| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমিনা
Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...
এই রে, সামুতে দেখি আমার ১ বছর আর সেই সাথে ৬ দিন হয়ে গেছে। নিজের অদেখায় এই ৬টা দিন কে কোন মতেই মেনে নেওয়া সম্ভব নয়
ওই সব থাক, মন খারাপ বা মেজাজ খারাপ করে এখন আর কোন লাভ নাই। তারচেয়ে বরং ১টি বছরের সুন্দর সুন্দর টুকরো-টাকরা স্মৃতিগুলোই হয়ে থাকুক সামুর সাথে আমার সম্পর্কের ভালোলাগা। সামুর সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর কল্যানে আমি পেয়েছি অন্য এক পৃথিবী, অন্য এক জীবন স্রোত। ভাবতে অবাক লাগে, যে মানুষগুলোকে আমি চিনতাম না, জানতাম না অথচ কি এক আশ্চার্য জাদুবলে তাদের সাথে আমি কথা বলছি, তাদের কথা শুনতে পারছি, মনের গহীনে জমা করে রাখা অব্যক্ত কথাগুলো এখানে ফুটে উঠছে। মাঝে মাঝে আমি নিজেই পার্থক্য করতে পারি না আমাকে। সামুর আমি সত্য নাকি বাস্তবের আমি সত্য। আমি মনে হয় দুটোই। যে আমায় দেখতে পারছে সেই আমি যেমন সত্য তেমনি যে আমায় বুঝতে পারছে সেই আমিও সত্য। সামুকে ছেড়ে তাই আমার দূরে থাকা হবে না বোধহয়।
ভাবনার গভীরে যেতে চাইছি না। শুধু মন থেকে কৃতজ্ঞতা জানাই আমার সহব্লগারদের যাদের প্রেরণা, ভালোলাগা ছাড়া এখানে আমি এক মুহুর্তেও থাকতে পারতাম না। আমি এমনই, শুধু শুধু কোথাও বসে থাকতে পারি না, বড় অধৈর্য্য লাগে।
# যাদের ভালোলাগা দিয়ে শুরু হয়েছে আমার প্রতিটি পোস্টের ভালোলাগা :
তিলক গবেষনা

বালিকা ও অসম্পূর্ন চাওয়া

সন্ধ্যামালতিতে ফিরে আসা

প্রতীক্ষা ও ভালোবাসা

দুঃখবিলাসী হবো বলে ...

সন্ধ্যার মুগ্ধতায় ...

ইচ্ছা ও ইচ্ছাপূরণের বিবর্তন

আমি এখন জেনারেল ( পোস্টঃ ধন্যবাদ জ্ঞাপন)

ছবিতে সুন্দর দেখায় না? লাইনে দাড়াতে হবে না, এমনি এমনি নিয়ে যান দরকারী টিপস এবং ট্রিকস

তাক লাগানো বুদ্ধির জোর (ফানপোস্ট)

ব্রেকআপ যখন আপনার সম্পর্কের দ্বার প্রান্তে : ফ্যাক্টর অব রিলেশনশিপ

অভিন্ন ভূবনের ভিন্ন দ্বার

স্মৃতির ফ্রেমে জড়িয়ে রাখা পহেলা বৈশাখের অকৃত্রিম অনুভূতি

বিক্ষিপ্ত স্রোতে অভ্যস্ততা

অনুসন্ধানী পোস্ট: ব্লগারদের নামকরন ইতিহাসের অনন্য দলিল

ফেসবুকে "লাইক" অপশন ব্যবহারে আপনি কতটুকু সচেতন ???

জীবন থেকে নেয়া ওয়ারেন বাফেট তত্ত্ব: কখনো রম্য কখনো বাস্তবতা

তোমার জন্য কিছু কথা, তোমাকে নিয়ে কিছু কথা

থমকে দাড়ানো মাঝ দুপুরের কিছু ভাবনা

শরৎ - স্নিগ্ধ শুভ্রতায় এলোমেলো অন্য ভূবন

# অসংখ্য ভালোলাগার স্মৃতির মধ্যে কিছু কিছু স্মৃতি:
আমার প্রথম পোস্টের প্রথম মন্তব্য সোহেলী আপুর। যতদিন সামুতে থাকবো ততোদিন সোহেলী আপুকে মনে থাকবে।

সামুতে আমার প্রথম মন্তব্যকারী "ভাইয়া" ব্লগার। মনে না থাকার কোন যুক্তি আছে কি?

এই কথাটাও কি আমায় বিশ্বাস করতে হবে স্বর্ণা আপু?

লাভ য়্যু শায়মা আপু

উহ্ বুঝছি, মামলা খাওয়ার ভয়েই বুঝি কেউ হাত ধরে রাস্তা পার করে দিতে চায় না ![]()

বুঝছি, আপনার বুদ্ধির উন্নয়নেই ভাসছে দেশ ![]()

ঠিক কথা, সামু এত্তোগুলো খারাপ

আহ্, এরকম মন্তব্য শুনতে কে না চায়?

কাজের বুয়া হইবার আর ইচ্চা নাই। আপনার কি এখনও জেলে যাওয়ার ইচ্ছা আছে? থাকলে জানাইয়েন। আমার কাছে বুদ্ধি আছে

আমি ধন্য হয়ে গেলাম

ব্লগেও কি তবে এ্যাড করার চ্যান্স আছে?

কি মহিমা লুকিয়ে আছে এই মন্তব্যের মাঝে

ইমিনা তো এলিয়েনই।

তাহলে তো ন্যাশনাল আইডি কার্ড ফেসবুক হয়ে যেত

কথা সত্য

ভাবিরে বইলা দিমু এই কথা

অভিজ্ঞতা থেকে এই কথা বললেন কুনোভাই?

ভাইয়া, জিএফ কি পেয়েছিলেন নাকি বিয়ের দাওয়াই পাবো?

নাম তা আর চেঞ্জ করেন নি।

হাহ হা হা... এই সুন্দর মন্তব্য পড়ে আমি এখনো হেসে যাই

আহ্, কেউ কি কখনো আমায় এতোটা আপন ভেবেছিলো?

উল্লেখিত অপূর্ণ কি অপূর্ণ রায়হান?

নামকরনের স্বার্থকথা

জুকারবার্গ কে জানাইতে হবে

ফাকিবাজ ছাত্রে দেশ ডুবে যাইতেছে। সব আমাদের শিক্ষামন্ত্রীর দোষ ![]()

আমার পোলাপাইনরে বলে যাবো তারা যেন লাস্ট ব্যাঞ্চার হয়।

কিছু কিছু কথা বিশ্বাস করতে ইচ্ছা করে

কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো

নিজেকে পিচ্চি ভাবতে কি যে ভালো লাগে

এমন মনোযোগী পাঠক পেয়ে নিজেকে বড় ভাগ্যবান মনে হয়

অল্প একটু কথায় কতবেশী স্নেহ লুকিয়ে থাকতে পারে তা এই মন্তব্য না পেলে বুঝতাম না

আহ্, আদ্রিতা আপু !!!

