নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা

আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক

মিজভী বাপ্পা › বিস্তারিত পোস্টঃ

:(( সাহায্য প্রয়োজন :((

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৯

সুপ্রিয় ব্লগারগণ, আজ জীবনের এমন এক ক্রান্তিলগ্নে এসেছি যে তা আর ব্যাখ্যা করার মত পর্যায়ে নাই। যাই ভূমিকা রেখে মূল লেখায় আসি।

আমার কিছু কাগজপত্র পর্তুগীজ ভাষাতে অনুবাদ করা দরকার। আমি পল্টন, ফকিরাপুল, দৈনিকবাংলা ইত্যাদি স্থানের অনেক অনুবাদ কেন্দ্রে খোঁজ নিয়েছি। ওরা সবাই গুগল ট্রান্সলেট থেকে অনুবাদ করে দেয়। যা অনুবাদ করে দিবে সেটি সঠিক না ভুল সে দায়িত্ব তারা নিবে না। কারণ এটি আমাদের দেশের জন্য একটি অপ্রচলিত ভাষা।

আমি নিজেও কয়েক জায়গা থেকে অনলাইন ট্রান্সলেটশন টুলের দ্বারা যতটা পেরেছি অনুবাদ করেছি। কিন্তু সবই যে ১০০% সঠিক হয়েছে তা নয়। এজন্য এই অনুবাদ নিয়ে খুবই বিপদে আছি।

এ ব্যাপারে আপনাদের নিকট সাহায্য কামনা করছি। আমি কোথায় গেলে সঠিক ইংরেজি থেকে পর্তুগীজ অনুবাদ পেতে পারি??? অথবা আপনাদের কেউ যদি পর্তুগালে থাকে উনি যদি দয়া করে আমাকে করে দিতেন আমার ভীষণ উপকার হত।

ধন্যবাদ /:)

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪

আবু শাকিল বলেছেন:
আশা করি ,আপনার সাহায্যে কেউ এগিয়ে আসেবন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ :(

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

ভারসাম্য বলেছেন: আপনি স্থানীয় ট্রান্সলেটরের বদলে, বাইরের, বিশেষ করে পর্তুগালের ভাল কোন ট্রান্সলেশান ফার্ম এর সাথে যোগাযোগ করুন। পর্তুগাল এর ইংরেজী নিউজসাইটগুলো সার্চ করেও কিছু তথ্য পেতে পারেন হয়তো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

মিজভী বাপ্পা বলেছেন: দেখি এও করে :(

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: :( :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৩

মিজভী বাপ্পা বলেছেন: :(( :(( :(( :(( :( :( :(( :(( :(( :((

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৬

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮

মিজভী বাপ্পা বলেছেন: আপনাকে ও অনেক শুভেচ্ছা ভ্রাতা :)

৫| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১০

আর জে নিশা বলেছেন: যদি এখনো সমাধান না পেয়ে থাকেন, দিল্লিতে অবস্থিত পুর্তগাল এম্বাসীতে যোগাযোগ করতে পারেন, আপনার ব্যাবসা, স্টুডেন্ট বা টুরিষ্ট ভিসা সংক্রান্ত লেটার হলে ০৩ দিনের মধ্যে আপনি ট্রান্সলেশন পেয়ে যাবেন । রাজনৈতিক বা পুর্তগালের কোনো নিউজ বা এই ধরেনের কিছু হলে সাহায্য পাবেন না । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.