নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

যারা ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় এরাই সুধু বলতে পারে ইউপিএস বিষ্ফোরিত হয়েছে

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮



নিরিহ ককটেল হলে একটা কথা ছিল। বানাচ্ছিল দেশী গ্রেনেড,

৩'' লোহার পাইপের সকেট (GI Socket) উভয় দিকে মুখ বন্ধ করার জন্য থ্রেড কাটা কক (GI Plug), ভেতরে উচ্চ ক্ষমতার বারুদ আর মার্বেল চিপ। টিভি নিউজের ছবিতে এইরকমই দেখলাম,







তদন্ত হলে আরো ভালভাবে জানা যাবে।



যারা ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় এরাই সুধু বলতে পারে ইউপিএস বা ল্যাপটপ বিষ্ফোরিত হয়েছে।

আইপিএস বা ইউপিএস এ সুধু একটা ব্যাটারি থাকে, আর থাকে চার্জিং সার্কিট। ইনভার্টার সার্কিট।

বড়জোর শর্টসার্কিট বা ধোঁয়া হতে পারে ও আগুন ধরতে পারে,

কিন্তু বিষ্ফোরোন হতে পারেনা, হাতের কবজি, আঙ্গুল উড়ে যেতে পারে না, বিল্ডিঙ্গের লোহার গ্রিল উড়ে যেতে পারেনা, ফ্যান বাকা হতে পারে না, দেয়ালে ফাটল দেখা দিতে পারেনা।

আহতরা ৫ কিলোমিটার দুরের ছোট ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছিল কেন?

মাদ্রাসা কতৃপক্ষ মামুলি ইউপিএস বা ল্যাপটপ বিষ্ফোরন বলে কোন মতেই দায় এড়াতে পারে না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ভাঙ্গা হৃদয় বলেছেন: হালারা মনে করে আমরা আবাল।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
এরা অবলিলায় পানির মত মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে।
এদের উচ্চ শিক্ষিত সমর্থকরাও একই সুরে নির্লজ্জ ভাবে মিথ্যা বলে যায়।
মিথ্যুক আদিলুর আজ জামিনও পেয়ে গেল!

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:P :P :P

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ! অনেকদিন পর আসলেন।
ভালই হল। একটা সুখবর দেই। কাল আরেকটা খুনি বুইড়ার রায় হবে।
ফাসি হওয়াই উচিত!

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কার?

জানিনা।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম।
আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগ। এর মধ্যে গণহত্যার তিনটি অভিযোগ রয়েছে। এগুলো হলো,

জয়পুরহাটের কড়ই কাদিপুর গ্রামে ৩৭০ জন হিন্দুকে হত্যা,
উত্তর হাটশহরে নয়জনকে।
জয়পুরহাট চিনিকলে বিচার বসিয়ে ২৫ জনকে হত্যা।

অন্যান্য অভিযোগের মধ্যে হত্যার ১০টি এবং দেশান্তরকরণের একটি অভিযোগ আছে।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

মৌসুমী রহমান বলেছেন: এই মারাত্মক বিস্ফোরোনকে আই পি এস বিস্ফোরোন যে বলবে সে হয় দলকানা, নয়তো গন্ডমূর্খ।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ফেবুতে ওরা এখনো মিথ্যাচার চালিয়ে যাচ্ছে

বলছে - ৫ ঘন্টা পর কেন এইসব জিনিস খুজে পাওয়া যায়?

ফায়ার ব্রীগেড আগুন নেভানোর পর পুলিশ অপেক্ষা করে, সংগত কারনেই। কয়েকঘন্টা পর বিষ্ফোরক বিশেষজ্ঞ ও বম্ব ডিসপোজাল ইউনিট আসে। এর পর তল্লাসি চালানো হয়।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৩

হ্যারিয়ার-৩ বলেছেন:
একটি পত্রিকাকার (মানবজমিন) সাংবাদিককে মাদরাসা ছাত্ররা জানান, কক্ষের ভেতর কম্পিউটারের ইউপিএস ও ল্যাপটপ ছিল। ঘটনার দিন সোমবার সকাল ১১টায় ১০-১২ জন ছাত্র সেখানে বসে কথা বলছিল। সেখানে পলিটেকনিকের একজন বহিরাগত প্রকৌশলিও ছিল, সেও গুরুতর আহত হয়
দুই ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। অন্যজনের বেশ কয়েকটি আঙুল উড়ে গেছে।
Click This Link

সেখানে পলিটেকনিকের একজন বহিরাগত কেন ছিল তার কোন জবাব নেই।

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
পলিটেকনিকের বহিরাগত প্রকৌশলি ছিল বোমার কারিগর, ট্রেনিং দিচ্ছিল!