প্রেম জিনিস টা কি?

# আলাদা করে রাখা কিছু ভালোলাগা মন্তব্য:
আমার সবচাইতে প্রিয় ব্লগারটি যখন আমার কোন পোস্ট পড়ার পর তা প্রিয়তে রাখার কথাটা জানিয়ে যায় তখন কেমন ভালো লাগে ভাবতে পারেন?

থ্যাঙ্কু রেজোওয়ানা আপু

থ্যাঙ্কু জানানোর ভাষাও হারিয়ে ফেলি যখন দেখি ফিফা ভাইও আমার কোন এক পোস্টে এতো সুন্দর মন্তব্য রেখে যান

আমার লেখা পড়ে যখন চেয়ারম্যান সাবও তার ভালোলাগা জানিয়ে দিয়ে যায় তখন নিজেকে অনেক কিছুই মনে হয়

জাহাজী! লর্ড অব দ্যা রিংস দেখেই যার প্রেমে পড়েছিলাম সেই জাহাজী কিনা আমার লেখা পড়ে মুগ্ধ

( উল্লেখ্য যে, এই মন্তব্যগুলো আমার কোন পোস্টেই দেখতে পাবেন না। এই রকম আরো অনেক মন্তব্য শুধু আমিই আমার বিভিন্ন পোস্টে দেখতে পাই কারন কখনো কখনো আমি দিবা-স্বপ্ন দেখতে পছন্দ করি। তবে তাহারা যদি ইচ্ছা করেন তবে এই দিবা-স্বপ্ন বাস্তবতা পেতেও পারে
)
# চিঠির বাক্স:
প্রথমেই জানিয়ে দেওয়া উচিত যে, যার যার নামে এই ছোট্ট ছোট্ট চিঠিগুলো লেখা হয়েছে তাকে ব্যতিত অন্য কেউ যেন তা না পড়েন। আমরা সবাই বড় হয়ে গেছি তাই ব্যাক্তিগত গোপনীয়তার প্রয়োজনীয়তা আমরা বুঝি।
কাল্পনিক_ভালোবাসা : মোবাইল থেকে সামুর ফুল ভার্সন দেখতে পাই না। দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে উপকার করবেন।
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) : আগস্ট মাসে সেই যে পোস্ট দিলেন আর তো পোস্ট দিলেন না। নতুন নতুন পোস্ট আশা করতে পারি কি?
সীমানা ছাড়িয়ে : আপনি কি তবে সীমানা ছাড়িয়ে অসীমে হারিয়ে গেলেন ? আপনাকে কোথাও দেখি না আর ![]()
আহমেদ জী এস : আপনার ভাবনার সাথে আমার ভাবনার কোথায় যেন একটা মিল আছে। মিলটা ঠিক ধরতে পারছি না। বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন প্লিজ এবং উত্তর পেয়ে গেলে আমাকে জানাবেন কিন্ত।
ভারসাম্য : সেই যে রমজান মাসে কবিতা পেলাম আর কিন্তু পেলাম না অথচ আপনি অসাধারন সব কবিতা লিখতে পারেন্
স্নিগ্ধ শোভন : আমার ইন্টারভ্যু নিবেন কবে? প্রিপারেশন নিয়ে বসে আছি তো
অদ্বিতীয়া আমি : নতুন পোস্টের জন্য আর কতদিন অপেক্ষা করবো আপুনি?
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা : স্বর্ণা আপুর লেখা কি কখনোই পড়া হবে না?
এহসান সাবির : আপনার বাড়ীতে কিন্তু আমার দাওয়াত। মনে আছে তো?
ইমরাজ কবির মুন : এত্তো এত্তো অনুরোধ করে যাচ্ছি, একবারও কি মনে দাগ কাটে না? হুহ্
শুঁটকি মাছ : আপু রে, কোথায় তুমি? কোথাও দেখি না যে ![]()
মাহমুদ০০৭ : আপনার প্রো পিকের রহস্যটা জানতে ইচ্ছা করে
চিরতার রস : ভাইরে, বিয়ে করার পরও ব্লগিং করার যায়
সুইট এঞ্জেল : সুইট আপ্পি, তুমি কোথায়? তোমার অসাধারন সব লেখা মিস করছি। ব্লগটাকে বড় বিস্বাদ লাগে তোমার ওই অসাধারন লেখা ছাড়া ![]()
ইখতামিন : এভাবেই কি প্রিয় মানুষগুলো হারিয়ে যায়? ![]()
অস্পিসাস প্রেইস : সেই যে ভালোবাসার চিঠি দিয়ে গেলেন আর তো দেখা দিলেন না ![]()
সাজিদ উল হক আবির : এতো অল্প বয়সে কঠিন কঠিন গভীর গভীর লেখা কি ভাবে লিখেন?
অদৃশ্য : আপনার ফেবু আইডি পাওয়ার ইচ্ছা হয় ![]()
কান্ডারি অথর্ব : ভয় পেয়েছিলাম। ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ![]()
সায়েদা সোহেলী : ছবি-ব্লগ পাওয়ার কথা ছিলো আপু
![]()
বি.দ্র: আমার অনেক প্রিয় প্রিয় আপু ব্লগার এবং ভাইয়া ব্লগার আছেন যাদের নাম এই পোস্টে উল্লেখ করি নি কারন তাদের নাম তো আমার মনের ঘরেই লিখা আছে যেখান থেকে সেই নামগুলো পৃথিবীর কোন শক্তিই মুছে দিতে পারবে না, এমন কি আমেরিকাও না
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮
ইমিনা বলেছেন: হু, তা ঠিক। তখন তো আপনাকে জানতাম না তাই তখন স্বর্ণা আপুকে জিজ্ঞাসা করা হয় নি।
আপনি সেই অপূর্ণ হোন আর নাই হোন, আপনার " অপূর্ণ" বিশেষনটার রহস্য বলতে হবে। এটা আমার আবদার
২|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭
নেক্সাস বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা......।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১২
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
আপনাকে পেয়ে ভালো লাগছে খুব। ভালো থাকবেন সব সময় ![]()
৩|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বহুত খাটুনির দারুন পোস্ট,
সময় কোথা থেকে ম্যানেজ করেন।
ধন্যবাদ, ভালো লাগলো
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫
ইমিনা বলেছেন: খাটুনি মনে হয় নি তো। আমার পোস্টগুলো জাস্ট রিভিউ করে এলাম ![]()
ভালোলাগা মনে হয় এমনি। কষ্টকেও কষ্ট মনে হয় না ![]()
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।
৪|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
মাহমুদ০০৭ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা । প্রো পিকের কোন রহস্য নাই , ০০৭ দেয়ার কারণ আছে । অনেক দিন পর । ভাল থাকবেন ।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
ইমিনা বলেছেন: তাই বলে এমন ভৌতিক প্রো পিক? এই পিকের দিকে তাকালে ভয়েই বরফ হয়ে যাই। তাই এর দিকে তাকানোর সাহস হয় না ![]()
মন্তব্যের জন্য অনেক ভালোলাগা জানবেন ![]()
৫|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: বর্ষপূর্তি পেষ্টে রিভিই সুন্দর হয়েছে । আপনি থাকুন আমাদেরই সাথে এই শুভ কামনা নিরন্তন....
কিঞ্চিত কষ্ট পাইলাম রিভিতে থাকতে না পেরে।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
ইমিনা বলেছেন: না ভাইয়া, ব্যাপারটা খুলে বলি নি আমি। যাদের নাম এই রিভিউতে নাই তাদের নাম আমি মনের দেশে লিখে রেখেছি। ভালো বুদ্ধি না?
আপনাদের সাথেই থাকতে চাই সব সময়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ।।
৬|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহা ! হুম । অন্তরঙ্গ আলাপনে বলেছিলাম যদিও আগেই।
লেখালেখির জন্য একটা ছদ্মনামের প্রয়োজনীয়তায় তখন সম্ভবত ষষ্ঠ কি সপ্তম শ্রেণীতে ছিলাম , য়পূর্ণ রায়হান নামে লেখালেখি শুরু করেছিলাম । পরে অপূর্ণ রায়হান নামটা ব্যাবহার করা শুরু করি , এখনো করছি , হয়তো ভবিষ্যতেও করবো
তেমন কোন পূর্ণতা বা অপূর্ণতা বা বিশেষ কোন রহস্য নেই এই নামের পেছনে ।
ভালো থাকবেন সবসময় ।।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭
ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ ভাইয়া। অপূর্ণতা নিয়েই যেহেতু বেঁচে থাকা তাই এই অপূর্ণ শব্দটাকে বড় আপন মনে হয়
দোয়া করি, পূর্ণতা যেন আপনাকে ছুঁয়ে যায়।।
৭|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪
