নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা › বিস্তারিত পোস্টঃ

:(( ভুল ছিল আমার :((

০৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

তোমাকে কামনা করা, ভুল ছিল আমার,
তোমাকে ভালোবাসা, বড়ই ভুল ছিল আমার।
তোমার মাঝে নিজেকে দেখা,
ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

প্রথম দেখাতেই তোমাকে লেগেছিল ভালো,
ভেবেছিলাম হবে মোর স্বপ্নের সুভাষিনী,
কিন্তু তুমি ছিলে যে এক মরীচিকা,
যাকে ভালাবাসাটাই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

তোমাকে কামনা করেছি আমার নিজ স্বত্তায়,
তোমাকে চেয়েছি নিজের নিঃসঙ্গতায়,
চেয়েছি তোমাকে আপন মনে সাজিয়ে রাখতে,
কিছুই হল না এসবের তোমাকে নিয়ে কারণ,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

এখন আমি নিঃসঙ্গ একলা এক পথিক,
অতীতের বিরীহ ভাবনায় শুধু এটাই ভেবে যায়,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪

গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: কিন্তু তুমি ছিলে যে এক মরীচিকা :(

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৬

মিজভী বাপ্পা বলেছেন: হঁ হাচই সী ইজ এ মরীচিকা ছিল :(( :(( :((

২| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা দেখি কবিতাও লেখেন ! ভালোলাগা জানিয়ে গেলুম + :)

ভালো থাকবেন সবসময় :)

০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৪

মিজভী বাপ্পা বলেছেন: জ্বী ভ্রাতা আপনাদের দোয়াই আর কি হি হি হি ধন্যবাদ :)

৩| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা দেখি কবিতাও লেখেন ! ভালোলাগা জানিয়ে গেলুম + :)

ভালো থাকবেন সবসময় :)

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২৩

কলমের কালি শেষ বলেছেন: দারুন কবিতা । পড়ে ভাল লাগলো । :)

১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ দাদা :)

৫| ০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: এখন আমি নিঃসঙ্গ একলা এক পথিক,
অতীতের বিরীহ ভাবনায় শুধু এটাই ভেবে যায়,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।




না কোন কিছুই ভুল ছিল না। সবই ঠিক ছিল।




কবিতা সুন্দর হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মিজভী বাপ্পা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমতিয়াম ভাই :)

৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১

তুষার কাব্য বলেছেন: এখন আমি নিঃসঙ্গ একলা এক পথিক........ 8-|

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৪

মিজভী বাপ্পা বলেছেন: হুমম আসলেই মুই এলকা :(( :(( :((

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮

রোদেলা বলেছেন: ভুল টাও কখোন কখোন শুদ্ধ হতে পারে,শুভ কামনা।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ তাই যেন ভ্রাতা :)

৮| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৮

খেলাঘর বলেছেন:


তাই মনে হচ্ছে, ভুল ছিল; কবিতা ভালো হয়েছে।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৮

মিজভী বাপ্পা বলেছেন: হুমম ভুলই ছিল :( :(( অনেক অনেক ধন্যবাদ :)

৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১১

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালো লাগা জানিয়েে গেলাম....!

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৯

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ :)

১০| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

ফাহিম ইসলাম বলেছেন: +

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ :)

১১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

আবু শাকিল বলেছেন: প্রত্যেক টা মানুষ ভূল ভালবাসায় পড়ে।

আপনার কবিতা পড়ে আবার স্মরণ হল =p~ =p~ =p~

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৪

মিজভী বাপ্পা বলেছেন: হুমমম সত্য। ধন্যবাদ ভ্রাতা :)

১২| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৭

খেলাঘর বলেছেন:


আবারো পড়লাম।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ :)

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫৮

মাহবু১৫৪ বলেছেন: +++++

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫

মিজভী বাপ্পা বলেছেন: :) :) :)

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

এহসান সাবির বলেছেন: নতুন পোস্ট নাই কেন ভাই?

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

মিজভী বাপ্পা বলেছেন: সময় পাই না ভাও :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.