![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন একটা মানুষ চারপাশ থেকে কষ্টে ভারাক্রান্ত তখন প্রভু লাইফের ভারসাম্য ঠিক রাখার জন্য আশির্বাদ স্বরূপ তার কাছে কিছু বা কাউকে পাঠায়। তেমনি আমার বেলায় ও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। সৃষ্টিকর্তা আমার জন্য পাঠিয়েছেন মুক্তমনে, মুক্তকলমে ও মুক্তভাষায় জানা অজানা সবার সাথে দু:খ শেয়ার করার মতো সুযোগ, ঠিক যেন একটা মুক্ত নেশার গ্লাসের মতো যা শুধু অতি শোকে সাময়িক সান্তনা ও কাল্পনিক আনন্দ দিতে জানে, কিন্তু সুখের আধো আলো ছড়াতেও ব্যর্থ।আমি চাতকের মতো নীল আকাশ পানে অতৃপ্ত পিপাসায় পেয়াস মিটানোর প্রবল ইচ্ছায় অপেক্ষায় থাকি। আমার দিবাকর অনেক আশা দিয়ে উদিত হলেও সন্ধায় নিরাশার আধো ছায়ার তলিয়ে যায়। তৃষ্ণার্ত আমি সারারাত বহুদুর থেকে চুপিচৃপি মনভরে চাদের সৌন্দর দেখে আমার পেয়াস মিটাতে বিফল চেষ্টা চালাই।
আমি জানি আমার তৃষ্ণা সেই মিটাতে সক্ষম, যে একমাত্র নিরঙ্কুশ ক্ষমতার জনক।
...ওহে দেখনা এই পাগলটাকে কোন ভাবে ক্ষমা করা যায় কিনা???
“হয় ভালো একটা পথের সন্ধান দে, না হয় তোর কাছে তোলে নে..”
হয়ত একদিন বলেছিলাম আমি পারব, ঠিকঠাক মতো সবি মেনে তোর কাছে ফিরে আসতে পারব। কিন্তু তখন আমায় বার বার বলেছিলে- ভালো করে বুঝে নে, কারণ এখনি বুঝার চুড়ান্ত সময়। সবকিছুই মনে পরছে তাও পারছিনা।তোর পরীক্ষা নেওয়ার গোটা পদ্ধতিটা এতই কঠিন যে আমার পক্ষে পাশ করা কোন ভাবেই সম্ভব না, যদি তুই স্বপ্রনোতিদ হয়ে সাহায্য না করিস। আমৃত্যু বেদনার খাতা খুলবার পূর্বেই তোকে মন থেকে সেজদা করার সুযোগ দে...আমীন
©somewhere in net ltd.