নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা › বিস্তারিত পোস্টঃ

:-B এক্সক্লুসিভ পোস্টঃ আপ-কামিং Symphony Xplorer W125[Quad Core] এর তথ্যাদি (রি-ব্রান্ডিং সংক্রান্ত) :-B

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১





প্রিয় ব্লগার ও এন্ড্রয়েডপ্রেমীগণ, সিম্ফোনি সাধ ও সাধ্যের মধ্যে বিশ্বস্ত একটি চাইনিজ মোবাইল ব্রান্ড।বর্তমানে এন্ড্রয়েডের স্মার্ট যুগে সিম্ফোনি ও থেমে নেই এন্ড্রয়েড ওএস সর্মথিত ডিভাইস তৈরিতে।এন্ড্রয়েডের দুনিয়ার তুমুল হাড্ডাহাড্ডির লইড়াইয়ে সিম্ফোনি আনতে যাচ্ছে কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ নতুন এন্ড্রয়েড ডিভাইস Symphony Xplorer W125



ইতিমধ্যে সিম্ফোনি বিভিন্ন এন্ড্রয়েড ডিভাইস এনে জনপ্রিয়তা লাভ করেছে।সম্প্রতি সিম্ফোনি নতুন দুটি ডিভাইস এন্ড্রয়েড ডিভাইস ছেড়েছে।এগুলো হলঃ Symphony Xplorer W70 এবং Symphony Xplorer W30



সিম্ফোনির আপ-কামিং এন্ড্রয়েড ডিভাইস Symphony Xplorer W125 যথারীতি রি-ব্রান্ডিং করা।এটি মূল Gionee GN708W মোবাইলের রিব্রান্ডিং করা।তাহলে আসুন জেনে নেই,



Gionee GN708W এর রি-ব্রান্ডিং সংক্রান্ত তথ্যাদিঃ



মূল প্রস্তুতকারক দেশঃ চায়না

ব্রান্ডের নামঃ Gionee

মডেল নং: GN708W



স্পেসিফিকেশনঃ



GSM 850/900/1800/1900 MHz 3G HSDPA 2100 MHZ

Dual Sim Card Dual Standby

OS: Android 4.1Jelly Bean

CPU:MTK 6589 Quad Core 1.2GHz Cortex A9

GPU: PowerVR SGX 544

RAM 1GB ROM 4GB

Display: 4.5 inch IPS Capacitive Mutil-Touch screen 960x540PL

Bluetooth

WIFI

GPS & AGPS

3.5MM jack

Micro USB v2.0

FM radio

Camera:the back 8MP Camera with led flash auto focus,the front camera is 1.0MP

Battery:2100mAh



ছবি সমূহঃ





























আরও ছবি এবং বিস্তারিত স্পেসিফিকেশন জানতে ক্লিক করুনঃ লিংক-১ , লিংক-২



বেঞ্চমার্কঃ









রি-ব্রান্ডিং করা অন্যান্য দেশ ও ব্রান্ডসমূহঃ





দেশঃ রাশিয়া

ব্রান্ডের নামঃ Fly

মডেল নং: IQ446 Magic

সাইটের লিংকঃ Fly IQ446 Magic



ছবিসমূহঃ









দেশঃ ভারত

ব্রান্ডের নামঃ Xolo

মডেল নং: Q800

সাইটের লিংকঃ XOLO Q800



ছবিসমূহঃ









দেশঃ বাংলাদেশ

ব্রান্ডের নামঃ Symphony

মডেল নং: W125

সাইটের লিংকঃ Symphony Xplorer W125



ছবিসমূহঃ









এই হল সিম্ফোনির আসন্ন কোয়াড কোর এন্ড্রয়েড ডিভাইস Symphony Xplorer W125 এর রি-ব্রান্ডিং সর্ম্পকিত তথ্যাদি।নতুন কোন হ্যান্ডসেটের রি-ব্রান্ডিং তথ্যাদি পেলে আবার আপনাদের সাথে শেয়ার করব।



