সবটুকু আগমনী বার্তার শিহরন,
কিশোরীর মতো দুষ্টমাখা একগাল হাসিতে
কাঁপিয়ে দিবো নির্বাক নগরীর সবকয়টা দ্বার,
তোমার অন্তর্বেদী দৃষ্টিকে হারিয়ে দিয়ে
ছড়িয়ে দিবো আমার আঙ্গিনার সবটুকু মুগ্ধতা,
চাপল্যটুকু ভাসিয়ে দিবো
অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতির সমীকরণে
বাহ!!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬
ইমিনা বলেছেন:
শুভকামনা রইলো
২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
কাজ-কর্ম কিছু নাই ?
আপনি সবসময় অনলাইন !
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২০
ইমিনা বলেছেন: ওয়ার্ক ম্যানেজমেন্ট সহ আরো অনেক কিছু ম্যানেজমেন্ট এর কৌশল শেখার বাকী আছে দেখছি আপনার ।। সমস্যা নাই, আমি শিখিয়ে দিব
২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
একলা ফড়িং বলেছেন: আমি কবিতা লিখতে পারি না ক্যান
এখনো ওয়াচে?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৯
ইমিনা বলেছেন: "ভালোবাসি হয়নি বলা
একসাথে তাই হয়নি চলা" ...
এতো সরল কথায় যে জীবনের সামগ্রিক উপলদ্ধিটা প্রকাশ করতে পারে তার কাছে এই সব কবিতা সামান্য কিছু শব্দভান্ডার ছাড়া আর কিছু ই না
এখনও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষন করা হচ্ছে
২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
একলা ফড়িং বলেছেন: কি যাতনা ওয়াচে, বুঝিবে সে কিসে, দীর্ঘদিন ওয়াচে থাকে নাই যে
নয় মাস! সেই দুঃখের কথা এখনো ভুলতে পারি না
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
ইমিনা বলেছেন: নয় মাস?? সে তো সহ্যসীমার সাথে যুদ্ধ করার অমর ইতিহাস
সামু তাহলে এত্তোগুলো পঁচা
২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
উজবুক ইশতি বলেছেন: সুন্দর. হৃদয় ছোঁয়া...আশা করি আপনি দুঃখবিলাসী না হয়ে সুখবিলাসী হবেন
ভালো লাগা এবং শুভ কামনা রইল
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭
ইমিনা বলেছেন: ধন্যবাদ
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো
২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
মহামহোপাধ্যায় বলেছেন: দূঃখবিলাসী হওয়া ভালু না
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
ইমিনা বলেছেন: অনেক ভালু , অনেক
২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
নাছির84 বলেছেন: 'সন্ধ্যার পথ মাড়িয়ে অন্ধকার নামবে দূরের কোন গ্রামে,
ঝি ঝি পোকাদের কন্ঠে ক্লান্তি এসে -
থামিয়ে দিবে প্রকৃতির সবটুকু উচ্ছলতা, আমার ই মতো'........কবিতাটা কয়েকবার পড়লাম। তারপর হঠাৎ করেই আবিষ্কার করলাম....লাইনগুলো আমার ভেতরেই প্রোথিত !
আচ্ছা, দুঃখবিলাস কি শুধুই বিলাস ? নাকি অলস সময়ে গরু যেমন তার জমানো খাদ্য জাবর কেটে সংহার করে, তেমনি মানুষও ফুরসত পেলে বসে পড়ে তার জমানো স্মৃতির ভাঁড়ার নিয়ে ? যত্ন-আত্নি না করলে পাছে বিলীন হতে পারে...এই ভয়ে।
কবিতা খুব ভাল হয়েছে।++++++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২২
ইমিনা বলেছেন: "মানুষও ফুরসত পেলে বসে পড়ে তার জমানো স্মৃতির ভাঁড়ার নিয়ে ? যত্ন-আত্নি না করলে পাছে বিলীন হতে পারে...এই ভয়ে"।
...
অসাধারন বলেছেন। আপনার এই ব্যাখ্যা করা অনুভূতিটা আমার লেখার অনুভূতির সাথে যায়। অথচ ঠিক এইভাবে ভাবতে পারি নি। ভাবা উচিত ছিল আমার ...
অনেক অনেক ধন্যবাদ
৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৪
মোঃ সাবিকুল ইসলাম (হৃদয়) বলেছেন: osadoro,shuvo kamona
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৩
ইমিনা বলেছেন: শুভকামনা রইলো
৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬
রাসেলহাসান বলেছেন: চমৎকার কবিতা।।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা রইলো
৩২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩
জুন বলেছেন: কোন এক বৃষ্টিভেজা সন্ধ্যায়
আবার আমি দুঃখবিলাসী হবো,
স্মৃতীর ফ্রেমে বাঁধা ফিরে পাওয়া সবটুকু ভালোবাসাকে ছুঁয়ে
অঝর ধারায় কাঁদবো শুধু
দারুন লাগলো ইমিনা সত্যি অসাধারন
+
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১
ইমিনা বলেছেন: ভালোলাগাটা জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন ।।
৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আবার সেই ছবি দিছেন ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩
ইমিনা বলেছেন: হু ,
৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
একজন আরমান বলেছেন:
শেষটা দারুণ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪
ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ
৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩
ইমিনা বলেছেন: ধন্যবাদ
৩৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
অদৃশ্য বলেছেন:
বেশ ভালো লাগলো লিখাটি... আশাকরছি সামনে আপনার আরও লিখা পড়বার সুযোগ হবে...
