![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় কাদামাটির বুকে পাথরের আঁচড় কেটে মনের ভাব প্রকাশ করতো মানুষ। তারপর অনেক চেষ্টা ও সাধনায় উদ্ভাবিত হয় কাগজ। একইভাবে মুদ্রণযন্ত্রও আবিষ্কৃত হয়। যেগুলো মানব সভ্যতায় এক নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছিল বলেই ধরা হতো। কাগজের বুকে মুদ্রিত অক্ষর সাজিয়ে মানুষ তৈরি করলো বই। অক্ষর জ্ঞানসম্পন্ন মানুষ বইয়ের জগতে খুঁজে ফেরে নিজের পরিচয়। কিন্তু কম্পিউটারের জন্মের পর অনেকের মনেই বইয়ের টিকে থাকা নিয়ে নানারকম প্রশ্ন দেখা দেয়। অনেকেই আবার মনে করেন কম্পিউটার আবিষ্কারের ফলে বইয়ের সাথে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। যাই হোক সর্বোপরি আমরা সব রকমের চিন্তা বাদ দিয়ে এই বিষয়ে একমত পোষন করতে পারি যে, আমাদের জীবন এখন তথ্য প্রযুক্তির ছায়াতলে এসে এক নতুন, সহজ ও অভিনব পন্থার আওতায় উপস্থিত।আমরা খুব সহজেই নিজের সর্বোচ্চ ইচ্ছা সমাধান করতে পারি ইন্টারনেট বা আনুষাঙ্গিক তথ্য প্রযুক্তির বদৌলতে।পাশাপাশি ভালো কাজ যেভাবে করতে পারি ঠিক সেভাবে খারাপ বা নান্দনিক কজগুলোও অত্যন্ত সহজলভ্যতায় করে থাকি।তবে আমার দেশে কি এমন কোন শক্তি নেই যা এই খারাপ বা নান্দনিক কাজ সমুহ বৈশ্বিক জাল হতে বাধা প্রদান করবে যাতে করে তা আমাদের কাছে না পৌছে।আর যদি না থাকে তাহলে ভারতের জাকির নায়েক কি করে বলে যে আমার “পিস কোম্পানির” মোবাইলে কোন রকম নান্দনিক সাইট ওপেন হবেনা !নাকি এটা ভারতেই সম্ভব।আর আমার দেশে সম্ভব হলে এটা কেন করা হচ্ছেনা।আমরা সবাই স্বিকার করি এটা খারাপ, তো খারাপকে চিৎকার দিয়ে খারাপ বলাতে এত ভয় পাই কেন? আমরা মিডিয়াতে জোর গলায় বলতে পারি ধুমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকারক।কিন্তু ধুমপান কোম্পানিকে কেন বলতে পারিনা যে, এটা আমার সোনার বাংলায় চলবেনা বন্ধ কর তোমার আত্নঘাতি ব্যবসা। নাকি আমরা মুখে বলি একটা কিন্তু কাজে অন্যটা?? আপনি যদি বলেন নিজে ঠিক তো দুনিয়া ঠিক তাহলে আমি বলবো এই কথা পুরোটাই অর্থহীন। কেননা যে ভালো সে তো ভালই। কিন্তু যে মাদকাশক্ত সে মাদক সেবন না করে কয়দিন থাকতে পারবে?পারবে যদি তার পরিবেশ তাকে মাদক শেবন করতে বাধা প্রধান করে।অন্যথায় একদিন, দুদিন, এক সপ্তাহ, একমাস, দুই মাস, পরে তার পক্ষে ঠিক থাকা সম্ভব হবেনা। এখন যেহেতু আমরা তথ্য প্রযুক্তি ও যোগাগোগ ব্যবস্থায় এগিয়ে আছি তাহলে কেন আমাদের অবস্থান ঠিক রাখার ও আরো সামনে এগিয়ে যাওয়ার লক্ষে সর্বপ্রকার সামাজিক অনাচারকে রুখে দিচ্ছিনা?? এটাই আমাদের চুড়ান্ত সময় কেননা ঘোড়া এখনো লাগাম ছাড়া হয়নি।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭
মুক্ত সকাল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
দেবজ্যোতিকাজল বলেছেন: ঠিকঠিক

http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30088717