সুমন কর বলেছেন: বর্ষপূর্তিতে অনেক শুভকামনা
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
ইমিনা বলেছেন: পুরো বছরটিতে পাশে থেকে প্রেরণা দিয়েছেন বলে আমি খুবই কৃতজ্ঞ।
অনেক অনেক ভালো থাকবেন। শুভ কামনা সব সময়।।
৮|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক স্মৃতির ঢালী সাজিয়ে ক্ষনে
অনেক ফুলের কুঁড়ি লয়ে আপন মনে
বছরের শুরু দিনপঞ্জি খুলে
নবনব আনন্দে হেয়ালে ভুলে
আঁখি মুদে ভাসে অতিত আল্পনা
ইমিনা , বর্ষফুর্তি পোস্টে জানাই শুভকামনা ।।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
ইমিনা বলেছেন: অনেককককককককক ধন্যবাদ পরিবেশ ভাই ![]()
ভালো থাকবেন সব সময়। শুভকামনা ...
৯|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
আবু শাকিল বলেছেন: শুভ কামনা জানবেন ইমিনাপু ![]()
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪০
ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ শাকিল ভাই ![]()
সেই সাথে অনেক কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন সব সময়।।
১০|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: আমার নাম কোথাও নাই। হরতাল ডাকলাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
ইমিনা বলেছেন: নামটা যদি মনের ঘরে লিখা থাকে এবং তা জানার পরও কি হরতাল ডাকবেন
১১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
সোহেল মাহমুদ বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানবেন আপু।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ জানবেন ![]()
শুভকামনা সব সময়।।
১২|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
হাসান মাহবুব বলেছেন: হরতাল প্রত্যাহার করলাম :!>
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
ইমিনা বলেছেন: আলহামদুলিল্লাহ !!!
সবাই যদি আপনার মতো উদার হতো ![]()
১৩|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
জানা বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন প্রিয় ইমিনা
অনেক অনেক শুভ কামনা আর ভালবাসা। পাশাপাশি কৃতজ্ঞতা থাকছে সবসময়ের জন্য।
আপনাকে (তোমাকে?
) আমারও খুব পছন্দ
। তারসাথে এই প্ল্যাটফর্মে আনন্দময় অংশগ্রহণটিও।
সর্বময় মঙ্গল প্রার্থনা।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
ইমিনা বলেছেন: জানা আপু !!!
আপনার এই মন্তব্যটি আলাদা করে রাখা ভালোলাগা মন্তব্যের ঘরে রেখে দিতে হবে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার পোস্টে মন্তব্য করেছেন
এটা আমার বড় প্রাপ্তি এবং অকৃত্রিম ভালোলাগা। অনেক অনেক ধন্যবাদ ![]()
১৪|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা।
ব্লগে এক বৎসরে আপনার অর্জন অসামান্য। আপনার চমৎকার সব লেখালেখিতে এই অসাধারণ যাত্রা অব্যাহত থাকুক।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩
ইমিনা বলেছেন: আমি কিছুই লিখি নি তেমন।
কিন্তু আপনার সার্বিক সহযোগীতায় এবং প্রেরণায় ব্লগে যাত্রা করে অনেক ভালোলাগা পেয়েছি। আমি সব সময়ই আপনার প্রতি কৃতজ্ঞ কবি। আপনি সবার চেয়ে আলাদা, আমি অনেক বেশি ঋণী।
শুভকামনা এবং ভালোলাগা জানবেন প্রিয় কবি।।
১৫|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
বর্ষপূর্তির মত একটি গৎবাঁধা পোষ্টকে আপনি যে অভিনব ধারায় প্রকাশ করলেন, তাতে আপনার উৎকর্ষ সৃজনশীলতা এবং সহব্লগারদের প্রতি আন্তরিকতাই প্রকাশ পাচ্ছে। এমন একজন চমৎকার মানুষকে সহব্লগার হিসেবে পেয়ে আমি আনন্দিত। বর্ষপূর্তির শুভেচ্ছা রইল।
এবার আশা যাক চিঠি প্রসংঙ্গে। প্রতিবারই 'ব্যাক্তিগত গোপনীয়তা' সমৃদ্ধ চিঠির কথা শুনলেই কেমন যেন বেশ পুলক অনুভূত হয়। তবে প্রতিবারই চিঠির কাঠখোট্টা ভাষার কারনে সেই পুলক নিমিষেই হারিয়ে যায়। এই চিঠিখানাও যে কাঠখোট্টা ঐতিহ্য ধরে রেখেছে তা আর বলার অপেক্ষা রাখেন না। হাহাহা।
যাইহোক, আপনার সমস্যার ব্যাপারে বলছি- এই মুহুর্তে ব্লগের মোবাইলের ফুল ভার্সন চালু আছে এবং এই সংক্রান্ত কোন অভিযোগ এখনও পাওয়া যায় নি। তবে আপনি যদি কোন নির্দিষ্ট সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে দয়া করে মেইলের মাধ্যমে তা জানিয়ে দিন।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
ইমিনা বলেছেন: বাঙ্গালীরা এমনিতেই বেশ দুষ্ট প্রকৃতির। যদি বলেন - এইখানে নিজের নাম ব্যাতিত অন্য কারো চিঠি পড়বেন না প্লিজ, তখন দেখবেন তারা হাজার গুন বেশি উৎসাহ নিয়ে সেই চিঠির উপর হুমড়ি খেয়ে পড়বে। তাই কাঠখোট্টা ভাষা ছাড়া আর কোন উপায় ছিল না। তাছাড়া আমার আবার খুব বেশি সাহসও নেই
১৬|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯
সুমন জেবা বলেছেন: আমার এই মন্তব্য যে কেউ আলাদা করে তুলে রাখবে ভাবতেই পারিনি ।
এখনও যেন চোখে ধাঁ ধাঁ লাগছে ।
ছোট ছোট মন্তব্যগূলো বছরধরে আগলে রাখা..তা একমাত্র তোমাতেই সম্ভব ।।।
তুমিই নতুন করে দাঁড় করালে সম্পর্কের এক নতুন সংঙ্গা ..
ধন্যবাদ দিয়ে ছোট করবোনা..বর্ষপূর্তির অভিনন্দন সাথে শুভকামনা ।
Note: এহন আর নামডা বদলাইবোনা..@ইমিনা..
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১০
ইমিনা বলেছেন: ছোট ছোট মন্তব্যগূলো বছরধরে আগলে রাখা..তা একমাত্র তোমাতেই সম্ভব ।।।
তুমিই নতুন করে দাঁড় করালে সম্পর্কের এক নতুন সংঙ্গা ..
......
হায়, হায়,এ যে একেবারে কাব্য করে বলা
ওকে, নাম বদলাতে হইবে না। কারন নাম বদলানোর সময়সীমা শেষ
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ![]()
১৭|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭
আমিনুর রহমান বলেছেন:
পিচ্চি দেখি ইউনিক একটা বর্ষপুর্তি পোষ্ট দিয়েছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
ইমিনা বলেছেন: পিচ্চি মেনশন করে বলায় কি যে আনন্দ লাগছে তা যদি আপনি ছাড়া এই পৃথিবীর অন্য কেউ জানতো তবে মনে হয় আমার সত্যিকারের নামটাই হারিয়ে যেত
আপনার কাছে সব সময় পিচ্চিই থাকতে চাই
অনেক অনেক ভালো থাকবেন ভাইয়া ।।
১৮|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১২
আহসানের ব্লগ বলেছেন: যান পস্টে প্লাস দিয়া গেলাম।
তবে প্রথম কোনো মেয়ে ব্লগার আমার ব্লগে এসেছিল সেটা আপনি।
অতএব আপনি আমার জন্য স্পেশাল ![]()
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
ইমিনা বলেছেন: আপনি তো কঠিন একটা তথ্য দিলেন ভাইয়া। আমিও তাহলে কারো কাছে স্পেশাল
![]()
কি সৌভাগ্য আমার !!!
অনেক অনেক শুভ কামনা রইলো আহসান ভাইয়া ।।
১৯|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩
জুন বলেছেন: শুভ বর্ষপুর্তি ইমিনা অনেক শুভকামনা রইলো