শুভকামনা...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
ইমিনা বলেছেন: ভালোলাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা রইলো ...
৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
বৃতি বলেছেন: বেশ সুন্দর কবিতা। নিয়মিত লিখুন ইমিনা। হ্যাপি ব্লগিং
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
শায়লা িসিদ্দক বলেছেন: সুন্দর ! ^_^
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অাপুনি
৩৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
ইখতামিন বলেছেন:
কবিতা আসলেই অনেক সুন্দর হয়েছে..
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
ইমিনা বলেছেন: ধন্যবাদ
৪০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
এহসান সাবির বলেছেন: লজ্জাবতীর সবগুলো পাতা ছুঁয়ে দিয়ে
জানিয়ে দিব ভালোবাসার সবটুকু আগমনী বার্তার শিহরন,
কিশোরীর মতো দুষ্টমাখা একগাল হাসিতে
কাঁপিয়ে দিবো নির্বাক নগরীর সবকয়টা দ্বার,
তোমার অন্তর্বেদী দৃষ্টিকে হারিয়ে দিয়ে
ছড়িয়ে দিবো আমার আঙ্গিনার সবটুকু মুগ্ধতা.......!!
কবিতায় ভালোলাগা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা রইলো ।।
৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
ইখতামিন বলেছেন:
কারণ, দুঃখবিলাসী হবো...
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
ইমিনা বলেছেন:
৪২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭
নোবেল হোসেন সাজিদ। বলেছেন: অনেক ভালো লেগেছে পড়ে,
শুভকামনা রইলো ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫
ইমিনা বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইলো ।।
৪৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১
ইমরাজ কবির মুন বলেছেন:
দ্যাট'ড বি গ্রেট ! দেরী করে লাভ নাই, আমাকে অতিসত্ত্বর ফেসবুকে অ্যাড করে ম্যানেজমেন্ট শিক্ষা দেয়া শুরু করেন ||
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
ইমিনা বলেছেন: অ্যাড মি পিলিজজজজ, অ্যাই এম ব্লকড
৪৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ !
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৬
ইমিনা বলেছেন:
৪৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
ইখতামিন বলেছেন:
Ad meh I m boloc... :3
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
ইমিনা বলেছেন: সব দেখছি ব্লক খাওয়া জনগন
৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
নীল-দর্পণ বলেছেন: চমৎকার লাগল
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
ইমিনা বলেছেন: ভালো লাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন ।।
৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১
গোলাপ বলেছেন: শেষটুকু বেশী সুন্দর
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫
ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ
শুভকামনা রইলো ।।
৪৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫
ইখতামিন বলেছেন:
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
ইমিনা বলেছেন:
৪৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭
তাসজিদ বলেছেন: দুঃখ বিলাসী মন ?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
ইমিনা বলেছেন: মন দুঃখ বিলাসী নয় তবে মাঝে মাঝে দুঃখ বোধটুকু আপন আপন মনে হয় ...
৫০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫২
অবচেতনমন বলেছেন: এত ভাললাগার কমেন্ট, আমি আর কি বলব! বেশ হয়েছে। ভাল থাকবেন প্রতিক্ষন এই কামনা।
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০২
ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
অাপনি ও ভালো থাকুন এই কামনা রইলো ।।
৫১| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:৩৮
হাতীর ডিম বলেছেন: চমৎকার
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫
ইমিনা বলেছেন: এতোগুলো ধন্যবাদ আপনাকে
শুভকামনা রইলো ।।
৫২| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫
নাছির84 বলেছেন: নতুন কথা ফুরিয়ে এলে পুরোনো কবিতা পড়তে ভালই লাগে। সবগুলো কবিতা আবারও পড়লাম। ইস ! যদি কবিতা লিখতে পারতাম !
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৬
ইমিনা বলেছেন: আপনি কিন্তু অসাধারন লিখেন। আমার তো বরং আজকাল কবিতা লিখতে বেশ লজ্জা লাগে। কি সব লেখা, প্রতিটা লাইনের ধারা ও ঠিক নেই। আপনি কবিতা লিখেন না কেন? আপনার শব্দ বিন্যাস এবং শব্দ বিন্যাসের গভীরতা অসাধারন ।
৫৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
নাছির84 বলেছেন: হায় ! হায়! চাচার কবর কনে, আর চাচী কাঁদে কনে !