B-) ধন্যবাদ B-)

মন্তব্য ৩৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

মেহেদী হাসান মানিক বলেছেন: ভাল লাগল।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ :)

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই ১০০০০ এর মধ্যে কোন সেট ভাল হবে??
বুদ্ধি দেন।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

মিজভী বাপ্পা বলেছেন: আরও কিছুদিন ওয়েট করেন।সিম্ফোনির এটা দেখতে পারেন।খারাপ না।তবে আমার এখনও এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে সন্দেহ আছে।

ওয়ালটনের এন-১ দেখেছেন???

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: এইটা একটা অস্থির সেট! আমি ইন্ডিয়ান টা দেখছি! দেশিটা আসলেই কিনব! B:-/

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

মিজভী বাপ্পা বলেছেন: ইন্ডিয়ান কোনটা দেখেছেন XOLO Q800 টা নাকি???হুম।তবে আগে রেসপন্স জেনে নিয়ে কিনেবেন।নইলে ধরা খাওয়ার আশাঙ্কা রয়েছে :((

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

আরহাসান বলেছেন: symphony tab T8 কিনে চরম ধরা খাইসি, কানে ধরসি আর না ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

মিজভী বাপ্পা বলেছেন: কেন কিতা হয়েছে :|| ?একটা রিভ্ভু লিখে ফেলুন!!!সবাই জানুক!!!

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

ইফতেখার5555 বলেছেন: কেন টি ৮ এ সমস্যা কি ভাই???

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

অচেনা পথিক ১৮ বলেছেন: দাম কেমন হতে পারে?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

মিজভী বাপ্পা বলেছেন: আইডিয়া নেই।তবে ১৫+ সম্ভবত।কারণ W90 যদি ১৪+ হয় আর এটা তো আরেকটু বেশী হবে স্বাভাবিক।তবুও দামটা এখনো জানায় নি সিম্ফোনি :(

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

মেহেদী হাসান মানিক বলেছেন: তাইলে ওয়াল্টন কিনুম এন২ না কি জানি। এমওএলইডি ডিসপ্লে।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০২

মিজভী বাপ্পা বলেছেন: হুমম।ঐটা ওয়ালটন প্রিমো এন-১(ফ্যাবলেট)।আর কে কইল ঐটা এমওএলইডি ডিসপ্লে???ওর তো IPS বেসড ডিসপ্লে।এমওএলইডি ডিসপ্লে তো সিম্ফোনি Symphony Xplorer W100 (দামঃ 19990) এর।

Display
Resolution: qHD (960 X 540) pixels
Screen type: IPS (Support 16.7M colors)
Screen Size: 5.3”
Touch type: capacitive touch (Five fingers multi-touch)

Click This Link

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

বিডিট্রন বলেছেন: এইটা ২২০০০+ দাম হবে। এই দাম হলে চলবে বলে মনে হয়না।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

মিজভী বাপ্পা বলেছেন: তা ঠিক।তবে না কেনার সম্ভাবনাই বেশী হবে :((

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার গেলাকসি ট্যাব , পি ১০০০, আদার রুটি অপারেটিং এ বাংলা চালু কইরা দেন ।

৫২ তে সবাই মাতৃভাষা পাইলেও আমার গেলাকসি ট্যাবে অখনও বাংলা আসে না :(

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

মিজভী বাপ্পা বলেছেন: ভাইডি মুই ফারি না।তই এইডার চিস্টেম আমার খুঁজা লাগব।আপনে এইডা দেশ থিক্ক্যা কিনছেন নাকি বৈদেশ থিক্কা আনাইছেন :|

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

টিনটিন` বলেছেন: ঘুড্ডির পাইলট @ আপনি কি রিদ্মিক কীবোর্ড ইনস্টল করে দেখেছেন?

