নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ নয় বিবেক দিয়ে বিবেচনা করুন।

ম.মাসুম

ম.মাসুম › বিস্তারিত পোস্টঃ

ঈমানদার!!!

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১২

তুমি ঈমানদার!!!
নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, দেও কুরবানী।
আমি তো তোমারি বিবেক,
তুমি কি? তা আমি ভালোই জানি।

তুমি ঈমানদার!!!
মাথায় টুপি দাও, দাড়ি রাখো, মুখে মিষ্টি ভাষী।
আরে আমি তো তোমারি বিবেক,
জানি, তুমি কত সর্বনাশী।

সেদিন দেখুলাম পথের ধারে,
এক দুঃস্থ, নিঃশ্ব পথিক হাত বাড়াইছিনু তোমার ধারে।
ভৎসনা করেছো, মারিয়াছো চড় তুমি তারে,
বেখায়ালে লাগিছে বলে, একটু ধুলো তোমার কাপড়ে।

তুমি ঈমানদার!!!
কত দুঃখিনি মাতা অভুক্ত রাত কাটাইলো বাছাদের নিয়া।
খোজ নেওনি, দেওনি খাবার,
তাহাদের কাছে ডাকিয়া।

তুমি ঈমানদার!!!
কত ক্রীতদাস ঘাম ঝড়ালো তোমারি সুখে,
আমি তো দেখি নাই, কোনোদিন,
আদর করিয়া টানিয়া নিয়াছো বুকে।

তুমি ঈমানদার!!!
হক মারিয়াছো, এতিমের মুখের খাবার করিয়াছো গ্রাস,
গোয়ালের গরু নিয়াছো কেড়ে,
কেটে নিয়াছো কৃষকের চাষ।

ঈমান!!! এতোই কি সোজা?
নামাজ, রোজা, হজ, যাকাতে বন্দী শুধু,
বন্দী কি টুপি, দাড়ি, আর কুরবানীতে।
সব তোমার হিসেব লিপিবদ্ধ আছে,
মহান বিধি’র বিধিতে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

ঈমানদার হওয়া অনেক কঠিন

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৫

ম.মাসুম বলেছেন: ধন্যবাদ সত্য সুন্দর কথা বলেছেন. আপনি। আসলে কঠিনেরে ভালোবাসিতে হবে. আপনার লেখার বড় ফ্যান আমি

২| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৯

নেওয়াজ আলি বলেছেন: ভালো

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৬

ম.মাসুম বলেছেন: ধন্যবা।

৩| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৪| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৫২

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: কবিতা ভালোই হয়েছিলো কিন্তু কয়েক জায়গায় 'গুরুচন্ডালি দোষ' হয়ে গেলো যে, সাধু ভাষার অযাচিত অনুপ্রবেশ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.