নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

just a simple soul.

মুক্ত সকাল

““জীবনটা কি গোলক ধাধা”” ??

মুক্ত সকাল › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা কিছু মাদকসেবীর চড়ম প্রাপ্তি।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

আমি একটি কবিতা লিখতে চাই,
যার প্রতিটি বর্ণে ফুটে উঠবে আমার দেখা কিছু মাদকসেবীর চড়ম প্রাপ্তি।
তা ভয়াবহ হলেও অদ্ভুত সত্য!!
কিন্তু কাকে দিয়ে শুরু করবো ঠিক ভেবে পাচ্ছিনা।
অবশেষে ঠিক করলাম এতো দূর খুজাখুজি করছি কেন?
আমি কে???
আমিইতো একজন মাদকাসক্ত।
শত চেষ্টার পরও আমার জীবন থেকে মাদক নামের অভিশাপটি চিরতরে মুছতে পাড়ছিনা।
আমাকে দিয়েইতো কবিতা হয়।।

আমার যুদ্ধের তলোয়ার প্রচন্ড ধারালো…
তবুও আমার মাদকসেবী রিপুকে কোন ভাবেই ঘায়েল করতে পারছিনা কেন??
হয়ত ঠিক তখন আমার যুদ্ধে বিজয় আসবে
যখন আমার কোন অস্তিত্বই থাকবেনা।।

আর কতো চেষ্টা বিফল হতে দেব
আমারতো প্রায় সবকিছুই হারিয়ে গেছে
না আছে সম্মান, না প্রাচুর্য
আমাকে আর কতোবার হারতে হবে
ঐ আত্নঘাতি মাদকের ছোবলে।
আর কতো অপমান, অবহেলা, সহ্য করার পর আমি ফিরবো…??

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: যতদিন আত্মবিশ্বাস থাকবে মনের মাঝে ফেরার অনুপ্রেরণা হারাবে না। সুসময় একদিন আসবেই, ভাল লাগা কবিতায়।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

মুক্ত সকাল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.