নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি তোমায়..........

এই আমি রবীন

পরে লেইক্খম![URL

এই আমি রবীন › বিস্তারিত পোস্টঃ

পিজ্জা শিকার! (উৎসর্গ: অপ্‌সরা)

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৪



পিজ্জা নাকি বড়লোকের খাবার,
স্যুট-বুট পরে যেতে হয়,
বন্ধুরা বল্ল, দোস্ত, খাওয়াবি না কি একবার?
পিৎজা হাটে। বিশাল নাকি কারবার!



ছবি: গুগল

বন্ধুদের বললাম, সে এর এমন কি ?
তোদের জন্য জান কোরবান,
পিজ্জা আর এমন কি?
আমার কিনা দয়ার শরীর, মহৎ প্রাণ।

মাসের প্রথম দিকে হয়তো,
পকেটে টিউশনির টাকা
"বন্ধুরা আগামী ছুটির দিনেই চল,
কেন অপেক্ষায় থাকা?"

সেদিন চার তরুণ টেক্সি হাকিয়ে
পৌছালাম পিৎজা হাট
সবার ভিতরে উচ্ছ্বাস,
আমি বিনা বাকী সবাই ফিট-ফাট।

বেশ চলছে বুঝি, ভিতরে হাউজফুল,
বাহিরেও কেউ কেউ দাঁড়ান,
সহাস্যে সবিনয়ে অভ্যর্থনাকারী বল্ল,
-স্যার, প্লিজ, 'ওয়েটান'।

ভিতরে যবে ঢুকি মুগ্ধ হয় প্রাণ,
সবকিছুতেই আভিজাত্য, সাজানো গোছান।
আরাম কেদারায় বসে হেসে লুটোপুটি
মেনু আতে ওয়েটার আসে গুটি গুটি (পায়ে)।

দাম ছিল জানা, ছিলনা ভাবনা।
কে জানত বন্ধুরা ছিল 'লাক্ষস' ছানা।
এটা ওটা জিজ্ঞাসিয়া, হাকে
ফ্যামিলি সাইজ দু'খানা!

সুদৃশ্য নয়নাভিরাম মনোহর পরিবেশন
মো মো গন্ধে তার অর্ধ ভোজন।
কাটা পিজ্জা টেনে তুলি লাগে আকর্ষণ
মুখে দিল কী যে স্বাদ, আহা, পূর্ন সন্তোষণ!

ফ্রি ফ্রি নাহি পেলাম এক গ্লাস জল,
বেয়ারা আনে দামি কফি, পানির বোতল,
বিল দেখে হিসেব কষে পাই মনোবল
ওয়েটারে বখশিশ দিনু যাকিছু সম্বল।

উৎসর্গ: অপ্‌সরা

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

অপ্‌সরা বলেছেন: দাম ছিল জানা, ছিলনা ভাবনা।
কে জানত বন্ধুরা ছিল 'লাক্ষস'


হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহা


তাইই তো বলি ভায়া
নো মোর পিজ্জা হাট
আমা মত বানাও তা
কুইকলি ঝটপট!!!!!!!!!!

দশখানা বানাবে যে
দুইখানা দামে
শিখে নাও মোর কাছে
লাগবে যে কামে।

দিয়ে দিসি রেসিপিটা
বলে দিসি ইতিহাস
ডাকো যত ভাই ব্রেদো
খেয়ে হোক হাসফাস!!!!!!!

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

এই আমি রবীন বলেছেন: পেয়েছিনু পিজ্জা রেসিপি
তাই খুলিনু স্মৃতি ঝাপি,
লিখিনু সর্গ পর সর্গ
করিনু তব উৎসর্গ।

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

এই আমি রবীন বলেছেন: আপুনি, সরি।
ভুলে মিসটেক হয়ে গেছে ।
সামান্য একটু সংশোধন করলাম:

" দাম ছিল জানা, ছিলনা ভাবনা।
কে জানত বন্ধুরা ছিল 'লাক্ষস' ছানা।"

২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

অপ্‌সরা বলেছেন: ভাইয়া প্রিয়তে রেখে দিলাম তোমার এই মহা কাব্যখানি!!!!!!!!!!

