নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক
আজ যাচ্ছো চলে,
আমার ছেড়ে বহু দূরে,
সাত সাগর পাড়ি দিয়ে,
অজানার উদ্দেশ্যে দূরে বহু দূরে!!!
বাধা দেবো না আমি তোমায়,
সে অধিকারটুকু ও নেইকো আমার,
যাবার বেলায় পিছন থেকে ডাকবো না তোমায়,
দূর থেকে রবে আমার ভালোবাসাময় শুভ-কামনা |||
জানি না তুমি ফিরবে কবে,
সেই অজানা প্রান্ত থেকে,
পথ চেয়ে বসে থাকবো আমি,
তোমারি অপেক্ষায় শুধু তোমারি অপেক্ষায়।
হয়ত বা ভুলে যাবে আমার কথা,
মনে ও পড়বে না অতীতের কথা,
নতুনের মাঝে খুঁজে পাবে নতুনত্ব,
ভুলে যাবে অতীতের সব স্মৃতি কথা।
আমি তো তখন থাকবো একা,
থাকবে তোমার স্মৃতি গুলো আশেপাশে,
সেগুলোকে নিয়েই চলবে আমার পথচলা,
শুধু দূর থেকে রবে আমার ভালোবাসাময় শুভ-কামনা |||
©somewhere in net ltd.