নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just a simple soul.

মুক্ত সকাল

““জীবনটা কি গোলক ধাধা”” ??

মুক্ত সকাল › বিস্তারিত পোস্টঃ

আমরা যদি আমাদের অস্তিত্বটাই না জানি তাহলে আমাদের পুর্নাঙ্গ মানুষ হিসাবে মনে করার ক্ষমতাটা খুজে পাই কোথায়??

১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪



আমি পৃথিবির মানুষগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি যার প্রথমটা হচ্ছে মুসলিম আর অন্যটা হচ্ছে অমুসলিম। তাই মুসলমানদের বিরুদ্ধে প্রত্যেকটি ধর্মের লোকের নাক গলানোটা একদম স্বাভাবিক। কিন্তু আফসোস হয় সেই লোক গুলোর কথা চিন্তা করে যারা মুসলমান হয়েও ইসলাম ধর্মের সারকথা না বুঝে উল্টা পাল্টা মতামত পেষ করেন। আর আমরাও কতোবড় হতভাগা, মাকড়শার পেঁচানো জালের মতো কথা শুনে সহমত পোষন করতে দ্বিধাবোধ করিনা।আসলে আমরা যদি আমাদের অস্তিত্বটাই না জানি তাহলে আমাদের নিজেদেরকে পুর্নাঙ্গ মানুষ হিসাবে মনে করার ক্ষমতাটাই খুজে পাই কোথায়??আমরা ইসলামকেও ভালো ভাবে মানবোনা আবার যে মানবে তাকেও আমাদের কাছে নির্বোধ বা হতভাগা বলে মনে হবে, তাহলে সত্তিকার অর্থে ইসলামে আমাদের অস্তিত্বটা কোথায়??তারপরও আমরা কিভাবে মুসলমান বলে পরিচয় দিয়ে থাকি?তাহলে ওই অমুসলিমরা যারা ইসলামের বিরুদ্ধে সর্বদা নাক গলাতে সাচ্ছন্দবোধ করে তাদের আর নামধারী মুসলিমদের পার্থক্যটা থাকল কোথায়?? আর অল্প বুঝে আমরা যারা বেশি প্রকাশ করতে সাচ্ছ্ন্দবোধ করি তারাই নিজেদের পায়ে কুঠারাঘাত করি।একটা কথা কিন্তু সত্যি, নন্দলাল চুরি করেছে এটা যদি প্রতিবেশি আপনাকে বলে তাহলে যতটুকু বিশ্বাস করবেন তার চেয়ে অবশ্যই বেশি বিশ্বাস করবেন যদি কথাটি নন্দলালের ছেলের কাছ থেকে কোন উপায়ে শুনে থাকেন, এমনকি ছেলের কথাটি মিথ্যা হলেও আপনার ভিতরে একটি প্রভাব আসতে পারে যে ও করলে করতেও পারে।সবকথার শেষ কথা হচ্ছে, শুধু আমার বা আপনার মতামত ও পছন্দ-অপছন্দের উপর ভিত্তি করে কিন্তু ইসলাম ধর্মটা আল্লাহ আমাদের কাছে পাঠাননি বরং সমগ্র জাতি, বর্ণ্, গোষ্ঠী ও প্রত্যেকটি সমাজের চালচলনের উপর ভিত্তি করেই এটা আমাদের কাছে হযরত মোহাম্মাদ সা: এর মাধ্যমে সকল মানব গোষ্ঠীর জন্য দুনিয়াতে পাঠান। আপনি ভালোভাবে ইসলাম ধর্মের সার অনুধাবন করার চেষ্টা করুন তাহলে প্রত্যেকটি সময়উপযোগী সমাধান ইনশাআল্লাহ এখান থেকেই পাবেন।

অপরিচিত কোন একজন লোকের জন্য খোলা চিঠি….যাকে আমি কখনো চোখে দেখিনি…..

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

মেহেদী হাসান শীষ বলেছেন: ইনশা আল্লাহ

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

Jahirul Sarker বলেছেন: সহমত।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

মুক্ত সকাল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.