![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্নঘাতি ভাগ্যটা আমায় প্রতিনিয়ত
সুখের চার ছক্কায় বাধা হয়ে দাঁড়ায়
প্রানপন দৌড়ে দু একটা রান যদিও নিতে চাই
তার ফল হয় রান আউট,
প্রতিবন্ধী বোলার গুলো বোল্ড আউট করেও
অট্ট হাসিতে মেতে উঠেনা
অগত্যায় বোল বেটের ছুয়াতে হিংসুটে দর্শক গুলো
উপহাসির সাইমুম ছুড়ে।
তারপরও সেঞ্চুরি করার আশায়
প্রতিবার হেরেও লজ্জা পাইনা
ভিতরের গুপ্ত অদ্ভুত শক্তিটার জন্যই হয়ত
আজ অকল্পনিও বেহাল অবস্থা।
ভাগ্যটাকে ভুলেও নির্মম বলিনা
কিন্তু নির্দয় বলাতে দোষও খুজে পাইনা
কেননা জীবন নামের বহুনির্বাচনী অংকে নিয়ম ভেংগে
তিনটি নির্বাচন করলেও চার নং হয় সঠীক।
উদ্ভট কপাল আমায় মনভুলে সুখী করলে
সুদ-আসলে ক্ষতি পূরণ নেয়
তাই বলে কি আমার শব্দ ভান্ডার থেকে
খেলা নামের শব্দটি মুছে দিব????
কখনোই না,,,,,,,
আমি জীবন যোদ্ধের সংগ্রামী যোদ্ধা
যোদ্ধ আমি করেই যাব,,,,,,,
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
মাহমুদা আক্তার সুমা বলেছেন: বাহ বাহ খুব ভাল যোদ্ধা!!
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
মুক্ত সকাল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক সুন্দর লিখেছেন। খুবই ভাল লাগল।