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

মিজভী বাপ্পা বলেছেন: আমিও বলছি।ডেরাইভার ইন্সটলাইছিল।পরে আর কাহিনী কিছু জানি না।

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই এন১ এর পরের মডেল এইটা ।
এইডা কি দেহেন ত

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

মিজভী বাপ্পা বলেছেন: ওছাম জিনিস আনতাছে তাহলে ওয়ালটন।গরিলা গেলাস B:-/ B:-/ B:-/

আপনারে থ্যাংকু B-))

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

আমি তুমি আমরা বলেছেন: ওয়ালটন ফ্যাবলেটও বানায়ালিয়াছে? বাপ্রে।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

মিজভী বাপ্পা বলেছেন: হুমম.......ওছাম!ওছাম!!ওছাম!!! জিনিস আনতাছে ওয়ালটন।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০০

ফয়সাল888 বলেছেন: আমি একটি smart phone কিনতে চাই। কোনটি ভাল কেউ কি বলবেন???

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

মিজভী বাপ্পা বলেছেন: সিম্ফোনী নয়ত বা ওয়ালটন

আর ব্রান্ড নিলেঃ স্যামসাং বা সনি

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২

মিষ্টি মেয়ে বলেছেন: খারাপ না। 8-| 8-| 8-|

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

এহসান সাবির বলেছেন: আসুক দেখি...

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

মিজভী বাপ্পা বলেছেন: সেটাই।বের হলে ভালই হবে আশা রাখি।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮

এম হুসাইন বলেছেন: নতুন ফোন আসলেই কিনে ফেলতাম, এখন আর ইচ্ছে হয় না, একটা আইফোন ৪ এস, আর একটা ৫, নোকিয়া ই-৫, আর কিছু সামসাং নিয়ে খুশি আছি... =p~


পোস্টে ভাললাগা।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

মিজভী বাপ্পা বলেছেন: বাহ!!!যেটাই স্বাচ্ছন্দ্য ফিল করেন সেটাই ইউজানো ভাল।ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

সোহাগ সকাল বলেছেন: কিহে মিজভী ভাই! তোমার খবর কি?

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

মিজভী বাপ্পা বলেছেন: ভাল না রে ভাই।আপনি কেমন আছেন?

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

সোহাগ সকাল বলেছেন: ক্যারাব্যারা অবস্থা! মিগে যাননা আর?

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

মিজভী বাপ্পা বলেছেন: যাই।তবে নতুন লুকটা ভাল লাগে না বিধায় কম যাওয়া হচ্ছে।

১৯| ২০ শে মে, ২০১৩ রাত ৮:২২

কালীদাস বলেছেন: আমি গরীব মানুষ, এন্ড্রয়েড পালার সামর্থ্য নাই আমার :( আমি শুনছিলাম সিম্ফোনির ট্যাবলেট নাকি বাংলাদেশি এসেম্বলড। জানেন নাকি?

২০ শে মে, ২০১৩ রাত ৮:৩৩

মিজভী বাপ্পা বলেছেন: আমিও দাদা গরীব মানুষ।এর জন্যই তো এখন ও এন্ডু জুটে নাই।সিম্ফোনির সব প্রোডাক্ট ই চায়না থেকে এসেম্বেল্ড করে।বাংলাদেশে শুধু বিক্রিটাই করে।কিন্তু পুরো ডিভাইস টা চায়না থেকেই প্রস্তুত হয়ে আসে।

২০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২

মাম্বা জাম্বা বলেছেন: এক্সপ্লোরার যেড ২ কিনলাম। এককথায় অসাধারন। অসাধারন ডিসপ্লে। ক্যামেরা আর সাউন্ড কোয়ালিটি ছাড়া এন্ড্রয়েড হিসেবে একদম পারফেক্ট। এত দাম দিয়া স্যামসাং কেনার কোন দরকার নেই :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪০

মিজভী বাপ্পা বলেছেন: পারফেক্ট।তবে ঐটাই ওটিজি ফিচারস দিলে ফুল্লি রকস একটা ডিভাইস হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.