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

স্বাধীকার বলেছেন:
সত্য উদঘাটন করাটা দেশের জন্য জরুরী।

সেখানে যাই ঘটুক, সত্যটা জানতে চাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে সত্যটা জানানোর অনুরোধ থাকলো। সরকারকে এ বিষয়টি সর্বোচ্চ সততার সাথে উপস্থাপন করতে হবে, অন্যথায় পুলিশ সত্য বললেও এক সময় জনগণ বিশ্বাস করবেনা, তাতে আমাদের বিপদ আরো বাড়বে, আমাদের নির্বিকার থাকার খেসারত দিতে হবে। এখনই দ্রুত ব্যবস্থা গ্রহন করা দরকার।

মাদ্রাসায় এ জাতীয় উচ্চমাত্রার বিস্ফোরক যদি মজুত করা হয়, গ্রেনেড কারখানা আবিস্কার হয়, তাহলে দেশের আগামীর পরিস্থিতি নিয়ে নির্লজ্জ নিরব থাকার সুযোগ নেই।

০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ স্বাধীকার ভাই। একজন ভিন্নমতাবলম্বি হয়েও সুস্থ বাস্তবসম্মত মতামত দেয়ার জন্য।

আমরা এক হতভাগ্য জাতী। যেকোন কিছু ঘটলেও ঘটনার না বুঝেই যার যার দলের পক্ষে বলতে থাকি, সত্য জানার কেউ চেষ্টা করি না।
এদেশের মানুষ পুলিশের কথায় মোটেই আস্থা পায় না, বিশ্বাসও করে না।

আপনি ঠিকই বলেছেন - সত্য উদঘাটন করাটা দেশের জন্য জরুরী। খুবই জরুরী।
পুলিশকে পেশাদার হয়ে সব জনগনের আস্থায় আসতে হবে।
এদেশে জঙ্গিবাদ আসতে দেয়া যায় না। এসব কোন দলেরই মঙ্গল বয়ে আনবেনা।

আপনাকে আবারও ধন্যবাদ।

৭| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১০

তুহিন সরকার বলেছেন: মায়ের কাছে মাসির বাড়ির গল্প আরকি.............!

ধন্যবাদ কাল বৈশাখী, ভাল থাকবেন, শুভকামনা রইল।

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ আপনাকে!

৮| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফাঁসি দেয় নাই। ওরা কি গেম খেলে, একবার ফাঁসি, আরেকবার যাবৎজীবন। বাই দা ওয়ে, মেইনটাকে কেন ফাঁসি দেয়া হল না?

কাদের মোল্লার ফাঁসি কবে?

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
মুল হোতা ও বুদ্ধিজীবি হত্যাকান্ডের রুপকার গো-আজমের অবস্যই ফাঁসি দেয়া উচিত ছিল।

অন্তত একটি কারনে আবদুল আলীমেরও ফাঁসি হওয়া উচিত ছিল।
জয়পুরহাট চিনিকলে ২৫ জন শ্রমিক কে বিচারের নামে জনসমক্ষে নৃসংস ভাবে হত্যা করার কারনে তার ২৫ বার ফাঁসি হওয়া উচিত ছিল।

আপিলে কাদের মোল্লার ফাসির রায় উচ্চ আদালত থেকে হয়েছে। এতেই আমি সন্তুষ্ট।
ফাসি পরে বা দেরিতে হলেও সমস্যা নেই। তাকে এখন খোদ শয়তানও বাঁচাতে পারবেনা। সে বেঁচে থাকলেও ৮ফুট বাই ৮ফুট ডেথ সেলে এক কম্বলে বাকি জীবন কাটাতে হবে। এর চেয়ে মরে যাওয়া ভাল।

৯| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগ দিয়া ইন্টারনেট চালাইতে মুন্চায় B-))

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

হাসান কালবৈশাখী বলেছেন: ;) ;) =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.