নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা › বিস্তারিত পোস্টঃ

B-) টেকি পোস্ট - Google Play Store এর এপস/গেমস ডাউনলোড করুন আপনার পিসিতে B-)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬





সুপ্রিয় এন্ড্রয়েডপ্রেমীগণ, কেমন আছেন সবাই?? আজ কোন রিব্রান্ডিং হ্যান্ডসেট নিয়ে নয়, আজকে প্লে স্টোর থেকে এপস ডাউনলোড বিষয়ক সর্ম্পকে। যারা নতুন এন্ড্রয়েড ইউজার আছেন তাদের অনেকেই এপস ডাউনলোডের জন্য গুগল প্লে স্টোর ব্যবহার করেন। তাছাড়া অন্যান্য সাইট তো রয়েছে, যেখানে প্লে স্টোরের ফ্রি/ পেইড এপস পাওয়া যায়।



কিন্তু প্লে স্টোর থেকে এপস ডাউনলোড করলে মূল এপিকে ফাইলটা ডিভাইসের ফোন মেমরি বা রমে সেভ করে।সেখান থেকে ইন্সটল হয়। ফলে রমের মেমরির অপচয় হয়। যাক সে কথা। আজ আপনাদের সাথে এমন একটি লিংক শেয়ার করব, যেখান থেকে প্লে স্টোরের সকল এপস আপনি সরাসরি আপনি আপনার পিসিতে ডাউনলোড করে রাখতে পারবেন।



মূলত এই সাইট টা প্লে স্টোরের এপসের লিংকটা কে জেনারেট করে আপনাকে অন্য আরেকটি মিরর লিংক দিবে। তাহলে আসুন শুরু করা যাক, এপস ডাউনলোডিং মিশন



প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করে আপনি কোন এপস/গেমসের নাম লিখে সার্চ দিন। উদাহরণ স্বরূপ এখানে Temple Run 2 গেমসটির লিংক দেয়া হয়েছে। এখন Temple Run 2 গেমটির লিংকটি গুগল প্লে স্টোর থেকে কপি করুন।







এরপর এই লিংকে প্রবেশ করুন।



সাইটের লিংকঃ APK Downloader



সাইটটিতে প্রবেশ করে খালি বক্সটিতে প্লে স্টোর থেকে কপি করা লিংকটি এখানে পেস্ট করুন। Generate Download Link এ ক্লিক করুন। কিছুক্ষণ সময় নিবে। অতঃপর এরকম দেখাবে B-)







Generate Download Link এর নিচে Click here to download এ ক্লিক করুন।দেখবেন আপনার কাঙ্খিত এপস/গেমসটি আপনার পিসিতে ডাউনলোড হওয়া শুরু করেছে। এবার ডাউনলোড করে আপনার এন্ড্রয়েড ডিভাইসে ইন্সটল দিন আপনার কাঙ্খিত এপস/গেমসটি B-) ।ধন্যবাদ।



B-) হ্যাপি এন্ড্রয়েডিং B-)

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

েবনিটগ বলেছেন: আ

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

পথহারা নাবিক বলেছেন: কিন্তু পিসিতে খেলবো কেমনে!!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

মিজভী বাপ্পা বলেছেন: ভাইরে পিসিতে যদি এন্ডুর গেমস খেলতে চান তাহলে এটা ইউজ করেন।এটা দিয়ে এন্ডুর প্রায় সকল এপস/গেমস ইউজ করতে পারবেন।

এরজন্য ২ জিবি রেম এবং আপডেটেড গ্রাফিক্স ড্রাইভার লাগবে।তুলনা মূলক সেমি হাই কনফিগ পিসিতে এই সফটের মাধ্যমে আপনি এন্ডুর এপসের মজা নিতে পারবেন।

নামঃ BlueStacks

http://www.bluestacks.com/app-player.html

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: শেষৈ আবার ভাইরাসে ধরবো না তো ! বুইজ্জেন কলাম ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

মিজভী বাপ্পা বলেছেন: লিনুসে ভাইরাস বইল্লা কিছু নাইক্কা।আপনি খালি পিলি স্টুর থিকা দেইখা নামাইলেই হপে!!!

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

একজন আরমান বলেছেন:
দারুণ পোষ্ট বাপ্পা ভাই।

প্রিয়তে।

অনেক দিন পর দেখলাম ব্লগে ! কেমন আছেন?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।এই আছি হরতাল, অবরোধে :( ।আর ব্লগে প্রায় আলসেমি করেই লেখা হয় না, সবাই রাজনীতি নিয়া ব্যস্ত।কারো টেকি পুষ্টের দিকে নজর নাই।তাই এদুঃখে নিজেই কান্দি :(( :(( :(( :(( :(( :(( :((

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা পোষ্ট!। অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ কা.ভা ভাই।হুমম ব্লগে প্রায় আলসেমি করেই লেখা হয় না, সবাই রাজনীতি নিয়া ব্যস্ত।কারো টেকি পুষ্টের দিকে নজর নাই।তাই এ দুঃখে নিজেই এলকা এলকা কান্দি :(( :(( :(( :((

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

ডক্টর লেকটার বলেছেন: কাজের পোস্ট।
কিন্তু যে লিঙ্কটা দিলেন সেটা কিন্তু অনেক বেশি রকম স্লো। মাঝে মাঝে ছোট্ট একটা এপ এর লিঙ্ক দিতেও ১০ মিনিট এর বেশি লাগায়।

আমি অন্য একটা লিঙ্ক দিচ্ছি। প্রায় সব এপ পাবেন - ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক সহ - আর নতুন - পুরোনো সব ভার্সনও পাবেন এখানে।

www.apktop.com

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ ভাই।মাঝে মাঝে লিংক জেনারেট করতে দেরী করে।তখন পেইজ টা রিফ্রেশ দিয়ে আবার লিংক টা দিবেন।আর আপনার লিংকের জন্য ধন্যবাদ।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

সাদমান সাদিক বলেছেন: দারুন পোস্ট :-B

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ ভাই :)

৮| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১:৫৯

সুমন জেবা বলেছেন: কাজের তাই ..+++

১৫ ই মে, ২০১৪ রাত ১০:৪২

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ :)

৯| ০৮ ই মে, ২০১৪ দুপুর ২:০৬

আরন্যক নীলকণ্ঠ বলেছেন: একটা দারুন কাজের পোস্ট দিছেন ভাই, এটারে স্টিকি করলেও খারাপ হইতো না। কারণ এখন প্রায় সবাই-ই অ্যান্ড্রয়েড ইউজ করে, আবার টুজি/থ্রিজি নেটওয়ার্কে অ্যাপ নামাইতে গেলে হিমসিম খাইতে হয়।

তাছাড়া নোকিয়া এক্স ওয়ালাদেরও কামে লাগবো।

পোস্টে+

১৫ ই মে, ২০১৪ রাত ১০:৪৪

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ ভাই।তবে সবার যেন উপকারে আসে ঐটাই আমার প্রচেষ্টা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.