নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি তোমায়..........

এই আমি রবীন

পরে লেইক্খম![URL

এই আমি রবীন › বিস্তারিত পোস্টঃ

দিনাজপুরের কেউ আছেন? নিচের নিউজ টুকু কপি-পেষ্ট, কতটুকু সত্য জানা থাকলে কেউ জানাবনে! (কিউরিয়াস মাইন্ড)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

দিনাজপুরে শহীদ মতিয়ার রহমানের জানাযা-দাফনে জনতার ঢল



জানাযা শেষে শহীদ মতিয়ার রহমান মতির দাফন চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।



সকাল থেকেই জানাযায় শরীক হতে দূর-দূরান্ত থেকে মানুষের ঢল নামে নশরতপুর ফকিরপাড়া হাফেজিয়া মাদরাসা অভিমুখে। সাড়ে ৯টা নাগাদ তিল ধারণের জায়গা ছিল না মাদরাসা মাঠে। কোন জানাযায় এতো লোক ওই এলাকার মানুষ আর কখনও দেখেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। সকাল সাড়ে ১০টায় জানাযা শুরু হয়। শেষে নিহত মতিয়ারের বাবা আব্দুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে চিরিরবন্দরের রাণীরবন্দর ও নশরতপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে গুলীবিদ্ধ হয়ে নিহত হয় মতিয়ার রহমান মতি। গুলীবিদ্ধ হয়ে আহত হওয়ার পর পুলিশ তাকে আটক করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। কিন্তু পথিমধ্যেই মতি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর পুলিশের দায়িত্বহীনতার কারণে গত সোমবার দুপুর পর্যন্ত মতির লাশ দিনাজপুর থেকে বহন করা এ্যাম্বুলেন্সেই পড়ে ছিল। মৃত্যু সংবাদ পেয়ে মতির বাবা আব্দুর রহমানসহ পরিবারের লোকজন ঢাকায় গিয়ে লাশ নিয়ে গতকাল মঙ্গলবার ভোরে দিনাজপুরে পৌঁছায়। এদিকে নিহতের বড় ভাই খোদা বক্স দিনাজপুর জেল হাজতে থাকায় দাফন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। যে রাতে মতিয়ারকে গুলী করে পুলিশ হত্যা করে, সে রাতেই বড় ভাই ডা. খোদা বক্সকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে নেয়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

এই আমি রবীন বলেছেন: কিরে ভাই, ব্লগে কি দিনাজপুরের কেউ নেই, যে সংবাদের সত্যতা জানাতে পারবে ?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

চলতি নিয়ম বলেছেন: চোর ডাকাত খুনি ধর্ষক রাজাকার.......... সব মরলেই শহীদ হয় নাকি ?

শহীদের সংজ্ঞা কি ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১

এই আমি রবীন বলেছেন: না, হয়না। সেটা সেইসব আলেমদের কে বোঝাবে ?
ওরাতো পারলে ওকে ্ওর আব্বার আব্বা বানিয়ে ছাড়ে !!!

আমি কিউরিয়াস ছিলাম আসলেই ওরা কতঠুকু সত্য নিউজ ছাপে তা দেখার জন্য।

মন্তব্য করার জন্য অনেক, অনেক ধন্যবাদ, চলতি নিয়ম!

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

প্রামানিক বলেছেন: মতির অপরাধটা কি?

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

এই আমি রবীন বলেছেন: এখন মনে নেই প্রামানিক ভাই! ওইটা ওই সময় টক অবদা টাউন/সিটি / নিউজ ছিল! ধন্যবাদ আপনার আগ্রহের জন্য।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:



মানুষের বর্তমান সমস্যা ও সমাধান নিয়ে লিখার শুরু করুন।

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

এই আমি রবীন বলেছেন: স্বাগতম আমার ব্লগে ।
মতি-গতি ঠিক থাকলে লিখতে পারি হয়তো। এখনো বাংলা টাইপে আমার ঝামেলা হয়।
ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.