![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে দেশে একটা ভুমিকম্প হলে তার এফেক্ট সরাসরি পড়ত সামুতে। এক সাথে ১০ টা পোষ্ট আয়া পড়ত, ‘এই মাত্র ভুমিকম্প হল’। এই নিউজ গুলু আমরা সামুতে পেতাম অনলাই নিউজ পোর্টাল গুলুর আগেই। তার কারণ নিউজ পোর্টাল গুলু ১ লাইনের নিউজ ছাপাতে পারে না। আবার তাদের দায়বদ্ধতাও আছে কতঠুকু ঠিক কি বেঠিক। ভুমিকম্পের মাত্রা কত ইত্যাদি ইত্যাদি।
সেই হিসাবে সামু ছিল খুবি আপডেটেট।
গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখলেও তার কোন আপডেট সামুর পাতায় কোন ব্লগার পোষ্ট করছেনা।
হায় সামু!
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৪
এই আমি রবীন বলেছেন: আহ্হা! জেনে ভাল লাগল।
ভাল থাকবেন, ধন্যবাদ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২
বর্ষন হোমস বলেছেন: আমিও সহমত
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
এই আমি রবীন বলেছেন: সহমর্মী পেয়ে ভাল লাগল।
ভাল থাকবেন, আপনাকে ধন্যবাদ।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: যে কারণে ব্লগ দিবস করা যায় না
যে কারণে সামুতে কাব্য বেশি
যে কারণে মতপ্রকাশ স্তব্ধ!
সে কারণেই সেনসিটিভ ইস্যুতে মানুষ নিরব!
আমার মনে হয়!
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
এই আমি রবীন বলেছেন: আপনাকে ধন্যবাদ বিদ্রোহী ভাই, তবে সমালোচনা আর গালি এক নয়। আর সমালোচনা এমন কিছু থিওরী নয়যে তা সব্বাইকে মেনে নিতে হবে। যা খারাপ তা খারাপ সে কথা বলতে হবে যার যার পজিশন থেকে।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩
কবীর হুমায়ূন বলেছেন: এখন খবর বলতে, এমনকি পড়তেও ভয় লাগে। কখন কোন ঠিক, তা নির্দিষ্ট করে দিবে কে?
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২
এই আমি রবীন বলেছেন: “ কখন কোন(টা) ঠিক, তা নির্দিষ্ট করে দিবে কে?” – যে নির্দিষ্ঠ করে দেবে তাকে ঠিক করে দিবে কে? সে যে বিবেক বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নেয়, তা আপনার আমার সবার আছে।
স্বাগতম আপনাকে।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬
শফিক2003 বলেছেন: Quality of somewhereinblog is deteriorating day by day . the quality of write up at present are frustrating , less informative rather some poem .....................
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৮
এই আমি রবীন বলেছেন: If people scare something, he remains away from it. There was a negative slug about BLOG/(GERS) few years back. So, some people left blog. And samu also started censorship on blog.
By the way, Thanks a lot Mr. Shafiq2003
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩
ডার্ক ম্যান বলেছেন: এখন ফেসবুকে রেসপন্স বেশি তাই ব্লগে আগ্রহী নয়
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪
এই আমি রবীন বলেছেন: ঠিক, কি দিছে না দিছে তা দেখার দরকার নাই।
দোস্ত শেয়ার দিছে তাই ধুমায়া লাইকাই।
ধন্যবাদ ডার্ক ম্যান ।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩
চাঁদগাজী বলেছেন:
সামু ক্রমেই সাহিত্যের দিকে চলে যাচ্ছে; অন্য বিষয়ে লেখা তেমন দেখা যাচ্ছে না।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১১
এই আমি রবীন বলেছেন: ইউজারও বেশ কম।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু আর আগের মতো নেই। কোন কিছুই তো আগের মতো থাকে না।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২০
এই আমি রবীন বলেছেন: ঠিক। সব কিছুই পরিবর্তনশীল। সেটাই নিয়ম। তবে ‘ব্লগাররা নাস্তিক’ ট্যাগ খাওয়ায় অনেকে সরে গেছে। তাই সামুতে ধ্বস নেমেছে, ইউজারের ক্ষেত্রে।
ধন্যবাদ আপনাকে, মহোদয়।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
অয়ন নাজমুল বলেছেন: আপনি পোস্ট করে আমাদের কৃতজ্ঞ করলেন