নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখি তোমায়..........

এই আমি রবীন

পরে লেইক্খম![URL

এই আমি রবীন › বিস্তারিত পোস্টঃ

৬ বছর ৬ মাসে আমার ১৫০ তম পোষ্ট : ক্যামনে পার? (উৎসর্গ: সাদা মনের মানুষ )

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮



ছবি: গুগল

এইযে একখান পোষ্ট দিলা,
তেষট্টি কমেন্টস রিপ্লাই দিলা
আমার পোষ্টেও লেইখা গেলা
ক্যামনে পার, ক্যামনে পার?

সামুতে যখন বাংলা লিখি
চারটা লিখে তিনটা 'ব্যাক' চাপি
তখন শুধু লিখি আর ভাবি
ক্যামনে পার, তুমি ক্যামনে পার?

সামুর পাতায় ছবি দেয়া,লিংক দেয়া,
হাবি জাবি চেক করা.....
তারচে, ভাল তুমি বল,
এত্তকিছু তুমি ক্যামনে পার?

উৎসর্গ: সাদা মনের মানুষ



ছবি: গুগল

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮

নীলসায়র বলেছেন: হে হে দারুন বলছেন। সাদা মনের মানুষ শুভকামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

এই আমি রবীন বলেছেন: উনার পরিসংখান একবার দেখুন:


মারহাবা, মারহাবা!

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২

প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষ গেল কই?

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

এই আমি রবীন বলেছেন: হই হই রই রই........
প্রামানিক বলেছেন: "সাদা মনের মানুষ গেল কই?"

আছে, অক্ষুনি আয়া পড়ব। এট্টু আগেও ফটো তুলতে দেখছি উনারে। ;-)

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

নীলসায়র বলেছেন: মারহাবা মারহাবা মারহাবা।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

এই আমি রবীন বলেছেন: ভাই স্লোগান ভাল হইছে । লন সিঙ্গারা খান:


৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাদা মনের মানুষকে অভিনন্দন। সেই সাথে গুনী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই আমি রবীনকে ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

এই আমি রবীন বলেছেন: স্যার, আপনাকে আমার ব্লগ বাড়ীতে স্বাগতম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আমার নামের সাথে কিন্তু কামের মিল খুইজা পাইবেন না........তয় রবীন ভাইরে শুভেচ্ছা

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

এই আমি রবীন বলেছেন: ঠিকই কইছেন, কোন মিল নাই।
নাম রাখছেন সাদা মাগার কাম কাজ সবই রঙ্গীলা, মন্তব্য সরস!
আপনার শুভেচ্ছা সাদরে গৃহীত হইল!

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার। স্কেচটাও এবং কথাগুলো খুব সুন্দর।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

এই আমি রবীন বলেছেন: হ্যাঁ, সাদা মনের মানুষটাও চমৎকার!
ওহ, হয়তো বলি নাই, স্কেচটা আমার মামার। গুগল মামা!

আমার ব্লগ বাড়ীতে স্বাগতম।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

ধ্রুবক আলো বলেছেন: এতো কিছু পারে কারন লেখালেখির প্রতি একটা ভালো আছে....
আপনার জন্য শুভ কামনা রইলো

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

এই আমি রবীন বলেছেন: @ধ্রুবক আলো
ঠিক ধরেছেন। ওনার পুষ্ট গুলোও মান সম্মত।

আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছ।!

প্রোপিকের কিউট, মিষ্টি বেবী টা কার? আপনার, না গুগল মামার?

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
কামাল ভাইয়ের জন্য দোয়া রইলো, ওনার র্দীর্ঘ আয়ু কামনা করছি।
সত্যি ভাই, ওনি একজন সাদা মনের মানুষ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

এই আমি রবীন বলেছেন: ধন্যবাদ, শাহরিয়ার কবীর ভাই।

ঘটনা কি আসলেই সত্য, ওনার আমলে বার্জার রংয়ের ডিব্বা বাইর হয় নাই। তাই ওনার মন পেইন্ট করাইতে পারে নাই।
আফচুস।

আপনার জন্য একরাশ শুভকামনা।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা

আমার মনে রঙ লেগেছে ঝিলিক ছড়ায় পূর্ণিমা। B-)

পূর্ণিমা আফা দেখা পায় নাই, মনে হয় । B-) ;) =p~

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

এই আমি রবীন বলেছেন: পূর্ণিমা আফা দেখে নাই মানে ? এইতো সেদিন পূর্ণিমা আফারে লইয়া বিরাট গ্যাঞ্জাম।

পেপারে, রেডিও, টিভিতে শিরোনাম,
টক্ শোতে বক্তা ঝড়ায় ঘাম।
রাস্তায় যানজটে ব্যাস্ত ট্রাফিক,
খুব কাছে পুর্ণিমা এসে হাসে ফিক!

