নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক
প্রিয় ব্লগার ও এন্ড্রয়েডপ্রেমীগণ, সিম্ফোনি সাধ ও সাধ্যের মধ্যে বিশ্বস্ত একটি চাইনিজ মোবাইল ব্রান্ড।বর্তমানে এন্ড্রয়েডের স্মার্ট যুগে সিম্ফোনি ও থেমে নেই এন্ড্রয়েড ওএস সর্মথিত ডিভাইস তৈরিতে।এন্ড্রয়েডের দুনিয়ার তুমুল হাড্ডাহাড্ডির লইড়াইয়ে সিম্ফোনি আনতে যাচ্ছে কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ নতুন এন্ড্রয়েড ডিভাইস Symphony Xplorer W125 ।
ইতিমধ্যে সিম্ফোনি বিভিন্ন এন্ড্রয়েড ডিভাইস এনে জনপ্রিয়তা লাভ করেছে।সম্প্রতি সিম্ফোনি নতুন দুটি ডিভাইস এন্ড্রয়েড ডিভাইস ছেড়েছে।এগুলো হলঃ Symphony Xplorer W70 এবং Symphony Xplorer W30 ।
সিম্ফোনির আপ-কামিং এন্ড্রয়েড ডিভাইস Symphony Xplorer W125 যথারীতি রি-ব্রান্ডিং করা।এটি মূল Gionee GN708W মোবাইলের রিব্রান্ডিং করা।তাহলে আসুন জেনে নেই,
Gionee GN708W এর রি-ব্রান্ডিং সংক্রান্ত তথ্যাদিঃ
মূল প্রস্তুতকারক দেশঃ চায়না
ব্রান্ডের নামঃ Gionee
মডেল নং: GN708W
স্পেসিফিকেশনঃ
GSM 850/900/1800/1900 MHz 3G HSDPA 2100 MHZ
Dual Sim Card Dual Standby
OS: Android 4.1Jelly Bean
CPU:MTK 6589 Quad Core 1.2GHz Cortex A9
GPU: PowerVR SGX 544
RAM 1GB ROM 4GB
Display: 4.5 inch IPS Capacitive Mutil-Touch screen 960x540PL
Bluetooth
WIFI
GPS & AGPS
3.5MM jack
Micro USB v2.0
FM radio
Camera:the back 8MP Camera with led flash auto focus,the front camera is 1.0MP
Battery:2100mAh
ছবি সমূহঃ
আরও ছবি এবং বিস্তারিত স্পেসিফিকেশন জানতে ক্লিক করুনঃ লিংক-১ , লিংক-২
বেঞ্চমার্কঃ
রি-ব্রান্ডিং করা অন্যান্য দেশ ও ব্রান্ডসমূহঃ
দেশঃ রাশিয়া
ব্রান্ডের নামঃ Fly
মডেল নং: IQ446 Magic
সাইটের লিংকঃ Fly IQ446 Magic
ছবিসমূহঃ
দেশঃ ভারত
ব্রান্ডের নামঃ Xolo
মডেল নং: Q800
সাইটের লিংকঃ XOLO Q800
ছবিসমূহঃ
দেশঃ বাংলাদেশ
ব্রান্ডের নামঃ Symphony
মডেল নং: W125
সাইটের লিংকঃ Symphony Xplorer W125
ছবিসমূহঃ
এই হল সিম্ফোনির আসন্ন কোয়াড কোর এন্ড্রয়েড ডিভাইস Symphony Xplorer W125 এর রি-ব্রান্ডিং সর্ম্পকিত তথ্যাদি।নতুন কোন হ্যান্ডসেটের রি-ব্রান্ডিং তথ্যাদি পেলে আবার আপনাদের সাথে শেয়ার করব।
ধন্যবাদ
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই ১০০০০ এর মধ্যে কোন সেট ভাল হবে??
বুদ্ধি দেন।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
মিজভী বাপ্পা বলেছেন: আরও কিছুদিন ওয়েট করেন।সিম্ফোনির এটা দেখতে পারেন।খারাপ না।তবে আমার এখনও এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে সন্দেহ আছে।
ওয়ালটনের এন-১ দেখেছেন???
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: এইটা একটা অস্থির সেট! আমি ইন্ডিয়ান টা দেখছি! দেশিটা আসলেই কিনব!
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪
মিজভী বাপ্পা বলেছেন: ইন্ডিয়ান কোনটা দেখেছেন XOLO Q800 টা নাকি???হুম।তবে আগে রেসপন্স জেনে নিয়ে কিনেবেন।নইলে ধরা খাওয়ার আশাঙ্কা রয়েছে
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩
আরহাসান বলেছেন: symphony tab T8 কিনে চরম ধরা খাইসি, কানে ধরসি আর না ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
মিজভী বাপ্পা বলেছেন: কেন কিতা হয়েছে ?একটা রিভ্ভু লিখে ফেলুন!!!সবাই জানুক!!!
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
ইফতেখার5555 বলেছেন: কেন টি ৮ এ সমস্যা কি ভাই???
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০
অচেনা পথিক ১৮ বলেছেন: দাম কেমন হতে পারে?