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

এই আমি রবীন বলেছেন: ধন্য হনু।
আবারও চউক্ষে পানি এসে গেল। :((
মনে হয় এবার ডাক্তার দেখাতেই হবে ।

(রাশি রাশি ধন্যবাদ।)

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

অপ্‌সরা বলেছেন: হা হা

ওকে ওকে আর তুমি ছিলে দাম নিয়ে কানা

তাইনা !!!!!!!!!!!!!!!!
হাহাহাহাহাহাহাহা

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

এই আমি রবীন বলেছেন: আহ্ হা, তা না,
ভেবে ছিলাম ১ খানা।
দুষ্টু বালক, ফুসলিয়ে
অর্ডার করিল দু'খানা।

( :P :D )

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

অপ্‌সরা বলেছেন: ২৪০০+ হাহাহাহাহাহাহা

আহারে ভাইয়াটা!!!!!!!

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

এই আমি রবীন বলেছেন: 'বুঝবে সে কিসে
কি যাতনা বিষে ...'

থ্যাংকস 'এক' লট।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

অপ্‌সরা বলেছেন: ভাইয়া এরপর আমার রেসিপি দেখে দেখে নিজেই বানাও নিজেই দাওয়াৎ দাও।

নো মোর পিজ্জা হাট বাজার খেত!!!!!!!!!!!!

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

এই আমি রবীন বলেছেন: "নো মোর পিজ্জা হাট বাজার খেত!!"
সিওর, সিওর! মিষ্টি কর্ণ কিন্তে
এ সপ্তায় যাব নীলক্ষেত!

(বাইদা ওয়ে, আপনার পিজ্জা (রেসিপি ) তো দেখি হট কেক হইয়া গেল!)

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

অপ্‌সরা বলেছেন: নীলক্ষেতের মিষ্টি কর্ণে হবে না কিন্তু!!!!!!


আমার মান সন্মান ডুবাইওনা ভাইয়ু!!!!!

এই কর্ন আবার লিকুইডে ভিজানো থাকে তাই নরম থাকে নীলক্ষেটের কর্ণ দিয়ে পিজ্জা বানিয়ে দাঁত ভেঙ্গে ফেললে আমার দোষ নাই!!!!!!


আর আমার পিজ্জা হটকেক আমিই বানাতে পারি তো!!!!!!!!!!

ইভেন মাটির ঢেলা দিয়ে কেমনে হটকেক বানায় আমি সেটাও দেখাতে পারি ভাইয়া!!!!!!

শিখবে??????? :)

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

এই আমি রবীন বলেছেন: রিপ্লাই নিচে পড়ে গেল।
নো প্রবলেম। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

এই আমি রবীন বলেছেন: "এই কর্ন আবার লিকুইডে ভিজানো থাকে তাই নরম থাকে নীলক্ষেটের কর্ণ দিয়ে পিজ্জা বানিয়ে দাঁত ভেঙ্গে ফেললে আমার দোষ নাই!!!!!!"
আমার তো আক্কেল-বেআক্কেল সব একসাথে গুড়ুম!

ভাইয়ারে ফ্রি ফ্রি শিখাইয়া যদি নিজের হাত মকসো করবার চাও, ওক্কে টাইম ইজ নো প্রবলেম। টাকা লাগে দেবে গৌড়ী সেন।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

অপ্‌সরা বলেছেন: গৌরী সেন কি তোমার শ্বাশুড়ি ভাইয়া? :)

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

এই আমি রবীন বলেছেন: গৌরী নয়গো গৌড়ী,
শ্বশুড়, নয়গো শ্বাশুড়ি,
যদি নাও গৌরী'র নাম
রাইগা যাইব শা'রুক খান।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: এক পিৎজাতেই ফতুর......এমন পিৎজা খামুনা

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

এই আমি রবীন বলেছেন: কবি বলেছেন - "ঋণ করে ঘি খাও"।

শুভ সকাল ভাই সাদা মনের মানুষ !