শাহরিয়ার কবীর চিনলেন তো পূর্ণিমা আফারে !

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: প্রোপিকের মিষ্টি মেয়ে টা আমার এক কাজিনের মেয়ে....

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০২

এই আমি রবীন বলেছেন: ওয়া! এই মেয়ের বিয়ার ঘটকালি আমিই করুম ! আপনি না কইরেন না।
আমার ভাইগ্নাটা বড় হইয়া লউক।

(মিষ্টি মেয়ের জন্য অনেক অনেক আদর! )

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
সেদিন পূর্ণিমার জন্য সাদা ভাই পোষ্ট দিয়েছিল। আকাশে বড় পূর্ণিমা ছিল ভাই ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

এই আমি রবীন বলেছেন: দেখলেনতো পূর্ণিমা আফার জন্য সাদা ভাইয়ের ভাব কত!
আমরা বড় পূর্ণিমা, মেজ পূর্ণিমা, ছোট পূর্ণিমা রে শুধু দূর হতে.......
.....
...............ভালা পাই।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: ১৫০ তম পোস্টে জন্য অভিনন্দন !! অভিনন্দন !!

আরো দীর্ঘ হোক ব্লগিং পথ চলা .................... !:#P

লিখেছেন কিন্তু ভালো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১২

এই আমি রবীন বলেছেন: প্রথম অভিনন্দনের জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা।
আনন্দের সাথে গ্রহণ করলাম।

ধন্যাবদ। দোয়াই কাম্য।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:




দেখা যাচ্ছে, আপনি খুবই একটিভ ব্লগার, দীর্ঘ সময় ব্লগে আছেন; ব্লগিং তরুণদের চিন্তায় কেমন প্রভাব ফেলছে?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২০

এই আমি রবীন বলেছেন: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ @চাঁদগাজী ভাই।

“ব্লগিং তরুণদের চিন্তায় কেমন প্রভাব ফেলছে?”
ভাবনায় ফেলে দিলেন।

অনেকে তালগাছের গোঁড়ায় টাইলস বাঁধিয়ে বিচারে আসে।
স্রোতের প্রতিকূলে লেখা দিয়ে সেটা ডিফেন্ট করার মত ব্লগার এখন কম।
এখন ব্লগে কবিতার আধিক্য লক্ষ্য করা যাচ্ছে, তাও প্রেম-বিরহের চিরন্তণ ছকে।
অনেকে নিজের নিজের মত তুলে ধরছে, ভাবছে। এটা (সেই ভাবনা) একটা প্রজন্মের প্লাটফর্ম/ভিত্তি হিসেবে কাজ করবে, এটাই আমার স্বস্তির জায়গা।
(একান্তই আমার নিজ মত)

ভাল থাকবেন, আপনার পোষ্টের প্রতি আমার নজর থাকে।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

ডঃ এম এ আলী বলেছেন:
খুবই খুশীর সংবাদ, ১৫০ তম পোষ্ট এর অভিনন্দন , রইল ফুলেল শুভেচ্ছা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

এই আমি রবীন বলেছেন: আহা ভাই, মনটা মাতিয়ে দিলেন।
এতদিন কই ছিলেন?

শুভকামনা ও আপনার সু-স্বাস্থ্য প্রার্থণা করছি।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: দুই জনরেই ফুলেল শুভেচ্ছা
দুই জনরেই ফুলেল শুভেচ্ছা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৫

এই আমি রবীন বলেছেন: প্রামানিক ভাই, ধন্যাবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
আমি বাইছা বাইছা ফুলগুলু নিয়ে "সাদা মনের মানুষকে" টবগুলু ধরাই দিব। ;) বলব, আপনার নিত্য উপহার।

ভাল থাকবেন।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, ছিলেম অাশে পাশেই দেখা হয় নাই চক্ষু মেলিয়া :)
ভাল থাকার শুভ কামনা রইল ।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

এই আমি রবীন বলেছেন: :) :D :D

আপনাকেও ধন্যাবদ। খুশী হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.