নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ নয় বিবেক দিয়ে বিবেচনা করুন।

ম.মাসুম

ম.মাসুম › বিস্তারিত পোস্টঃ

আর কতকাল তোমরা- ক্রীতদাস থাকিবে

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০২


আর কতকাল তোমরা- ক্রীতদাস থাকিবে,
গোলামী করিবে উচু ভবনের।
আর কত দিবে মাটি চাপাঁ,
নিজ হাতে গড়া স্বপনের।

সময় তো অনেক হলো,
বেলাও বহে গেছে অনেক।
উঠো, আর কত রক্ত-ঘাম ঝড়াবে,
করিবে আর কত ত্যাগ?

মেরুদন্ড বিহীন, থাকিবে কতদিন,
এবার হাতুড়ি, কাস্তে ফেলে সোজা দাড়াও।
আড়মোড়া ভেঙ্গে, বড় নিঃশ্বাস নিয়ে,
শরীরটা এদিকে সেদিক একটু নাড়াও।

তোমাদের ঘাড়ে পাড়া দিয়ে,
অধিকার খর্ব করিলো তোমারি।
আর সেই তুমি- বানাও অতি যতনে, স্বযতনে,
তাহাদের লাগি বাড়ি-গাড়ি।

তোমাদের চেতন, অচেতন, বাসনা-কামনা,
ওদের পায়ে পিষে, দিয়াছো মিশায়।
হে আমাদের ক্রীতদাস পিতা,
তোমাদের ভুলে, তোমাদের শিশুরা,
ওদের পায়ে পিশে যেনো না কাতরায়।

এখনো সময় আছে, উঠো,
কেড়ে নাও নিজ অধিকার।
ওদের এবার দেখাও, তোমরা পারো,
আলো জ্বলিতে, দুর করিয়া অন্যায় আধার।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬

শেরজা তপন বলেছেন: হুম বেশ লিখেছেন। রক্তে আগুন জ্বালায়...

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩০

ম.মাসুম বলেছেন: উৎসাহ ভালো লেখার পাথেয়. ধন্যবাদ.

২| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক প্রকাশ।

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৫

ম.মাসুম বলেছেন: উৎসাহ ভালো লেখার পাথেয়. ধন্যবাদ.

৩| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: একদম ক্রীতদাস সমাজে থাকতেই হবে। তা না হলে সমস্যা হয়ে দাঁড়াবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.