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু।
আপনাকে বরাবরই পাশে পেয়ে খুব স্বচ্ছন্দ বোধ করে আসছি। আমি আপনার প্রতি তাই অনেক বেশি কৃতজ্ঞ।
অনেক শুভকামনা রইলো ![]()
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
ইমিনা বলেছেন: জুন আপুর জন্য আমার অপরিণত হাতের তোলা ছবি ![]()

২০|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
ডট কম ০০৯ বলেছেন: এত কিছু তুমি মনে রাখ!! বেশ
বর্ষ পূর্তির জন্য শুভেচ্ছা জানাচ্ছি অফুরান, সাথে একটা ট্রিট ও দাবী করছি।
সামু ভ্রমণ তোমার জন্য আরো আনন্দময় হোক আগামীদিন গুলিতে।
শুভকামনা।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৪
ইমিনা বলেছেন: শুভেচ্ছা জানিয়েছেন, তাতে অনেক অনেক খুশি হয়েছি কিন্তু ট্রিট এর দাবী করে তো ভয় পাইয়ে দিলেন
২১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা......।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ![]()
শুভকামনা ...
২২|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
কয়েস সামী বলেছেন: api, apnar puro thikanata mail korben plz. opekhaay...
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯
ইমিনা বলেছেন: মেইল একাউন্টে লগ ইন করতে পারছি না ভাইয়া ![]()
আচ্ছা, আমি ফেবুতে আপনাকে খুঁজে নিয়ে পুরো ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি ![]()
২৩|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা (কোথাও কেউ নেই
)
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫
ইমিনা বলেছেন: আছি তো, ঠিক আপনার পেছনে। শুধু আমি একাই নই, সাথে আরো অনেকেই ![]()
১ ঘন্টা ধরে শুধু চেষ্টাই করে গেলাম আপনাকে আমার তোলা একটা ফটো উপহার দিতে। পারলাম না, জিপি স্পিডের কাছে পরাজিত হলাম।র ব্যাপার না, আগামী কাল যখন ছবিটা দিব দেখবো জিপির স্পর্ধা কত বেশি
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩০
ইমিনা বলেছেন:
আমার তোলা এই ছবিটা শুধু আপনার জন্য।এই বার পেছনে ফিরে দেখেনতো আমরা আপনার আশেপাশে আছি কিনা?
২৪|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বর্ষপূর্তির সাধারণ পোস্টকে অসাধারণ বানিয়ে ।+++++++++
বর্ষপূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে পেয়ে ভালো লাগছে ![]()
ভালো থাকবেন আর সেই সাথে শুভকামনা ।।
২৫|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭
কলমের কালি শেষ বলেছেন: একবছর !!.. মিষ্টি কই !!...মিষ্টি খামু !!!...
বাই দ্যা ওয়ে... অভিনন্দন । শুভ কামনা রইল ।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০
ইমিনা বলেছেন: মিষ্টি আছে তো। মিষ্টির দোকানে গিয়ে আচ্ছামত মিষ্টে খেয়ে বিল দেওয়ার সময় আমার নাম জানাবেন। তারপর আপনার কাছ থেকে টাকা নিবে তো দূরের কথা উল্টা আপনার বাসার জন্য এক প্যাকেট মিষ্টি দিয়ে দিবে :
মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ জানবেন ।।
২৬|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২০
এহসান সাবির বলেছেন: গলা ফাটিয়ে চিৎকার করে জিএফ নাই বলার পরও কেউ কোন কিছুই করল না....
সো তো বিয়ের দাওয়াই সই.....
আর মনে আছে তো.....
আমি আমার মা কে বলে রেখেছি ইমিনা নামের কেউ হাজির হলে সব কিছু ধরতে দিবা শুধু আমার ল্যাপটপ বাদে..... বলা তো যায় না কোন গোপন স্কীনশর্ট দেখে ফেলে....
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫০
ইমিনা বলেছেন: আন্টিকে আমার সালাম দিবেন এবং উনার কাছে আমার অনেক অনেক প্রশংসা করবেন। তবেই না আপনার ল্যাপটপটা অকুপাই করা যাবে। তারপর অন্য কিছু
২৭|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
মেঘপিয়ন বলেছেন: প্রেম জিনিসটা কি? ?
-------- এই প্রশ্নের উত্তর কেমনে দেই! !
.সত্যি দেবো না মিথ্যা!?
মিথ্যা দিলে আর কেউ মন্তব্য এর সুযোগ পাবে না , লিস্ট মেলা লম্বা! !
( নমুনা সরুপ - প্রেম হচ্ছে পিটুইটারি গ্লান্ড নিসৃত হরমোন যা মানুষকে কিছুটা মাতাল , বেতাল ,পাগলা ভালো লাগার অনুভূতি দেয় ,সাথে কিছুটা পেইন ও যদি কপাল খারাপ থাকে
)
আর সত্যি দিলে উত্তর একটাই ----- মুই জানিনা " প্রেম তুমি কি বড় জানতে ইচ্ছে করে . . . !! "
[ দেখো মেয়ে প্রেমের পরিমাণ এতইযে তোমার পোস্ট দেখামাত্র ই লগইন করে মন্তব্য দিতে বাধ্য হইলাম! !
আই হেট দিন পিটুইটারি গ্লান্ড. ]…অনেক অনেক ভালো থেকো সেই প্রত্যাশা রইলো .
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪
ইমিনা বলেছেন: প্রেম মানে এত্তেআ কিছু?
তাহলেতো প্রেম ই ভালো। তবে পাগল ভালোলাগার সাথে কোন পেইন নিতে পারবো না।এটা আমার সাফ কথা
২৮|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৬
একলা ফড়িং বলেছেন: ওই যে! আমিও আছি :!>
শুধু স্মৃতিচারণ হবে? খানা পিনা হবে না?!!
ব্লগে এতো কম দেখি কেন!!!
ব্যস্ত?
বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সুইট আপুনি
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬
ইমিনা বলেছেন: জ্বী আপু, শুধু তোমার জন্য খানা পিনা হবে। ঢাকায় আসো, তারপর।
নারে আপু, ব্যস্ততা আমার কাছে কখনোই ইস্যু না। অন্য আনেক কারনে এই দুই মাস খুব কম এসেছি ব্লগে। তবে তোমারও কিন্তু হারিয়ে যাওয়া যাবে না।
