নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বভাবকবি

এম জসীম

প্রান্তিক জসীম

এম জসীম › বিস্তারিত পোস্টঃ

হে, আমার ভালবাসা!

২২ শে মার্চ, ২০১৫ রাত ২:০৩

তুমিই আমার অতৃপ্ত অন্বেষা এবং তুমিই আমার অবর্ণিত আকাংখা

তোমাকেই আমি প্রতিরাতে হৃদয়ের উচ্ছ্বাস, শরীরের সব উষ্ণতা দিয়ে বরণ করি

এবং অন্তিম ইচ্ছাগুলো বুকে নিয়েই সমাহিত হই আত্মার

অনন্ত নিদ্রার কুঠুরিতে!

তবু তুমি আমার উপলব্ধিতে জাগরুক থাক-

আমার বিদ্রোহী বিবেকের উদগীরণ আর আত্মার আধ্যাত্মিক অভিজ্ঞতা

তোমাকে পত্র পাঠায় বসন্তের বিকেলবেলা

তুমি এসো হে, আমার প্রিযতমা

তোমার জন্য স্বর্গোদ্যান রচিত হযেছে; যেখানে রঙিন ফুলেরা হাসছে

আমাদের আজন্ম বিষণ্নতা ভুলিয়ে দিতে

সুবাসের প্লাবন তোমাকে স্বাগত জানাতে

কেমন উন্মুখ হয়ে আছে

ফলন্ত আঙ্গুরের গাছ, পাখি আর তুলসির পবিত্র ছায়া

শুধু তোমার জন্য

নীরবতার ভেতরে কেবল তোমারই প্রার্থনা করি তুমিই আমার অতৃপ্ত অন্বেষা এবং তুমিই আমার অবর্ণিত আকাংখা

তোমাকেই আমি প্রতিরাতে হৃদয়ের উচ্ছ্বাস, শরীরের সব উষ্ণতা দিয়ে বরণ করি

এবং আমি অন্তিম ইচ্ছাগুলো বুকে নিয়েই সমাহিত হই আত্মার

অনন্ত নিদ্রার কুঠুরিতে!

তবু তুমি আমার উপলব্ধিতে জাগরুক থাক-

আমার বিদ্রোহী বিবেকের উদগীরণ আর আত্মার আধ্যাত্মিক অভিজ্ঞতা

তোমাকে পত্র পাঠায় বসন্তের বিকেলবেলা

তুমি এসো হে, আমার প্রিযতমা

তোমার জন্য আমি স্বর্গোদ্যান রচিত হযেছে; যেখানে রঙিন ফুলেরা হাসছে

আমাদের আজন্ম বিষণ্নতা ভুলিয়ে দিতে

সুবাসের প্লাবন তোমাকে স্বাগত জানাতে

কেমন উন্মুখ হয়ে আছে

ফলন্ত আঙ্গুরের গাছ, পাখি আর তুলসির পবিত্র ছায়া

শুধু তোমার জন্য

নীরবতার ভেতরে কেবল তোমারই প্রার্থনা করি হে, আমার ভালবাসা!

-প্রান্তিক জসীম

২২.৩.১৫

-প্রান্তিক জসীম

২২.৩.১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.