![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
,,,,,,,,,,,,,,,,,,,,আজ নেই মানা,,,,,
""""""""""""""জি,এম,মুজাহিদ বিল্লাহ
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ হারিয়ে যেতে নেই মানা
তোর হারিয়ে যেতে নেই মানা,
চল ছুটে চল সব কুলেতে
যা চেনা বা যা অজানা।
,
যা ছুটে তুই পল্লী পথে
সোনার কাদা গায়ে মেখে
ডোবার জলে কাটবি সাতার
হাসবি পাখির ডুব দেখে।
,
পথভুলে তুই যারে চলে
শিমুলতলীর মেঠু পথে
কলসি খাকে পল্লীবধু
সঙ্গ দিবে তরি সাথে।
,
খেজুর গাছের রসের হাড়ি
ঢিল মেরে তুই করবি ফুটা
জিভ দিয়ে তুই জল ফেলাবি
পাবি যখন তালের পিঠা।
,
অবাক হয়ে দেখবি বিলে
দস্যি মেয়ের নাও চালানি,
বৈঠা হাতে ছুটছে ধেয়ে,
উতাল পাতাল কল-কলানি।
,
জোৎস্না রাতে জোনাক পোকা
ধরতে গিয়ে হোচট খাবি,
ঝি ঝি পোকার কলরোলে,
অজান্তে তোর মন হারাবি।
,
ভেলায় ভাসে পল্লী মেয়ে
নাম না জানা ঢেওয়ের ভাজে,
পারবিনা তুই ডাক শুনে তার
থাকতে বসে ঘর মাঝে।
,
দেখবি মজা ঝরের দিনে
আম কুড়ানোর সুখ কতো,
ভিজবি অঝর ভাববিনা আর
শর্দি আসুক যতশত।
,
যারে মন যারে তুই
থামবিনা আর পিছহটে,
সব ভুলে তুই যা চলে মন
চল ছুটে মোর পল্লী তটে।।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''::১১-৬-১৬::
©somewhere in net ltd.