নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি তোমায়..........

এই আমি রবীন

পরে লেইক্খম![URL

এই আমি রবীন › বিস্তারিত পোস্টঃ

অসম্পূর্ন ক্যানভাস। (উৎসর্গ: বিজন রয়)

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

মধ্য দুপুরে কিছু তরুণ বৃক্ষতলে জমিয়েছে আসর
মাঝে মাঝে হুল্লুড়, কারো উচ্চ স্বর।

পাশে গ্রামীণ মেঠো পথ, পথিকের আনাগোনা
কদাপি ঠেলা গাড়ি ঠেলে নেয় প্রৌঢ় ও পোনা,


ছবি: গুগল

আর ধারে ব্যাস্ত পুকুর, গৃহিনীর আয়োজন
মধ্য পুকুরে বালকেরা তোলে আলোড়ণ।

গগণে নীলাকাশ, জমিনে ইতি উতি সবুজ,
ক্যানভাসের ছবিটার আগে রঙের ডিব্বা ফুড়ুৎ।


উৎসর্গ: বিজন রয়

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

বিজন রয় বলেছেন: হঠাৎ আমাকে??
অনেকদিন পর আমাকে নিয়ে কেউ লিখলেন!!!

থাকল আমার প্রিয়তে।

আবার আসবো........... কথা বলতে............

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

এই আমি রবীন বলেছেন: অনেকেই লিখে, সম্পুর্ন করতে পারে না তাই পোষ্টায় না।

আমিও সম্পূর্ন করতে পারি নাই, তবু "অসম্পূর্ন ক্যানভাস"ই তুলে দিলাম। ;-) হা হা হা.........

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

বিজন রয় বলেছেন: কৃতজ্ঞ আর শুভকামনা।

পরে কথা হবে.....

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

এই আমি রবীন বলেছেন: আজ আমিও মহা বিজি, পরে কথ হবে । ধন্য..............বাদ।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

এই আমি রবীন বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম, শাহরিয়ার কবীর ভাই!
জেনে ভাল লাগল।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২২

কথাকথিকেথিকথন বলেছেন: উৎসর্গের ব্যাপারটা সবসময় মধুর । সুন্দর কবিতা ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

এই আমি রবীন বলেছেন: আপনি যখন আইডি খুলেন, তখন কার সাথে ঝগড়া ছিল?
নাকি কেউ বাইক্কা টাকা নিয়ে পালাইছিল যে আপনাকে এমন খটমট নাম রাখতে হল?

আপনাকে স্বাগতম আমার ব্লগ বাড়ীতে।
জেনে খুশি হলাম।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: শুভ সকাল। কেমন আছেন?

কি আর বলি......
আমাকে উৎসর্গ নিয়ে আমি কিছু ভেবে পাইনি।
যদিও এমন কিছু পাওয়া সৌভাগ্যের এবং সবসময়ের জন্য তৃপ্তির।

আপনাকে হৃদয় থেকে অসংখ্য, অজস্র ধন্যবাদ।

কথাকথিকেথিকথন বলেছেন: উৎসর্গের ব্যাপারটা সবসময় মধুর ।
আসলেই তাই।

কবিতা নিয়ে আর কি বলি, অন্যেরা নিশ্চয়ই বলবেন।
শুধু বলি আপনার ভিতর সুন্দর একজন মানুষ বাস করে, তাকে সবসময় এভাবেই প্রকাশিত করবেন।

আপনি পুরানো ব্লগার।
ব্লগে নিয়মিত থাকুন।

ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইল।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

এই আমি রবীন বলেছেন: মহাদেব সাহার একটা কবিতার লাইন গাঁথা হয়ে আছে:
"ক্লাসের শেষ বেঞ্চে বসেও মনে হয়, এখানে বসার যোগ্য নই আমি"

তবু আপনার শুভকামনায় আশান্বিত হই, হয়তো আসব মাঝে মাঝে।
আপনিও ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.