ভালো থেকো, শুভকামনা সব সময় ![]()
২৯|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
ইখতামিন বলেছেন: >>> এভাবেই কি প্রিয় মানুষগুলো হারিয়ে যায়?<>>
>>> আমি হারিয়ে যাইনি... এইতো জলজ্যান্ত
![]()
বেশ কিছুদিন পর আপনার পোস্ট পড়লাম. তা কেমন আছেন?
অ.ট. ডট ডট এর লেখা কি কখনোই পড়া হবে না? এটা আমারও প্রশ্ন.
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪
ইমিনা বলেছেন: আমি ঠিক আগের মতোই আছি
ভালো থাকাহবে না আমার বোধ হয় ![]()
তাছাড়া আপনারা এভাবে অনিয়মিত হলে ভালো থাকার সম্ভাবনাও কমে যায়। এটা বুঝা উচিত
৩০|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
তুষার কাব্য বলেছেন: এত সুন্দর করেও কেউ বর্ষপূর্তির পোস্ট দিতে পারে ...
আনন্দময় কাটুক ব্লগীয় জীবন..
শুভেচ্ছা ও শুভকামনা...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৪
ইমিনা বলেছেন: এর চেয়েও সুন্দর করে বর্ষপূর্তি পোস্ট দেওয়া যায়। তাড়াহুড়া করে কোন রকম একটা প্যাটার্নে পোস্ট দিয়ে ফেল্লাম ![]()
তার পরও যেহেতু আপনি এবং আপনারা পছন্দ করেছেন সে জন্য আমি অনেক কৃতজ্ঞ
![]()
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।।
৩১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
এমএম মিন্টু বলেছেন: সুন্দর পোস্ট +++++++
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২২
ইমিনা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ জানবেন ![]()
অনেক অনেক ভালো থাকবেন। শুভ কামনা সব সময়।।
৩২|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্ট পড়তে পড়তে থমকে গেলাম। ইয়ে মানে অতলস্পর্ষী পোষ্ট পড়তে এসে এমন একটি অতলস্পর্ষী প্রশ্নের মুখে পড়তে হবে তা কি জানতাম
যাইহোক চুপে চুপে বলে যাই কাউকে বলবেন না যেন। আসলে বুঝেনই তো দ্রব্যমূল্যের যে উর্ধগতি আর জীবনের বৈচিত্রের বহুময়তা তাতে যেকোন কিছুই ঘটা সম্ভব। একটা গান শোনেন, কিছুদিন আগে এই বহুমাত্রিক গানটি শুনে আবেগে আমার কান্নাই বন্ধ হয়ে গেছে
View this link
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
ইমিনা বলেছেন: খুব চতুরতার সাথে প্রশ্নের উত্তর অন্য দিকে প্রবাহিত করে দিলেন কুনোভাইয়া
তবে গানটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস ![]()
আমি তো জানতাম, আবেগে কান্নার মাত্রা আরো বেড়ে যায়। তখন আর কোন কূল কিনারা পাওয়া যায় না।
৩৩|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন। শুভকামনা নিরন্তর।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বোকা (?) ভাইয়া ![]()
আপনার জন্যও শুভকামনা নিরন্তর।।
৩৪|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
অস্তমিত গন্তব্য বলেছেন: শুভকামনা রইল।
যদিও আপনার অনবদ্য এই ব্লগ জীবনে আমি নিতান্ত সাধারন এক মুগ্ধ পাঠক ... ভবিষ্যতেও একই ভাবে মুগ্ধ হব সেই প্রত্যাশায় রইলাম।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১১
ইমিনা বলেছেন: সাধারন পাঠকদের মাঝেই স্বচ্ছন্দ বোধ করার সম্ভাবনা থাকে। তবে কোন অসাধারন পাঠকও যদি আমার লেখা পড়ে নিজেকে সাধারনের কাতারে ভাবতে শুরু করে তখন মনে হয় আমার কপালটাই হয়তো অসাধারন ![]()
শুভকামনা সব সময়।।
৩৫|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
নাছির84 বলেছেন: ভেবেছিলাম, বর্ষপূর্তির পোষ্টে একটা কবিতা জায়গা পাবে। শুভেচ্ছা নিরন্তর। ভাল থাকবেন।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৪
ইমিনা বলেছেন: আমার মনে হয় কি জানেন? আপনি ঘুমের ঘোরেও কবিতা খুঁজে বেড়ান। তবে তা আমার জন্য সত্যিই আনন্দের ![]()
টুক-টাক কবিতা লিখার চেষ্টা করবো হয়তো আবার। ভালো থাকবেন ।।
৩৬|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার নান্দনিক ভালবাসার বহিঃ প্রকাশ ...।
অনেক অনেক শুভ কামনা নন্দিনী ।। ![]()
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভালোলাগা এবং সেই সাথে ধন্যবাদ ![]()
ভালো থাকবেন মনিরা আপু ![]()
৩৭|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা !
এখন থেকে আপনার ব্লগের গভীর গিয়ানি গিয়ানি কমেন্ট করমু, যাতে করে নেক্সট বর্ষপূর্তিতে আমার কমেন্টের স্কিনশটও নেন
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২০
ইমিনা বলেছেন: কম গিয়ানি মানুষ যদি আপনার গিয়ানি গিয়ানি কমেন্ট না বুঝার কারনে তা স্ক্রিনশট নিতে ভয় পায় তাহলে কিন্তু তার কুনু দোষ নাই, আগেই বলে রাখলাম
৩৮|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইউ হ্যাভ টু বিলিভ মি। আই অ্যাম অ্যা লোনলি পারসন।
হ্যা, এই অপূর্ণই সেই অপূর্ণ উইথ মেনি থিংস চেইঞ্জড
![]()
০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২
ইমিনা বলেছেন: বিশ্বাস করিলাম স্বর্ণা আপু ...
৩৯|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২
খেলাঘর বলেছেন:
৬ দিন যোগ হয়েছে আপনার জীবনে, ভালো।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২
ইমিনা বলেছেন: দরকার ছিল না ওই ৬ দিনের
ভালো থাকবেন। শুভকামনা ...
৪০|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