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ঋণ তো কেউ দিতে চায় না :(

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

এই আমি রবীন বলেছেন: এইডা কি কইলেন ভাই। অক্ষুনে ব্যাংক একাউন্ট খুলেন। প্রাইভেট ব্যাংকে।
তারপর সকাল - বিকাল তিন বার সুললিত কন্ঠের ফোন পাবেন, -" স্যার আমরা সবচে কম রেটে ......"

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

নীলসায়র বলেছেন: হে হে আমিও পিজা খাই। গরম ঘি, চিনি আর হাতরুটি দিয়া ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

এই আমি রবীন বলেছেন: আপনে এমন একটি 'টিরিকস' এত্তদিন পরে প্রকাশ করলেন? জানেন, এই পলিসির অভাবে কত তরুণ-যুবা অসময়ে কপর্দক শুন্য হল!

শুভ সকাল, শুভ কামনা নীলসায়র ।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ব্যাংক একাউন্ট নাই, তয় ফেজবুক একাউন্ট আছে, দেখেন তো ভাই কিছু ব্যবস্থা হয় কিনা :-B

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

এই আমি রবীন বলেছেন: আপনি তো দেখি সময়ের চে' ৫০ বছর আগায়ে আছেন।
ওয়েটান। ব্যাংক গুলারে আপডেট হইবার দেন।
পেপাল একাউন্টে কাজ হলে ফেজবুক একাউন্টেও হইবেক।
ওয়েটান, ভাই ওয়েটান।

(সরেস মন্তব্য, ভাবনায় ফেলে দিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে । )

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

নীলসায়র বলেছেন: আমার তো টিরিকসের শেষ নাই ভাই। সব্জি, মাংস, কিমা সব দিয়াই আমি বানাইতে পারবো বাংলাদেশী পিজ্জা। এই সব অপসংস্কৃতির মাঝে আমি নাই বুইঝলেন? ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

এই আমি রবীন বলেছেন: ভাই বুকে আয়েন, জরাই ধরি ।
রেডি মেইড খাবার সব্বাই খাইবার পারে, তয় নষ্টু দুধরে কয়জনে দই বানাইয়া খাইবার পারে।
আপনার সেই গুন আছে।

আপনার লিকার টি তোলা রইল, সময়/সুযোগ হলে চেয়ে নেবেন।
ধন্যবাদ আপনাকে।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০০

সাদা মনের মানুষ বলেছেন: বয়স ৪৬, অথচ আগায়া গেলাম ৫০ বছর.......আমি অনেক আপগ্রেট হইয়া গেলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১২

এই আমি রবীন বলেছেন: বাজী রেখে বলছি, সব্বাই বলবে ২৬!
সাথে সৌখিন ফটোগ্রাফার, হাতে ক্যামেরা!
উপুযক্ত ব্যাচলর।

আপনিও বলবেন, ছুটি ছাটা , ঘুমের সময় মোট সময় থেকে বাদ দেন, দেখবেন পার্ফেক্ট ২৬!

( নজর না লাগে !)

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ছুটি ছাটা , ঘুমের সময় মোট সময় থেকে বাদ দেন, দেখবেন পার্ফেক্ট ২৬!........দারুণ হিসাব, আমার তো মনে হয় আরো কম হবে :)

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

এই আমি রবীন বলেছেন: ভাই পিলিজ লাগে, আর কমায়েন না। নয়তো কেউ ক্যামরা কাইড়া লইয়া স্কুলে ভর্তি করাই দিব। ;-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.