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
মিজভী বাপ্পা বলেছেন: আইডিয়া নেই।তবে ১৫+ সম্ভবত।কারণ W90 যদি ১৪+ হয় আর এটা তো আরেকটু বেশী হবে স্বাভাবিক।তবুও দামটা এখনো জানায় নি সিম্ফোনি
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
মেহেদী হাসান মানিক বলেছেন: তাইলে ওয়াল্টন কিনুম এন২ না কি জানি। এমওএলইডি ডিসপ্লে।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০২
মিজভী বাপ্পা বলেছেন: হুমম।ঐটা ওয়ালটন প্রিমো এন-১(ফ্যাবলেট)।আর কে কইল ঐটা এমওএলইডি ডিসপ্লে???ওর তো IPS বেসড ডিসপ্লে।এমওএলইডি ডিসপ্লে তো সিম্ফোনি Symphony Xplorer W100 (দামঃ 19990) এর।
Display
Resolution: qHD (960 X 540) pixels
Screen type: IPS (Support 16.7M colors)
Screen Size: 5.3”
Touch type: capacitive touch (Five fingers multi-touch)
Click This Link
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১১
বিডিট্রন বলেছেন: এইটা ২২০০০+ দাম হবে। এই দাম হলে চলবে বলে মনে হয়না।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
মিজভী বাপ্পা বলেছেন: তা ঠিক।তবে না কেনার সম্ভাবনাই বেশী হবে
৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
ঘুড্ডির পাইলট বলেছেন: আমার গেলাকসি ট্যাব , পি ১০০০, আদার রুটি অপারেটিং এ বাংলা চালু কইরা দেন ।
৫২ তে সবাই মাতৃভাষা পাইলেও আমার গেলাকসি ট্যাবে অখনও বাংলা আসে না
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
মিজভী বাপ্পা বলেছেন: ভাইডি মুই ফারি না।তই এইডার চিস্টেম আমার খুঁজা লাগব।আপনে এইডা দেশ থিক্ক্যা কিনছেন নাকি বৈদেশ থিক্কা আনাইছেন
১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৯
টিনটিন` বলেছেন: ঘুড্ডির পাইলট @ আপনি কি রিদ্মিক কীবোর্ড ইনস্টল করে দেখেছেন?
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
মিজভী বাপ্পা বলেছেন: আমিও বলছি।ডেরাইভার ইন্সটলাইছিল।পরে আর কাহিনী কিছু জানি না।
১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই এন১ এর পরের মডেল এইটা ।
এইডা কি দেহেন ত
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৭
মিজভী বাপ্পা বলেছেন: ওছাম জিনিস আনতাছে তাহলে ওয়ালটন।গরিলা গেলাস
আপনারে থ্যাংকু
১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ওয়ালটন ফ্যাবলেটও বানায়ালিয়াছে? বাপ্রে।
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
মিজভী বাপ্পা বলেছেন: হুমম.......ওছাম!ওছাম!!ওছাম!!! জিনিস আনতাছে ওয়ালটন।
১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০০
ফয়সাল888 বলেছেন: আমি একটি smart phone কিনতে চাই। কোনটি ভাল কেউ কি বলবেন???
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
মিজভী বাপ্পা বলেছেন: সিম্ফোনী নয়ত বা ওয়ালটন
আর ব্রান্ড নিলেঃ স্যামসাং বা সনি
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২
মিষ্টি মেয়ে বলেছেন: খারাপ না।
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ।
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
এহসান সাবির বলেছেন: আসুক দেখি...
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
মিজভী বাপ্পা বলেছেন: সেটাই।বের হলে ভালই হবে আশা রাখি।
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮
এম হুসাইন বলেছেন: নতুন ফোন আসলেই কিনে ফেলতাম, এখন আর ইচ্ছে হয় না, একটা আইফোন ৪ এস, আর একটা ৫, নোকিয়া ই-৫, আর কিছু সামসাং নিয়ে খুশি আছি...
পোস্টে ভাললাগা।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০
মিজভী বাপ্পা বলেছেন: বাহ!!!যেটাই স্বাচ্ছন্দ্য ফিল করেন সেটাই ইউজানো ভাল।ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।
১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১
সোহাগ সকাল বলেছেন: কিহে মিজভী ভাই! তোমার খবর কি?
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২
মিজভী বাপ্পা বলেছেন: ভাল না রে ভাই।আপনি কেমন আছেন?
১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
সোহাগ সকাল বলেছেন: ক্যারাব্যারা অবস্থা! মিগে যাননা আর?
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
মিজভী বাপ্পা বলেছেন: যাই।তবে নতুন লুকটা ভাল লাগে না বিধায় কম যাওয়া হচ্ছে।
১৯| ২০ শে মে, ২০১৩ রাত ৮:২২
কালীদাস বলেছেন: আমি গরীব মানুষ, এন্ড্রয়েড পালার সামর্থ্য নাই আমার আমি শুনছিলাম সিম্ফোনির ট্যাবলেট নাকি বাংলাদেশি এসেম্বলড। জানেন নাকি?
২০ শে মে, ২০১৩ রাত ৮:৩৩
মিজভী বাপ্পা বলেছেন: আমিও দাদা গরীব মানুষ।এর জন্যই তো এখন ও এন্ডু জুটে নাই।সিম্ফোনির সব প্রোডাক্ট ই চায়না থেকে এসেম্বেল্ড করে।বাংলাদেশে শুধু বিক্রিটাই করে।কিন্তু পুরো ডিভাইস টা চায়না থেকেই প্রস্তুত হয়ে আসে।
২০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২
মাম্বা জাম্বা বলেছেন: এক্সপ্লোরার যেড ২ কিনলাম। এককথায় অসাধারন। অসাধারন ডিসপ্লে। ক্যামেরা আর সাউন্ড কোয়ালিটি ছাড়া এন্ড্রয়েড হিসেবে একদম পারফেক্ট। এত দাম দিয়া স্যামসাং কেনার কোন দরকার নেই
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪০
মিজভী বাপ্পা বলেছেন: পারফেক্ট।তবে ঐটাই ওটিজি ফিচারস দিলে ফুল্লি রকস একটা ডিভাইস হত।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাল লাগল।