![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ সৃষ্টির সেরা জীব।
কেন?
মানুষ কি জোরে দৌড়াতে পারে ? আকাশে উড়তে পারে ?
উভচরের মত পানিতে থাকতে পারে?
না, না, না?
: আরে মানুষ জোরে দৌড়াতে পারে না, কিন্তু ধ্রুত গতির বাহন বানিয়েছে, (গাড়ি)
-তুমি বানিয়েছ ?
: না, কিন্তু মানুষ বানিয়েছে, আমরা ব্যবহার করছি । এইখানে প্রকৃতির সবাইকে টেক্কা দিয়ে আমরা এগিয়ে গেছি।
: মানুষ জোরে উড়তে পারে না, কিন্তু উড়ুজাহাজ বানিয়েছে।
-তুমি বানিয়েছ ?
: না, কিন্তু মানুষ বানিয়েছে, আমরা ব্যবহার করছি । আমরা এমন এমন মহাকাশ যান পর্যন্ত বানিয়েছি যা যা আকাশ অন্য গ্রহ পর্যন্ত যেতে পারে।
এমনতরো ডট....... ডট..... ডট... ক্যচাল চলছেই.....
ছবি: গুগল
ক্যাচাল কখনো একমুখী থাকে না, মুখ বদলায়.......
: ২য় বিশ্বযুদ্ধে কয়কে কোটি মানুষ মারা গেছে শুধু ২য় বিশ্ব যুদ্ধের কারণে
- আরে ওইতো হিটলারের হালার পুতের কারণে ,
: ৭১ সালে ৩০ লক্ষ বাংগালী মারা গেছে....
- ওই শালা হারামী পাকিদের জন্য
: প্রতি মাসে কোথা না কোথাও আত্মঘাতী হামলায়, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে শখানিক লোক মারা যাচ্ছে।
- হ্যা, হ্যা, ওই সব উগ্রবাদী জঙ্গীদের জন্য।
বদমাশ গুলু আর মানুষ হল না।
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫১
এই আমি রবীন বলেছেন: @বিজন রয়,
ধন্যবাদ দিয়ে আপনার হাসির মাত্রা কমাবনা। ;-)
নির্বুদ্ধিতার প্রমাণ নিন:
১. মানুষ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে, কোন ইদুর কে আমি এই পর্যন্ত লাফিয়ে মরতে দেখিনি ।
২. একজন বুদ্ধিমান দেওয়ান বাগীর পিছে কয়েক হাজার নির্বোধ মানুষ।
৩. একজন বুদ্ধিমান বিল গেটসের কাছে কয়েক টি দেশের ধনের সমপরিমান ধন।
..........
আপনার কমেন্টস পেয়ে ভাল লাগল। ভাল থাকবেন।
২| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: হা হা হা .........
আবার হাসালেন।
ইদুর বোকা তাই সে চিরদিন একই কাজ একভাবে করে। যে বা যারা একই কাজ একভাবে করে তাদের দ্বারা কোন পরিবর্তন সাধিত হয় না, তাদের দিয়ে কোন উন্নয়ন হয়না।
তবে ওই দেওয়ানবাগী আর অন্য বদমাশগুলো ইদুরের থেকেও নিন্মমানের, তাই তারা নিজের ভাইকে নিজেই মারে।
হা হা হা .........
কথা হবে আরো।
৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪
এই আমি রবীন বলেছেন: আপনি হয়তো রসিক লোক, সবখান থেকেই রস নিতে জানেন।
মানুষ অতি মাত্রায় স্বার্থপর, যখন সুবিধা হয় - আমাদের সভ্যতা, আমাদের পৃথিবি, আমাদের দেশ, আমাদের গ্রাম..........
কিন্তু একটু বদনাম হওয়ার ভয় থাকলেই - ওটা আম্রিকায় হয়, আমাদের দেশে হয় না / আমাদের জেলায় না / আমাদের গ্রামের হলেও দুরে থাকে / আরে ঐবাড়ীতে আমরা যাই নাকি .......
আপনাকে পড়ন্ত দুপুরের শুভেচ্ছা।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
শিক্ষাহীন মানুষ বুদ্ধিমান নন; বরং সমাজের জন্য বোঝা; সমাজ এ ধরণের বোঝা তৈরি করছে, এবং বোঝা টানছে, কারণ সমাজ ভাবছে, তাকে কম দিয়ে নিজের ভাগ বাড়াতে; এতে বিশ্বে ভয়ংকর অশান্তি বিরাজ করছে।
৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪
এই আমি রবীন বলেছেন: প্রায় ২বছর পর একটা পোষ্ট দিলাম যা আসলেই ক্যাচালময়।
মানুষ শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করেছে যা অস্বীকার করা যাবে না কোন মতে । তবে তা কারো একক কোন জ্ঞান নয়, সমষ্ঠিগত জ্ঞান এবং শত শত বছরের অভিজ্ঞতার সমন্বয়ে।
শিক্ষাহীন মানুষ বুদ্ধিমান নন? একজন অ্ল্পশিক্ষিত শিল্পপতি বা ব্যবসায়ীর অনেক অনেক ডিগ্রীধারী দাস (চাকর, উচ্চমানের চাকর/চাকুরী) থাকে । ক্যামনে কি ?
এবং শুন্য থেকেও অনেকে কোটিপতি, শিল্পপতি হয়।
আপনাকে ধন্যবাদ, চাঁদগাজী ভাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০১
বিজন রয় বলেছেন: হা হা হা ..........
মানুষের বুদ্ধি আছে, তাই সেরা জীব।
রবীনবাবু শুভকামনা।