নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পক্ষে আপোষহীন

েমাহাম্মদ িমজানুর রহমান

সত্যের সংগ্রামে ফোটা ফুল

েমাহাম্মদ িমজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সেহরী না খেয়ে রোযা থাকলে রোযা হবে কি? আমি সকাল ৬টার সময় ঘুম থেকে উঠেছি।

২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৫৯

প্রশ্ন-৪ঃ সেহরী না খেয়ে রোযা থাকলে রোযা হবে কি? আমি সকাল ৬টার সময় ঘুম থেকে উঠেছি।
প্রশ্নকারীঃ ছন্ন ছড়া যোবায়ের।

উত্তরঃ প্রিয় দ্বীনি ভাই! আস-সালামু আলাইকুম। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরে আমাদের বক্তব্য নিম্নরূপঃ
প্রথমতঃ রোযা রাখা হচ্ছে ফরজ আর সেহরী খাওয়া হল সুন্নাত। রাসূলুল্লাহ সা. বলেছেনঃ "তোমরা সেহরী খাও কারণ সেহরীর মধ্যে বরকত রয়েছে।" [বুখারী ও মুসলিম] রোযা রাখার জন্য সেহরী খাওয়া অত্যাবশ্যকীয় কোন শর্ত নয়। আপনি যদি সুবহি সাদিকের পূর্বে ঘুম থেকে জাগ্রত হতে না পারেন তবুও আপনাকে রোযা পূর্ণ করতে হবে। কোনভাবেই রোযা ভাঙ্গা যাবে না। আর আপনি যদি সেহরী খাওয়ার নিয়্যাত বা ইচ্ছা করে থাকেন তাহলে সেহরী না খেয়েও নিয়্যাতের কারণে আপনি সেহরী খাওয়ার সওয়াব পেয়ে যেতে পারেন ইন-শা-আল্লাহ্।

দ্বিতীয়তঃ নামাজের সময়ের বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে, প্রত্যেক ওয়াক্তের নামাজ সঠিক সময়ে আদায় কারা অত্যাবশ্যক। আল্লাহ তা'আলা ইরশাদ করেনঃ
"নিশ্চয় সালাত (নামাজ) মু'মিনদের উপর একটি সময় নির্ধারিত ফরজ" [সূরা নং ৪(আন-নিসা) আয়াত-১০৩]

সঠিক সময়ে নামাজ পড়ার আন্তরিক ইচ্ছা থাকা সত্বেও যদি নিদ্রা আপনার উপর জয়ী হয়ে যায় এবং আপনি সম্পূর্ণ অনিচ্ছা বশত: সূর্যোদয়ের পরে ঘুম থেকে জাগ্রত হন অথবা যে কোন সময় কোন কারণে প্রকৃতই আপনি নামাজের কথা ভুলে যান তাহলে জাগ্রত হওয়ার সাথে সাথে অথবা মনে হওয়ার সাথে সাথে আপনাকে সালাত আদায় করে নিতে হবে।
রাসূলুল্লাহ সা. বলেছেনঃ "যে ব্যক্তি (অনিচ্ছা বশত) নামাজ নামাজ পড়ে ঘুমিয়ে রইল অথবা (নামাজ) পড়তে ভুলে গেল সে যেন যখনই তা মনে করে তখনই নামাজ পড়ে নেয়" [সহীহ মুসলিম]

আল্লাহ তা'আলা সবচে' ভাল জানেন।
- মোহাম্মদ মিজানুর রহমান

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.