নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

darkak

কাকরা সব কিছু দেখছে

কাকচক্ষু

কাকা সেই পাথি যে সবার আগে ঘুম থেকে উঠে আমাদের জানিয়ে দেয় । এখন জেগে ওঠার সময় হয়েছে।

কাকচক্ষু › বিস্তারিত পোস্টঃ

রবি ফোনের প্রতারক চক্র থেকে সাবধান

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১



এই মাত্র ০১৮৫১৫১৩০০০ থেকে এক প্রতারক আমাকে ফোন করে বলেছে আমি নাকি ১৫ লাখ টাকার প্রাইজ জিতেছি !!! তারপর ভুং ভাং বলে বললো এই অভার পাবার জন্য আপনাকে দিতে হবে ১৫% !!! আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় । প্রতারক বলল তাহলে আপনি কত টাকা দিতে পারবেন। আরেকটি মজার বিষয় হলো প্রতারক কল করে রিকোয়েস্ট করেছে আমি যেন এই কথাটা কাউকে না বলি বিশাল টাকার ব্যাপার তো !!!! দেখুন কিভাবে ব্যাটা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে।

ও প্রতারক ছেলেটা বেশ চাল্লু কথা বার্তায় তার একটা কথা হচ্ছে কোম্পানীর উপর বিশ্বাস রাখুন আপনাদের সেবাই রবি আপনাদের পাশে আছ!!!!

বন্ধুরা সাবধান এই সব প্রতারক থেকে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

চিমা মস্তকে হুল হুল বলেছেন: তাই নাকি??

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

কাকচক্ষু বলেছেন: জ্বি ভাই । হারামজাদা রবির নাম খারাপ করতাছে।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

সাদা রং- বলেছেন: প্রতারকটা মনে হয় নতুন, মানুষ এখন আর এত বোকা নাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

কাকচক্ষু বলেছেন: তারপরও যদি লাইগা যায়।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

পথহারা সৈকত বলেছেন: কা............কা.................কা..................কা........

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

কাকচক্ষু বলেছেন: আবার জিগায়।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

bangal manus বলেছেন: হা হা হা

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

জননেতা বলেছেন: ভাই এটা অনেক পুরান ঘটনা। আমারেও একবার ফোন দিসিল। কই আমি নাকি ১ লক্ষ টাকা পুরস্কার পাইসি। পুরস্কার পাইতে ৩০০০ টাকা ফ্লাক্সি করতে। আমি কইলাম ভাই আপনেরে ৩০০০ টাকা ফ্লেক্সি করতে পারুম না। বরং আপনি আমার পক্ষ থাকে করে দান। পুরস্কার এত টাকা থাকে আপ্নে ১০০০০ টাকা কেটে রাইখেন। এর পর আর আমারে ফোন দেই নাই।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

অনা-বিল বলেছেন: ০১৯২২২২২১৪৫

কিছু দিন আগে এই নাম্বার থেকে কল করে আমার এক বন্ধুকে ফাঁদে ফেলতে চেয়েছিলো । বন্ধুতো পুরা কাইত !
বিষয়টা আমাকে জানালে পরে আমি কল দিয়ে জিজ্ঞাসা করি , আপনারা মানুষের সাথে প্রতারণা করেন কেন ?
উত্তর আসে , তাতে আপনার কী ?
এখন আর আমার কল রিসিভ করে না । নাম্বারটা অনেক সুন্দর !
ভাবছি পুলিশকে জানিয়ে কিছু একটা করা যায় কিনা । কেউ পারলে সহযোগিতা কইরেন ।
,
,
,
প্রতারকটি একজন মহিলা , কেউ চাইলে কথা বলে দেখতে পারেন আশা করি খালাপ লাগবে না ।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

ইন্সিত বলেছেন: ০১৯২২২২২১৪৫ - নাম্বারে কল দিছিলাম, রিসিভ করেনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.