নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর,
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের।
তবে বাংলাদেশ এবার কঠিন গ্রুপে পড়লো, গ্রুপ অব ডেথ বলা যায়।
গ্রুপ ‘এ’
বাংলাদেশে, নেপাল (হোষ্ট), ভারত ও পাকিস্তান।
গ্রুপ ‘বি’
আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান।
প্রানের খেলা ফুটবল, বাংলাদেশের জাতীয় খেলাও ফুটবল! বছর জুড়ে FIFA Ranking এ বাংলাদেশ সাফ অঞ্চলের সবগুলো দেশের উপরেই ছিল, এমনকি মালয়েশীয়া, থাইল্যান্ডের চেয়েও উপরে ছিল, এখনো আছে।
সাফ চ্যাম্পিয়নশীপের ফিকচার
০১ সেপ্টেম্বর: ভারত - পাকিস্তান (বিকাল ০৩:৩০)
বাংলাদেশ - নেপাল (সন্ধ্যা ০৬:৩০)
০২ সেপ্টেম্বর: আফগানিস্তান- ভুটান (বিকাল ০৩:৩০)
মালদ্বীপ - শ্রীলঙ্কা (সন্ধ্যা ০৬:৩০)
০৩ সেপ্টেম্বর: পাকিস্তান - নেপাল (বিকাল ০৩:৩০)
বাংলাদেশ - ভারত (সন্ধ্যা ০৬:৩০)
০৪ সেপ্টেম্বর: ভুটান - মালদ্বীপ (বিকাল ০৩:৩০)
শ্রীলঙ্কা - আফগানিস্তান (সন্ধ্যা ০৬:৩০)
০৫ সেপ্টেম্বর: ভারত -নেপাল (বিকাল ০৩:৩০)
বাংলাদেশ - পাকিস্তান (সন্ধ্যা ০৬:৩০)
০৬ সেপ্টেম্বর: আফগানিস্তান - মালদ্বীপ (বিকাল ০৩:৩০)
শ্রীলঙ্কা - ভুটান (সন্ধ্যা ০৬:৩০)
গতকাল কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশীপের ড্র অনুষ্ঠিত হয়, এটি পরিচালনা করেন সাফ সাধারণ সম্পাদক আলবার্তো কোলাসো। এ সময় উপস্থিত ছিলেন সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন এএফসি সহ সভাপতি ও নেপাল ফুটবল ফেডারেশনের সভাপতি গণেশ থাপা।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ ক্যাপ্টেন।
ফুটবল আমার প্রিয় খেলা।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
শুভকামনা ... বাংলাদেশ ফুটবল দল!