দিয়াগো ম্যারাডোনাকে ব্যাট-প্যাড পরিয়ে ক্রিকেট মাঠে নামিয়ে দিয়ে তার কাছ থেকে যদি সেঞ্চুরি আশা করেন, তাহলে কিছুই বলার নেই।
আর, আমি কিন্তু ম্যারাডোনা নই। নেহায়েত পাড়ার এক ফুটবলার, যার সাধ আছে কিন্তু সামর্থ্য নেই। কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের অহেতুক কুচ্ছিতসাধন দেখলে মনে হয়, লেখালেখিও বোধহয় একধরনের জাগতিক সম্পদ, যা কলমের ফলা বেয়ে ঝরে পড়লে ফুরিয়ে যায় !
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:০২
ইমিনা বলেছেন: আমি যা বলেছি তা মোটেও মিথ্যা নয়
আমি শুধুশুধু কিছু বলি না
৫৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪০
নাছির84 বলেছেন: সত্য-মিথ্যার কথা কিছু বলিনি তো ?
মাথায় পিস্তল ঠেকালেও একটা কবিতার লাইন বের হবে না ! ইহা গ্যারান্টিযুক্ত কথা।আপনাদের মতো ব্লগাররা বিশেষ করে আপনি যেভা্বে আমার লেখার প্রশংসা করেন,মাঝে-মধ্যে ভাবি আমি মেয়ে হলে বোধহয় লজ্জায় মরেই যেতাম !! সে যাকগে,কথা কাটাকাটির এই খেলা ভুলে যান। আজ আমার পয়দা বার্ষিকি........এই মাত্র দুনিয়াতে পয়দা হয়েই ছেলেটা কবিতা লিখবে কিভাবে ?
আর, অতি সত্ত্বর নতুন কবিতা চাই। নইলে কিন্তু আগামিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল....
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২
ইমিনা বলেছেন: ভাগ্যিস আপনি মেয়ে হয়ে জন্ম নেন নি। না হয় সে মৃত্যুর দায় আমাকেই নিতে হতো
আজ আপনার জন্ম বার্ষিকী ??? শুভ জন্ম বার্ষিকী !!! অনেক অনেক ভালো হোক আপনার দিনগুলো
হরতাল ডরাই না আর। অভ্যাস হয়ে গেছে
৫৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অতঃপর ক্ষনিকের তরে অভিমানী হয়ে
আদায় করে নিবো তোমার সবটুকু ভালোলাগা।
ফিরে যাওয়ার সময়টুকুতে ফের -
কান্নাটুকু লুকিয়ে রেখে হাসবো আমি, জানিয়ে দিবো বিদায়।
কবিতায় ভালোলাগা ! ++
ভালো থাকুন ।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:০২
ইমিনা বলেছেন: ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আর হ্যা, আমার ব্লগে স্বাগতম
শুভকামনা রইলো।।
৫৬| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৪
আহসানের ব্লগ বলেছেন: বাহ !
অসাধারণ তো ।
২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:০০
ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম
আপনার প্রতি রইলো অনেক কৃতজ্ঞতা
ভালো থাকবেন সব সময়।
শুভকামনা ...
৫৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮
রোহান খান বলেছেন: আবেগে কান্দাইলি, একটু ক্যাইন্দা লই
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪২
ইমিনা বলেছেন: ছেলেদের কান্না-কাটি বড়ই দৃষ্টিকটু।
ভাই, এখােন ক্যাইন্দেন না প্লিজজজজজজ
.....
আপনি চাইলে ঠাকুরমার ঝুলি থেকে একটা গল্প শুনাতে পারি।
৫৮| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০
অস্তমিত গন্তব্য বলেছেন: তোমার অন্তর্বেদী দৃষ্টিকে হারিয়ে দিয়ে
ছড়িয়ে দিবো আমার আঙ্গিনার সবটুকু মুগ্ধতা,
চাপল্যটুকু ভাসিয়ে দিবো
অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতির সমীকরণে,
অতঃপর ক্ষনিকের তরে অভিমানী হয়ে
আদায় করে নিবো তোমার সবটুকু ভালোলাগা।
ফিরে যাওয়ার সময়টুকুতে ফের -
কান্নাটুকু লুকিয়ে রেখে হাসবো আমি, জানিয়ে দিবো বিদায়।
------------------------------------------------------------
অসাধারন
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮
ইমিনা বলেছেন:
তবুও সুন্দর মন্তব্য করার জন্য অনেক কৃতজ্ঞতা ।।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭
ভারসাম্য বলেছেন: কি লাভ অমন ফেরায়! দুঃখবিলাসও মন্দ নয় দূরাশার চেয়ে। কবিতাও খারাপ লাগে নি।
অন্তর্ভেদী দৃষ্টিকে হারিয়ে দেয়া নয়, জাগিয়ে তোলা হোক সবার মাঝে।
+++