![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am very simple person.just care about peace and love.
বারাক ওবামার ফেয়ারওয়েল স্পিচটা
দেখেছেন? ইমোশনাল এই ফেয়ারওয়েল
স্পিচটা দেখে যা বুঝলাম ওবামা
প্রেসিডেন্ট হিসাবে যাই হোক কিন্তু
একজন হাজব্যান্ড হিসেবে সে তার
স্ত্রীকে সর্বোচ্চ সম্মান করে এবং
স্ত্রীর আত্মত্যাগগুলীকে স্বীকার করে।
ফেয়ারওয়েল স্পিচে ওবামা তার
স্ত্রী মিশেল ওবামাকে বলেছেন-
"Michelle LaVaughn Robinson, girl of the south
side, for the past 25 years, you have not only
been my wife and mother of my children, you
have been my best friend. You took on a role you
didn't ask for and made it your own with grace
and grit and style and good humor. A new
generation sets its sights higher because it has
you as a role model. You've made me proud.
You've made the country proud."
এইটা একজন সত্যিকারের পুরুষের কাজ।
যে তার সফল জীবনে পর্দার পেছনের
নায়িকা স্ত্রীর আত্মত্যাগগুলোকে
স্বরণ করে ওবামার স্পিচ টা দেখে
আমার শচীন টেন্ডুলকারের
ফেয়ারওয়েল স্পিচটা মনে পরে গেল।
শচীন কিভাবে স্ত্রী অঞ্জলিকে
ট্রিবিউট দিয়েছিল।
শচীন সেদিন বলেছিল "আমার জীবনের
সবচাইতে সুন্দর ঘটনা ছিল ১৯৯০ সালে
যখন আমার অঞ্জলির সাথে প্রথমবার
দেখা হয়েছিল। আমি জানতাম একজন
ডাক্তার হিসেবে তার সামনে
বিরাট ক্যারিয়ার পরে আছে। কিন্তু
তারপরও সে নিজের স্বপ্নগুলিকে
বিসর্জন দিয়ে আমাকে খেলা
চালিয়ে যেতে বলে। আমি যখন মাঠে
দেশের হয়ে খেলতাম। তখন অঞ্জলীই
আমার হয়ে আমার ঘর সামলাত। থ্যাঙ্ক
ইউ অঞ্জলী।"
পর্দার আড়ালে একজন অঞ্জলী ছিল
বলেই বাইশ গজের পিচে একজন শচীন
টেন্ডুলকার নিশ্চিন্তে শাসন করতে
পারতেন। অঞ্জলী টেন্ডুলকার তাই
সাইলেন্ট হিরো।
আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার
অটোবায়োগ্রাফিতে লিখে গেছেন
একজন রাজনৈতিক হয়ে পরবর্তীতে
একটি দেশের জাতির পিতা হয়ে
উঠার পেছনে পর্দার আড়ালের একজন
শেখ ফজিলাতুন্নেসার কতটা অবদান!
স্ত্রীর অবদান সম্পর্কে বঙ্গবন্ধু লিখে
গেছেন তখন ১৯৪৮ সাল। বছরে ছয় মাস
জেলেই থাকেন তিনি। চাচাত বোন
রেণুর সাথে বিয়ে হয়েছিল বঙ্গবন্ধুর্।
বঙ্গবন্ধু তখন কিছু করেন না টাকা পয়সা
দিতে পারেননা ফ্যামিলিতে।
উল্টো স্ত্রী রেণুই দেয় বঙ্গবন্ধুকে। এ
ব্যাপারে বঙ্গবন্ধু লিখেছে। "রেণু
আমার জন্য খুব কষ্ট করে। আমিত কিছুই
দিতে পারিনা। ও আমার জন্য পয়সা
জমিয়ে রাখে", আরেক জায়গায়
বিদায় নেয়ার সময় বঙ্গবন্ধু স্ত্রী
রেণুকে বলছেন "এতদিন একলা ছিলে।
এখন আরো দুইজন যোগ হলো। আমিত কিছুই
দিতে পারিনা। আব্বার থেকেও সবসময়
নেয়া যায়না। তুমি চালিয়ে নিও।
পত্র দিও। "
এই যে দেশের চালিয়ে নিও বললেন।
বঙ্গবন্ধুর নিজেরো আইডিয়া নাই
আসলেই স্ত্রী কিভাবে সংসারটা
চালাবেন। কিন্তু তিনি জানেন তার
রেণু পারবেন। স্ত্রীরা পারে। বিদায়
নেয়ার সময় বঙ্গবন্ধু লিখেছেন "রেণু
আমাকে বিদায় দেয়ার সময় নিরবে
চোখের পানি ফেলছিল। আমি ওকে
বোঝাতে চেষ্টা করলাম না। একটা
চুমা দিয়ে চলে এলাম। "
বঙ্গবন্ধুর দেশের জন্য করা ত্যাগের
কথাত আমরা সবাই জানি। কিন্তু পর্দার
আড়ালে একজন শেখ ফজিলাতুন্নেসার
ত্যাগের কথা কয়জন জানে।
ফজিলাতুন্নেসা ছিলেন বলেই একজন
শেখ মুজিব বঙ্গবন্ধু হতে পারছেন
তারপরও আমাদের পুরুষদের মধ্যে নিজের
সাফল্যে স্ত্রীর অবদান অস্বীকার করার
ব্যাপক প্রবণতা আছে। কিন্তু ফ্যাক্ট কে
কি অস্বীকার করা যায়। এইত গেল
সপ্তাহে গোল্ডেন গ্লোবে রায়ান
গসলিং এওয়ার্ড জেতার পরে তার
স্ত্রীকে যে ট্রিবিউটা দিলেন
সেটাও অসাধারণ ছিল।
লা লা ল্যান্ড মুভির জন্য বেস্ট এক্টর
এওয়ার্ড জেতার পরে উইনার্স স্পিচে
রায়ান দাড়ান স্টেইজে। সামনে পুরো
হলিউড। রায়ান চোখের পানি মুছতে
মুছতে বলেন, “There is no time to thank
everyone, so I would like to try to thank one
person properly. While I was singing and dancing
and playing the piano and having one of the best
experiences I’ve ever had on a film, my lady was
raising our daughter, pregnant with our second,
and trying to help her brother fight his battle with
cancer".
এভাবেই স্ত্রীর প্রতি সম্মান
জানাতে হয়। সম্মান জানাতে হয় একজন
পুরুষের স্ত্রী হিসেবে সন্তানের মা
হিসেবে নিজেও একজন সন্তান
হিসেবে এতগুলা রোল একসাথে প্লে
করার অসম্ভব কাজটা পারফেক্টলি
যারা করে।
আর তাইতো বলি, Behind every successful
Man, their is a silent Hero Woman.
এরপরেও কি সন্দেহ আছে !
written by
Mizanur Rahman
২| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৫
ওমেরা বলেছেন: আমার ধারনা, জ্ঞানী,গুনীরা তো অবশ্যই , সাধারনরাও স্ত্রীকে মূল্যায়ন করেন শুধু কিছু অসাধারন আছে যারা স্ত্রীকে মূল্যদিতে জানে না ।
৩| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৯
মিঃ আতিক বলেছেন: বিয়ের আগে বউকে কিভাবে সম্মান করতে হবে এ বিষয়ে একটা ট্রেনিং এর ব্যাবস্থা থাকা উচিৎ
৪| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮
মৌমুমু বলেছেন: আসল পুরুষ সব মেয়েদেরই সম্মান করে, শুধু স্ত্রীকে নয়।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১
নিগার তানিয়া বলেছেন: অসাধারণ লিখেছেন