![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারটে সস্তা জোক্স...!
১. গোলটেবিল বৈঠক করছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বৃটিশ প্রেসিডেন্ট টনি ব্লেয়ার ও আরো অনেকে। এমন সময় জাতিসংঘ মহাসচিব কফি আনান রুমে ঢুকলেন। যেহেতু তিনি আলোচনার শেষ পর্যায়ে প্রবেশ করেছেন, তাই জিজ্ঞেস করলেন,"আচ্ছা! মিঃ বুশ, আপনারা যেন কি নিয়ে কথা বলতেছেন??"
জবাবে বুশ বললেন," আমরা প্ল্যান করছিলাম, ইরাকে বোমা হামলা চালাবো এবং সেই সাথে একটি বানর ছেড়ে দিবো!"
কফি আনান," আচ্ছা, বোমা হামলা করার সাথে এই বানর ছাড়ার সম্পর্ক কি??"
২. ইন্ডিয়া সীমান্ত দিয়ে পানির ঢল প্রবেশ করলো বাংলাদেশে!!! সেই সাথে এলো বঙ্গবাহাদুর!!! গ্রামকে গ্রাম পানিবন্দী!!! মিডিয়া আর জনগণ ছুটলো হাতির লাইভ টেলিকাস্ট দেখতে!!!
৩. এক জমিদারের বাড়ির সিন্দুক চুরি করতে এসেছে দুই চোর!! জমিদার বাড়ির দারোয়ান তখন গেটের পাশেই নাক ডেকে ঘুমাচ্ছিলো। সিন্দুক টা বের করার সময় যাতে দারোয়ান টের না পায়, তাই এটা ঢেকে বের করা প্রয়োজন! কিন্তু এত রাতে সিন্দুক ঢাকার মত এত বড় কাপড় এখন কই পাবে! চিন্তায় পরে গেলো দুই চোর! হঠাত এক চোরের মাথায় একটা আইডিয়া এলো!!
বল্লো," আরে ব্যাটা! সিন্দুক ঢাকার কাপড়ের কি দরকার! পকেটের ছোট রুমালটা দিয়ে আস্তে করে দারোয়ানের চোখ টা ঢেকে দিয়ে আয়!!"
৪. হাইকোর্টের সামনে থেকে গ্রীক দেবীর ভাস্কর্য সরানো হলো!! চারিদিকে হৈহৈ রৈরৈ পরে গেলো!!! চ্যানেলগুলোতে ফলাও করে দেখানো হচ্ছে সে খবর!! রাতবিরাতে চলছে সুশীল সমাজের অংশগ্রনে এর পক্ষে-বিপক্ষে বিশেষ টকশো!!! এমন সময় টেলিভিশন স্ক্রিনের নিচ দিয়ে ছোট্ট করে চলমান লাইনে খবর দৌড়াচ্ছে..."ভ্যাট ১০% থেকে সামান্য বাড়িয়ে ১৫% করা হবে! বেসিক ব্যাংকে মাত্র সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট.!"
২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৫৬
একলা পথিক ০০০২ বলেছেন: দুঃখিত , ওয়ার্ড ফাইল থেকে পোস্ট করার সময় কিছু অংশ বাদ পরেছিলো
২| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:১১
রাখালছেলে বলেছেন: হা: হা: হা: বোমা হামলা করার সাথে এই বানর ছাড়ার সম্পর্ক কি ??? আমারও মাথায় ঢুকলো না।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ১:১৯
একলা পথিক ০০০২ বলেছেন: এটেনশন ডাইভার্ট
৩| ১৬ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪৮
টারজান০০০০৭ বলেছেন: এটেনশন ডাইভার্ট!
আপনি ধরিয়া ফেলিয়াছেন দেখা যায় ! সবই ম্যাংগো পিপলরে মুলা ঝুলানো ! নট নটীরা অভিনয় করিয়া ম্যাংগো পিপল এর চোখে ধাঁধা তৈরী করে !
৪| ১৬ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৪৯
টারজান০০০০৭ বলেছেন: এখানে বান্দর বোধহয় কফি আনানকে বুঝাইতেছে !
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৪০
ওমেরা বলেছেন: ২ টা দিয়ে বলেন ৪ টা এটাও কি জোক্স !