![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পাকিস্তানে আবুধাবির যুবরাজের গাড়ি বহরে হামলা"
পাকিস্তানের বেলুচিস্তানের আবুধাবির যুবরাজের গাড়িবহরে হামলা চালিয়েছে সন্দেহভাজন বিদ্রোহীরা। যুবরাজ শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বে একটি দল সেখানে পাখি শিকারে গিয়েছিল।
কর্মকর্তারা বলছেন, যুবরাজের দলের গাড়িবহরে গুলি করে বন্দুকধারীরা ঐ এলাকায় পাখি শিকার না করার সতর্ক বার্তা দিয়েছে।
সোমবারের এই হামলার ঘটনা কেউ আহত হয়নি। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে।
যুবরাজ আল নাহিয়ানের গাড়িবহরে প্রায় ৩০টি এসইউভি ছিল বলে জানিয়েছেন আধাসামরিক বাহিনীর স্থানীয় এক কর্মকর্তা। তিনি জানান, বহরের দুটি গাড়ি সঙ্গীদের ছেড়ে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে হামলার মুখে পড়ে।
প্রতিবছর পাকিস্তানে আরব শিকারি দল আসার বিরুদ্ধে মঙ্গলবার বেলুচিস্তানে শত শত মানুষ বিক্ষোভ করেছে। কৃষকরা বলছে, শিকারের কারণ পাখি এখন বিপদের সম্মুখীন। এছাড়া এতে ফসলের ক্ষতি হচ্ছে।
প্রতি বছর শীতের সময় মধ্যপ্রাচ্যের রাজকীয় পরিবারের সদস্যদের বিরল প্রজাতির হুবারা বাস্টার্ড পাখি শিকারের অনুমতি দেয় পাকিস্তান। বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় সমভূমিতে পাখিগুলো পাওয়া যায়।
Copy from: - ittefaq, Click This Link
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
এই আমি রবীন বলেছেন: অতিথী না শিকারি ?
পাকিস্থানের মানসিকতায় সমস্যা আছে। ওরা ‘ব্ল্যাক পিপল’কে মানুষই মনে করে না। তাই বেলুচিস্থানকে ওরা কলোনি মনে করে, দেশ নয়। তাই আরবের রাজ পরিবার গুলোকে ওখানে শিকারের অনুমিতে দিতে ওদের ভাবতে হয় না।
আপনাকে ধন্যবাদ সাদা মনের মানুষ ।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: তবে শিকারিকে ক্ষতি না করে সতর্ক করা হয়ে থাকলে ঠিক আছে
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
এই আমি রবীন বলেছেন: এই হামলার ঘটনায় কেউ আহত হয়নি।
আবারো ধন্যবাদ আপনাকে।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অকারণে নিরীহ প্রানী মারার মধ্যে কি ধরণের বিলাসিতা আমার বুঝে আসছেনা। পাকিস্তানী কতা এবং আরবীয় শেখ এদের মানসিক সমস্যা আছে।
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪
এই আমি রবীন বলেছেন: আরবীয় শেখদের তো খেটে খেতে হয় না। হয় এখানে ওখানে শিকারে যাবে, নয় ইউরোপে লুইচ্চামী করতে যাবে।
আপনাকে ধন্যবাদ, শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) !
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: পাকিস্তান বলে কথা।
কেমন আছেন?
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
এই আমি রবীন বলেছেন: ধন্যবাদ ।
অনেক দিন পরে এলেন।
আমি ভাল।
আশা করি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে কুশলে আছেন।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮
বিজন রয় বলেছেন: কদিন বেশ ব্যস্ততা।
আগামী রবিবার পর্যন্ত তা অব্যাহত থাকবে।
ভাল থাকুন।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
এই আমি রবীন বলেছেন: ওক্কে! শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
সাদা মনের মানুষ বলেছেন: অতিথীকে গুলি করে লাভ কি? সরকার অনুমতি দেয় কিভাবে সেটাই তো ভেবে পাইনা!!