![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ গোটা পৃথীবিটা আমার বিপক্ষে
সজোরে হাত তালি দেয়।
হয়ত রাতের চাঁদটাও আমাকে
ঘৃণা করতে শুরু করেছে।
চারপাশের জড় পদার্থ গুলোও আজ আমায়
অবিরাম ধিক্কার দিয়ে যায়।
আমার নৈপুন্যে সৃষ্ট কতগুলো বানর
স্বার্থপরতার পরিচয় দিয়েও মুখ লুকোয়না।
শুনশান সোবার ঘরটাও আজ আমাকে
তৃপ্তিতে ঘুমোতে দিচ্ছেনা।
অতৃপ্ত সুরগুলো অঝড়ে পিরা দিয়ে
হারমোনিয়ামে বেসুরো রেওয়াজ করছে।
তবুও আমি দৃঢ় কন্ঠে বলি
যোদ্ধারা কখনো ময়দান থেকে পলায়ন করেনা।
বরং পালানোটা হচ্ছে তার সবার উপড়ে উঠার
এক নতুন,সর্বোত্তম ও অভিনব পন্থা।
©somewhere in net ltd.