![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল কোরআনের কিছু তথ্য
_________________
আল কোরআনের বিষয়ে এই তথ্যগুলো আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না অথবা জানলেও অনুশীলনের অভাবে মনে থাকে না। মুসলমানদের কাছে আল-কোরআন মহান আল্লাহর কাছ থেকে পাওয়া একটি মহামুল্যমান উপহার। তাই আমাদের এই মুল্যবান গ্রন্থটির খুঁটীনাটি সকল তথ্য জানা অবশ্যই দরকার।
** পৃথিবীতে কোন পুস্তকটি বেশী পাঠ করা হয়?
উত্তরঃ আল-কোরআন
** “কোরআন” শব্দটির অর্থ কি?
উত্তরঃ আরবি ব্যাকরণে “কোরআন” শব্দটি মাসদার তথা ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এটি ‘ক্বারা'আ’ ক্রিয়া পদ থেকে এসেছে যার অর্থ পাঠ করা বা আবৃত্তি করা। এই ক্রিয়াপদটিকেই কোরআন নামের মূল হিসেবে চিহ্নিত করা হয়।
** কোরআনের আর কি কি নাম আছে?
উত্তরঃ আল-ফুরকান, আল-কিতাব, আল-জিকির, আল-নুর, আল-হুদা।
** কোরআনে কতটি সুরা ও আয়াত আছে?
উত্তরঃ ১১৪ টি সুরা ও ৬৬৬৬ টি আয়াত আছে।
** কোরআনে কতটি মাক্কী (মক্কায় অবতীর্ন) সুরা আছে?
উত্তরঃ ৮৬ টি
** কোরআনে কতটি মাদনী (মদীনায় আবতীর্ন) সুরা আছে?
উত্তরঃ ২৮ টি
** কোরআনে কতটি মানজিল ( stages) আছে?
উত্তরঃ ৭ টি
মানজিল হচ্ছে কোরআনের প্রথম সূরা ফাতিহা ব্যাতীত অন্য সূরাগুলো নিয়ে করা একটি শ্রেনী। এতে ৭ টি মানজিলের মাধ্যমে সবগুলো সূরাকে একসাথে করা হয়েছে। মানজিলগুলো হচ্ছেঃ
• মানজিল ১ = ৩ টি সূরা, যথা, ২ -- ৪
• মানজিল ২ = ৫ টি সূরা, যথা, ৫ -- ৯
• মানজিল ৩ = ৭ টি সূরা, যথা, ১০ -- ১৬
• মানজিল ৪ = ৯ টি সূরা, যথা, ১৭ -- ২৫
• মানজিল ৫ = ১১ টি সূরা, যথা, ২৬ -- ৩৬
• মানজিল ৬ = ১৩ টি সূরা, যথা, ৩৭ -- ৪৯
• মানজিল ৭ = ৬৫ টি সূরা, যথা, ৫০ -- ১১৪
** কোরআনে কতটি রুকু ( paragraph ) আছে?
উত্তরঃ ৫৪০ টি
** কোরআনে “আল্লাহ” শব্দটি কতবার রয়েছে?
উত্তরঃ ২৬৯৮ বার
** কোরআনের প্রথম হাফিজ কে ছিলেন?
উত্তরঃ হজরত মুহাম্মদ (সাঃ)
** মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর আগ পযর্ন্ত কতজন কোরআনের হাফিজ ছিলেন?
উত্তরঃ ২২ জন
** কোরআন শরীফে কতটি সিজদা আছে?
উত্তরঃ ১৪ টি
** কোরআনে কতবার নামাজের গুরত্ব উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ৭০০ বার
** কোরআনে কতবার যাকাতের গুরত্ব উল্লেখিত হয়েছে?
উত্তরঃ ১৫০ বার
** কোরআনে কতবার মুহাম্মদ (সাঃ) কে “ইয়া আয়্যুহান নাবী”-বলে উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ১১ বার
** কোরআনে কোথায় নবীজি মুহাম্মাদ (সাঃ) কে “আহাম্মদ” বলা হয়েছে?
উত্তরঃ ২৮ পারার সুরা আছ-ছফ্ (৬১) এর ৬ নম্বর আয়াতে।
** নবীজি মুহাম্মদ (সাঃ) কে কোরআন শরীফে কতবার উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ মুহাম্মদ নামে ৪ বার এবং আহাম্মদ নামে ১ বার।
** কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি উল্লেখিত হয়েছে?
উত্তরঃ হজরত মুসা (আঃ)
** কারা কোরআনে খতিবে ওহী ( Copyists of the revelations ) ছিলেন?
উত্তরঃ হজরত আবু বকর (রাঃ), হজরত ওসমান (রাঃ), হজরত আলী (রাঃ), হজরত জায়ীদ বিন হারিদ (রাঃ) এবং হজরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ)।
** কে কোরআনের আয়াতগুলো সর্বপ্রথম গনণা করেন?
উত্তরঃ হজরত আয়েশা (রাঃ)
২| ৩০ শে জুন, ২০১৫ রাত ১১:১৩
সজা১২৩ বলেছেন: কুরআনে কতটি আয়াত, কতটি সুরা,কতটি রুকু ইত্যাদির পরিসংখ্যান জানার চেয়ে কুরআন আমাদেরকে কি নির্দেশনা দেয় তা জানা অতি বেশি গুরুত্বপূর্ণ
৩| ৩০ শে জুন, ২০১৫ রাত ১১:১৭
এম এল হাসান বলেছেন: জি ভাই, তবে এগুলো জেনে রাখা ভালো, আর বেশী বেশী কোরান পড়ুন আর দ্বীনি আমল করুন,
৪| ৩০ শে জুন, ২০১৫ রাত ১১:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আহমদ না আহাম্মদ?
৫| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:৩৬
নতুন বলেছেন: ** কোরআনে কতটি সুরা ও আয়াত আছে?
উত্তরঃ ১১৪ টি সুরা ও ৬৬৬৬ টি আয়াত আছে।
আয়াত কি সত্যি ৬৬৬৬ টি না কি ৬২৩৭ টি?
৬| ০১ লা জুলাই, ২০১৫ ভোর ৪:৫৫
এম এল হাসান বলেছেন: আয়াত সংখ্যা ৬২৩৭ মতান্তরে ৬৬৬৬, এর কারন প্রত্যেকটা সুরার সাথে বিসমিল্লাহিররহমানিররহিম যোগ ধরা হয়েছে
৭| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:২৪
হানিফঢাকা বলেছেন: @এম এল হাসান Use simple common sense. if you add another 112 Bismillah, the number of verse would be 6237+112=6349. It never be 6666. Its a myth. Or what you can do just add up the verse number of each chapter. I don't understand, why people don't uses simple basic common sense for religion. If a Mollah says Quran has 6666666 verse, you people believe it without verifying it.
৮| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:২৫
এম এল হাসান বলেছেন: ok vaiya... thanks for info...
৯| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:২৫
এম এল হাসান বলেছেন: ok vaiya... thanks for info...
১০| ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
নতুন বলেছেন: এম এল হাসান বলেছেন: আয়াত সংখ্যা ৬২৩৭ মতান্তরে ৬৬৬৬, এর কারন প্রত্যেকটা সুরার সাথে বিসমিল্লাহিররহমানিররহিম যোগ ধরা হয়েছে
ভাই একে তো পাবলিকের কাছে শুনেই এই পোস্ট করেছেন। আবার যখন একটা তথ্য দিলাম তখন সেটা খুজতে গেলেন না এবং পাবলিকের কাছে শোনা উত্তর দিলেন।
প্লিজ একটু কস্ট করে কোরান খুলে আয়াত সংখ্যা ক্যালকুলেটরে যোগ করে দেখুন।
এমন অনেক জিনিসই আছে আমাদের সমাজে প্রচলিত বিশ্বাস হিসেবে চলছে বছরের পর বছর....
হাতের কাছে ইন্টারনেট আছে একটু খুজে দেখুন, অনেক নতুন সত্য পাবেন।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৫ রাত ১০:৪৪
হানিফঢাকা বলেছেন: A common myth persists that the number of verses in the Quran is 6,666. In fact, the total number of verses in all chapters is 6,237, although this varies depending on how (or if) the Bismillah appearing at the start of each chapter are counted.
There are also some mistakes regarding salat, copyist of the Wahi, Have to check before commenting others.