বৃতি বলেছেন: ইমিনা আপুর এপিক পোস্ট!!
খুব ভালো লাগলো। বর্ষপূর্তির শুভেচ্ছা থাকলো অনেক
০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫
ইমিনা বলেছেন: বৃতি আপুর উপস্থিতি সব সময়ই আমার জন্য প্রেরণার ![]()
অনেক ভালোলাগা এবং ধন্যবাদ জানবেন। শুভকামনা ...
৪১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
না পারভীন বলেছেন: অতলস্পর্শী ভাল লাগা রইলো । আর প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা বছরের পর বছর তারুণ্যদীপ্ত পোস্ট আসুক আসুক অনেক অনেক বর্ষপূর্তীর পোস্ট । দুঃখী বন্ধুর সাথে আমি এখনো একমত ... প্রথম এসে যেমন বিস্মিত হয়েছিলাম আজো বিস্ময় কাটেনি ।
ভালো থাকুন সুস্থ থাকুন ইমিনা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭
ইমিনা বলেছেন: মন্তব্যে অতলস্পর্শী ধন্যবাদ রইলো নার্গিস আপু ![]()
দুঃখী বন্ধুর প্রো পিক দেখলেই আপনার কথা মনে পড়ে। অনেক ভালো থাকবেন।।
৪২|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা আপু! আমি তো আমার বর্ষপূর্তির ব্যাপারটা খেয়াল-ই করিনি! আর পোস্টটাও কিন্তু বেশ ব্যাতিক্রম হয়েছে! ভাল থাকুন সব সময়!
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
ইমিনা বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা এবং ধন্যবাদ জানবেন ঈস্পিতা আপু ![]()
আপনার নিক আমার খুব খুব পছন্দ এবং আপনার লিখাগুলো খুব ভালো লাগে ![]()
শুভকামনা সব সময়।।
৪৩|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
(উৎপল) বলেছেন: শুভেচ্ছা! শুভেচ্ছা!
বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ![]()
আপাতত চোখ বুলিয়ে গেলাম, একটু ব্যাতিক্রমধর্মীই মনে হল পোষ্টটিকে।
পরে এসে বিস্তারিত পড়ে নিবানি.... ![]()
০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন ![]()
পরে বিস্তারিত পড়ার দাওয়াত রইলো। ভালো থাকবেন ।।
৪৪|
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: ইমিনা ,
টুকরো - টাকরা স্মৃতির ভেতরে একজন আহমেদ জী,এস এর কথাও যে থাকে তা জেনে আপ্লুত হবো নাকি আপনার ব্লগীয় বছর র্পূর্তিতে অতলস্পর্শী শুভকামনা জানাবো , ভেবে পাচ্ছিনে ।
চিঠির বাক্সে চিঠি লিখে মন্তব্য করাটা বেশ কঠিন করে দিয়ে গেলেন । আমি যে ব্লগ পোষ্টই পড়িনে কেন , মনযোগ দিয়েই পড়ি । কারন যিনি লেখেন তার অবচেতনে এটা কাজ করে যে, তার লেখাটি মনযোগের সাথেই পড়া হবে । একটা সুন্দর মন্তব্যও তিনি গোপনে গোপনে আশা করেন । আমার সকল পাঠ করা লেখার লিখিয়েদের সে আশাটুকু ভরিয়ে দিতে সাধ্যমত চেষ্টা করি আমি । কেবল খুশি করতে আমি কাউকে-ই দায়সারা মন্তব্য করিনে । বোকা বলে হয়তো !
তবে আপনার সব লেখা আমার পড়া হয়নি । অথচ আপনার ভাবনার সাথে আমার ভাবনার মিল কেন , জানতে চেয়েছেন । কি জানি, মিল কেন ! উত্তরটা তো আপনারই জানার কথা ।
ইসসসসসসস .... ভুল করে ফেললুম । মিলটা তো আপনিও নাকি ধরতে পারছেন না ।
কাকে শুধাই ?
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫১
ইমিনা বলেছেন: মন ভালো করা কথা পড়ে ভালো লাগছিলো কিন্তু শেষের দিকে এসে দেখলাম আপনি আসলে রহস্যটা রেখেই দিয়েছেন। থাক, না বুঝতে পারলে আর কি করা
তবে আপনার মন্তব্যগুলো পড়ে মনে হয় আমি যেমনটি অবচেতন ভাবে প্রত্যাশা করি তেমনটিই আপনার কথায় ফুটে উঠে। আমার ভালো লাগে ![]()
৪৫|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: পোস্টের কোন এক কোণায় আমার নামও দেখি দেখা যায়! তাও আবার ছবি সহ।
প্রিত হলাম।
বর্ষপূর্তির অনেক অনেক শুভকামনা। লিখতে থাকুন। ভাল থাকুন। হ্যাপি ব্লগিং।
বর্ষপূর্তির কেক কই???
০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
ইমিনা বলেছেন: আমার "তোমার জন্য কিছু কথা, তোমাকে নিয়ে কিছু কথা" কবিতা পোস্ট আপনার মন্তব্য দিয়ে শুরু হয়েছে। তাই ঐ পোস্টের ভালোলাগা আপনাকে দিয়েই শুরু হয়েছে। ধন্যবাদটা তাই আপনার পাওনা ![]()
সামনের বর্ষপূর্তিতে কেক ও আরো কিছু খানা-পিনার ব্যবস্থা করবো। শুভকামনা রইলো আপু ...
৪৬|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: স্কিনশট নিতে ভুই পাইলে, চিঠি দিয়া দিয়েন ![]()
০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
ইমিনা বলেছেন: আমি নিজেই এখনো একটুকরো চিঠি পাই নি।
তাই জানি না কিভাবে চিঠি লিখতে হয়। আমাকেই বরং একটা চিঠি দিয়েন তারপর আমি আপনাকে প্রতি দিন একটা করে চিঠি দিব ![]()
৪৭|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
একাকি উনমন বলেছেন: দিন এভাবেই চলে যাবে, শুধু থেকে যাবে আপনার সুন্দর সুন্দর লেখা গুলো আমাদের সবার হৃদয়ে। অনেক অনেক শুভো কামনা থাকলো.
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২০
ইমিনা বলেছেন: আমার এই টুক-টাক লেখাও যদি কারো হৃদয়ে থেকে যায় তবে তো আমি আটকে গেলাম কোথাও। কিন্তু আমি যে আজীবন নিজের মাঝেই নিজে থাকতে চাই। কেউ মনে রাখলে অশান্তি লাগে
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো। ভালো খাকবেন ।।
৪৮|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: হুম, বুঝলাম আপনে আপনার ***** টিমে জায়গা দিতে চান না ![]()
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬
ইমিনা বলেছেন: কেউ যদি নিজে জায়গা নিতে না চায় এবং সে জন্য আমাকেই উল্টা মার্কিং করে তবে ঠিক আছে, আমি তা্ ই সজ্ঞানে মেনে নিলাম
৪৯|
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০২
দ্যা লায়ন বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩
ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক পর আপনাকে দেখে আবার ভালো লাগলো ![]()
ভালো থাকবেন। শুভ কামনা সব সময়।।
৫০|
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯
সায়েদা সোহেলী বলেছেন: ।ইমিনা কে ভুলে যাবে সেই সাধ্যি কার আছে! ! ।সে ব্লগ থাকুক আর নাইবা থাকুক! ! বর্ষ পুর্তির শুভেচ্ছা রইলো যদিও লেট লতিফ হয়ে গেলাম. ![]()
প্রথমে ও আমি শেষে ও আমি , সেই ভালোবাসায় এই পছন্দের গানটি তোমার জন্য রে আপি । । অনেক অনেক ভালোবাসা
( গানের তোমাকে কিন্তু ধুম্রজাল, যা থেকে প্রতি টা মানুষ নিরাপদে থাকুক সেই প্রত্যাশা রইলো )
১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪
ইমিনা বলেছেন: আমার সোহেলী আপু !!!
আমিই অবাক হয়ে যাই - একজন মানুষ আর একজন মানুষকে কি করে এতোটা আপন করে নিতে পারে। কি আশ্চার্য রকম মমতা, গভীরতা আর তার প্রকাশ ভঙ্গি। আমার আর একটি বার ইচ্ছা হয় বেঁচে থাকার ![]()
আমি সব সময়ই আপনার প্রতি কৃতজ্ঞ। আর আমার ভালোলাগাগুলো আপনার ও আপনার পরিবারের জন্য বয়ে আনুক সামগ্রিক কল্যান
![]()
৫১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল
১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫
ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাইলী আপু ![]()
আপনার জন্যও রইলো অনেক শুভকামনা ।।
৫২|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: দুঃখ হচ্ছে আমি কেনো এই পোস্টে নেই। পরবর্তী বর্ষপূর্তীতে নিশ্চয়ই মিস করবো না। শুভকামনা অজস্র ইমিনা।
১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৪
ইমিনা বলেছেন: আপনি আমার এই পোস্টে নেই কিন্তু আমার মনে মনে তো ঠিকই আছেন, জানেন না সেটা?
আচ্ছা, না জানলে না জানলেন। আমার আর কি করা
( সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা জানবেন। পরবর্তী বর্ষপূর্তী পোস্ট যদি লিখি তবে অবশ্যই রাখবো আপনাকে
)
৫৩|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
ইখতামিন বলেছেন:
বুঝেছি.... ![]()
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
ইমিনা বলেছেন: জ্বী, এবার নিয়মিত লেখা চাই ...
৫৪|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অজস্র বিলম্বিত শুভেচ্ছা ![]()
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯
ইমিনা বলেছেন: আর সে জন্যই তনিমা আপুর জন্য অজস্র অজস্র ধন্যবাদ
![]()
অনেক ভালো থাকবেন আপু। শুভকামনা সব সময়।।
৫৫|
১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ পোস্ট সাজিয়েছেন, ভাল লাগল... ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৪
ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ জহির ভাইয়া । অনেক দিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে ![]()
শুভকামনা সব সময়।।
৫৬|
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্যাটার মন থাকলে তবেই না দাগ কাটার কথা আসতো ! :-<
২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮
ইমিনা বলেছেন:
এইটা মনে হয় ঠিক কথা
আমার এই কথাটা আরো আগেই বুঝা উচিত ছিল
৫৭|
২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
ভারসাম্য বলেছেন: চিঠির উত্তর দিয়েছি, তবে উত্তরটা আবার সবার জন্য উন্মুক্ত। :!>
চমৎকার একটি পোস্টে এই অধমকেও স্মরণ করার জন্য অশেষ কৃতজ্ঞতা। শুভকামনা সব সময়ের জন্য। ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
ইমিনা বলেছেন: চিঠির উত্তর পেয়ে আমি ধন্য
![]()
এত্তো সুন্দর লিখতে পারেন আর সেই আপনি কি না কিছুই লিখছেন না? অন্যদের কথা বলতে পারছি না তবে নিজেরটা বলতে হচ্ছে - আপনার অসাধারন কবিতা খুব মিস করছি। ( সাধারনত কোন কিছু মিস করলেও তা স্বীকার করি না কিন্তু আজ এই চিঠি পেয়ে স্বীকার করে গেলাম)
৫৮|
২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: আপনি ব্যাগে করে কি আনলেন, আমাদের দিলেন ও না, দেখালেন ও না
(
মাইন্ড খাইসি!
২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
ইমিনা বলেছেন: সর্বনাশ, গোপন কথা দেখি আর গোপন রইলো না
৫৯|
২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২২
অপূর্ণ রায়হান বলেছেন: কি গোপন কথা! পাবলিক লাইব্রেরীর ওখানে আমাকে চিনেন নি!
২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
ইমিনা বলেছেন: সিরিয়াসলি না,
আপনি কি কান্ডারী ভাই সহ গ্রুপ নিয়ে ওখানে এসেছিলেন? তাহলে বলেন ওখানে আর কে কে ছিলেন। আপনার উপস্থিতিটা আগে নিশ্চিত হয়ে নিই তারপর অন্যকিছু।
৬০|
২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা কাণ্ডারি, সোনালী ডানার চিল, দুর্জয়, অনাহুত, নেক্সাস, পরে শোভন, নিম ভাই, নস্টালজিক, তুষার কাব্য , মাহমুদ, ডি মুন !!!!
আপনি তো যাওয়ার সময়ও বিদায় নিয়ে গেলেন!
২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮
ইমিনা বলেছেন: আমি তো নিম ভাইয়ের কাছে বিদায় নিতে গেলাম। আর আর আপনারাও অসামাজিক, পরিচয়টাও দিলেন না অথচ এখন পেছন থেকে বলে আমাকে কনফিউজড করে দিচ্ছেন
হুহ্, আপনারা ভালো না
৬১|
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০১
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা আপনি তো তাড়াহুড়ো করে চলে গেলেন!
আমি তো মনে করেন বেজায় সাহসী তাছাড়া, আমার আবার হাঁটু কাঁপা গলা কাঁপা ব্যাধি আছে। তাই সামনে এগিয়ে যাই নি! সাদা শার্টে আমি আপনার সোজাসুজি মাত্র ৫/৬ হাত সামনে ছিলাম! মনে পড়ে?
আপনি অনেক সুইট কিউট আছেন
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬
ইমিনা বলেছেন: পরিচয়টা না দেওয়ার কারনে আপনার উপর বেশ ক্ষোভ জেগেছিলো কিন্তু সর্ব শেষ কথাটা শুনে তো মনটা ভালো হয়ে গেলো
( আপনাদের গ্রুপের শুধুমাত্র কান্ডারী ভাইকে চিনতে পেরেছিলাম। আর কাউকে চিনতে পারি নি তাই এখন আর কাউকে মনে পড়ছে না
)
৬২|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: বর্ষপূর্তি পোষ্ট অনেক সুন্দর হয়েছে।তবে খানাপিনার আয়োজন থাকলে ভালো হতো।ব্লগ দিবসে সবার জন্য কিছু নিয়ে যেতে পারতেন। ![]()
শুভ কামনা সব সময়
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২
ইমিনা বলেছেন: খাবার তো নিয়ে গিয়েছিলাম। তারপর আপনাকে না পেয়ে খাবার সমেত ব্যাগটা নিয়ে এসেছি। কি যে দুঃখ পেয়েছিলাম আমি
৬৩|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: খাবার নিয়ে গেছেন জানলেতো অবশ্যই হাজির থাকতাম। আহা! মিস করলাম।
ইনশাল্লাহ আগামিতে ব্লগ দিবসে হাজির থাকবো, আমার আবার একটু খাই খাই স্বভাব ![]()
ভালো থাকবেন
শুভ কামনা
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০
ইমিনা বলেছেন: ওকে, আগামী ব্লগ দিবসে আপনার জন্য নিজের হাতে রান্না করা খাবার নিয়ে যাবো
৬৪|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১
এমএম মিন্টু বলেছেন: অসাধারন লেখা আপু
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩
ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মিন্টু ভাইয়া ![]()
শুভকামনা সব সময়।।
৬৫|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩
দি সুফি বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা!
পার্টি হইলে আওয়াজ দিয়েন। আবার কোন একদিন এসে খোজ নিয়ে যাব!
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
ইমিনা বলেছেন: পার্টি হলে কিভাবে জানাবো আপনাকে? আপনাকে তো ব্লগে দেখিই না ![]()
৬৬|
২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
অ্যামাটার বলেছেন: যাক! পাইলাম অবশেষে ইহারে পাইলাম। বিখ্যাত সেলিব্রিটি ইমিনার নতুন পোস্ট ![]()
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
ইমিনা বলেছেন: অ্যামাটার ভাইয়া তো হৈমন্তীর কথা মনে করিয়ে দিলেন এবং আমারও মনে হলো যে এই কথাটা আমাকে উদ্দেশ্য করে বলেছেন। পরে দেখি আমার পোস্ট কে উদ্দেশ্য করেছেন
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা জানবেন ![]()
৬৭|
২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মগজের গোপন ঘ্রাণে যে ভালোলাগা সুর
তা হোক কণ্টকিত পথের কোমল গালিচা !
ভালো থাকুন, সারাবেলা-সারাক্ষণ ।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
ইমিনা বলেছেন: সুন্দর বলেছেন আপনি, অনেক সুন্দর ![]()
আপনিও ভালো থাকুন, সারাবেলা-সারাক্ষণ ।।
৬৮|
২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর এবং অন্যরকম বর্ষপূর্তি পোস্ট ।তোমার লেখা বরাবরই ভালো লাগে ।
চিঠির বাক্সের উত্তরে যে কি বলি ! অ-নেক ধন্যবাদ মনে রাখার জন্য । লিখবো ভাবি প্রায়ই কিন্তু শেষ পর্যন্ত আর সেসব আর লেখাই হয় না ! কোনদিন আবার হয়ত সেসব ছাইপাঁশ লেখা শুরু করে দিতে পারি ।
২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০
ইমিনা বলেছেন: সেই ছাইপাঁশ লেখাগুলোর জন্যই আমি অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপু
৬৯|
১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্মৃতি চারণ অনেক ভালো লাগল।
আসলে ফেলে আসা অতীতই ভবিষ্যৎ এর অনুপ্রেরণা হয়ে ওঠে।
অনেক ভালো লাগা রেখে গেলাম
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮
ইমিনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র ভাইয়া।
ভালো থাকবেন। শুভকামনা।।
৭০|
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০১
মহামহোপাধ্যায় বলেছেন: বর্ষপূর্তির দারুণ চমৎকার পোস্ট, কিন্তু এটা আমার চোখ এড়িয়ে গেলো কি করে ??
শুভ বর্ষপূর্তি। শুভ ব্লগিং ![]()
১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০২
ইমিনা বলেছেন: আপনার চোখে মনে হয় এতোদিন স্পেশাল পাওয়ারের চশমা ছিল। যার কারনে এই পোস্ট চোখে পড়ে নি
আমার কথা চিন্তা করে সেই চশমা চোখ থেকে সরানোর জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় কাকতাড়ুয়া ![]()
শুভকামনা সব সময়।।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: বর্ষপূর্তিতে অনেক শুভকামনা @ইমিনা
উল্লেখিত অপূর্ণ কোন অপূর্ণ তা স্বর্ণাই ভালো বলতে পারবে !!