নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

জামাতের প্রবল বাধায় কোন নিগোসিয়েশনে যেতে পারছে না বিএনপি!

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

জামাতের প্রবল বাধায় কোন নিগোসিয়েশনে যেতে পারছে না বিএনপি!



সরকার থেকে বার বার আলোচনায় ডাকা হলেও, বেহায়া বিএনপি জামাত এর অনুমতি ছাড়া একপাও নড়তে পারছে না। সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী মির্জা ফকরুলকে সরাসরি আলোচনার আহবান জানানোর পরও মির্জা বিপাকে ছিল। বেরিয়ে প্রধানমন্ত্রীর এই আহ্বানের কথা স্বীকার পর্যন্ত করেন নাই

পরদিন সরোয়ার্দি উদ্যানের সমাবেশেও এ ব্যাপারে কোন বক্তব্য নেই।

গতরাতেও জামাতকে লুকিয়ে গভীর রাতে আশরাফের সাথে গোপনে প্রাথমিক আলোচনার সুত্রপাত করতে হয়েছে। এরপরও সেই রাতেই তাকে ঘোষনা দিতে হয়েছে যে - 'কোন আলোচনা হয় নাই'।

জামাত পন্থি পত্রিকাগুলো সেনাকুঞ্জে ঘটনা ও গত রাতে 'গোপন আলাপ' ইত্যাদি খবর ব্ল্যাকআউট করেছে।



কারনটা খুবই স্পষ্ট। আলোচনা করে শান্তিপুর্ন নির্বাচনে জামাতের কোন লাভ নেই।



প্রবল সহিংসতা চালিয়ে সবকিছু বিধ্বস্ত করে আওয়ামীলিগকে কোনঠাসা না করা পর্যন্ত সুধু আলোচনা করে হাসিনাকে সরিয়ে নর্মাল শান্তিপুর্ন নির্বাচনে গেলে জামাতের রাজনৈতিক মৃত্যু হবে। সুধু এই কারনেই জামাত বিএনপিকে আলোচনা থেকে সরিয়ে রেখেছে।



সবকিছু ধ্বংশ করে বিজয়ী হয়ে ফিরে আসার জন্য জামাত প্রয়জনে ৩ বছর অপেক্ষা করবে। তবুও বিএনপিকে নির্বাচনে বা আলোচনায় যেতে দিবে না। বিভিন্ন কারনে হরতাল দেয়া সম্ভব না হলেও পাকি স্টাইলে সিতাকুন্ডের পাহাড়ের ফাঁকে ফাঁকে গেরিলা কায়দায় চোরাগুপ্তা হামলা, উচ্চক্ষমতা সম্পন্ন আগুনে বোমা দিয়ে নিমিষেই ট্রাক জালিয়ে দেয়া। গত দশ-বারো দিন হরতাল না হলেও এরা বেশ দক্ষতার সাথেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখতে পেরেছে। ঢাকা আরিচা মহাসড়কও থেমে থেমে বন্ধ রেখেছে, গার্মেন্টস ওয়ার্কারদের দিয়ে হাঙ্গামা করিয়ে নতুবা পরিবহন মালিকদের দিয়ে গাড়ী বন্ধ রেখে। আজ সকালেও একজন মেয়ে শ্রমিক মারা গেছে এরকম একটি মিথ্যা গুজব ছড়িয়ে নগত টাকা ছড়িয়ে একটি বিধ্বংশি হাঙ্গামা চালায় ঢাকা আরিচা মহাসড়কে।

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: সাধারণভাবে চিন্তা করলেই বিষয়টি গেইজ করা যায়। দুই নেত্রীর সমঝোতা হলে জামাত বিশৃং্খলা করার মত ইস্যু তৈরি করতে পারবে না।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাত বিএনপিকে কোন ভাবেই আলোচনা বা শর্ত মেনে নির্বাচনে যাওয়া এর কোনটাই করতে দিবে না।

বিএনপির কয়েকজন জাদরেল নেতা গতরাতের আলোচনা নিয়ে কিছু কথা বলেছিলেন।
কিন্তু পরদিন হাইকমান্ডের ঝাড়ি খেয়ে পরে সাংবাদিকদের ডেকে বলতে হয়েছে -
"আমি কিছুই বলি নাই" ... ;) ;) =p~ =p~

২| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
আপনার সাথে একমত।
প্রবল সহিংসতা চালিয়ে আওয়ামীলিগকে বিধ্বস্ত ও কোনঠাসা না করা পর্যন্ত জামাত বিএনপিকে নির্বাচনে যেতে দিবে না, হাসিনা সরকার থেকে সরে গেলেও না।
শান্তিপুর্ন নির্বাচনে জামাত-বিম্পির কোন সম্ভাবনা নেই।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাত বিম্পিকে গিলে ফেলেছে প্রায় ..

নর্মাল শান্তিপুর্ন নির্বাচনে গেলে জামাতের রাজনৈতিক মৃত্যু হবে। সুধু এই কারনেই জামাত বিএনপিকে আলোচনা থেকে সরিয়ে রেখেছে।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

দার্শনিক ফিনিক্স বলেছেন: জামাতের মত ৩% ভোটের অধিকারী দলের কাছে ৫০% জনসমর্থনধারী দল বিএনপি জিম্মি,এটা মানতে পারলামনা.
আর স্বাধীনতা যুদ্ধে চোরাগুপ্তা গেরিলা হামলা পাকি নয় বরং আমাদের মুক্তিযোদ্ধাদের স্টাইল ছিলো. সীতাকুণ্ডে যা হচ্ছে সেটা কোনভাবেই গেরিলা হামলা নয়,বরং সন্ত্রাস.

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
"পাকি স্টাইলে সিতাকুন্ডের পাহাড়ের ফাঁকে ফাঁকে গেরিলা কায়দায় চোরাগুপ্তা হামলা"

এখানে 'পাকি স্টাইল' বোঝাতে বর্তমান পাকিস্তানের তালেবানি নৈরাজ্যে জর্জরিত তালেবানদের চোরাগুপ্তা হামলাকে বুঝিয়েছি, নট আওয়ার মুক্তিযোদ্ধাদের স্টাইল।

আপনি সঠিক বলেছেন - সীতাকুণ্ডে যা হচ্ছে সেটা সন্ত্রাস এবং পরিকল্পিত নাসকতা।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: চাপাবাজি করে লাভ নাই।কিসের নিগোসিয়েশন?সাধারন মানুষের প্রানের দাবি,নির্দলিয় সরকারের অধীনে নির্বাচন।এর সাথে যারা নিগোসিয়েশন করবে তারা জাতীয় বেঈমান।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
গাধার মত মন্তব্য করলেন।

নির্দলিয় বা তত্তাবধায়ক সরকার হলেই কি সব সাদা ও ফকফকা হয়ে যায় নাকি?
নির্দলিয় তত্তাবধায়কের মাধ্যমেও দুইনম্বরি সম্ভব।

তত্বাবধায়ক ব্যাবস্থা থাকা সত্ত্বেও ১-১১ শৃষ্টি হল কেন?
তত্বাবধায়ক ব্যাবস্থা বহাল থাকা সত্ত্বেও ২০০৭ এর জানুয়ারিতে আজিজের দেড় কোটি ভুয়া ভোটার নিয়ে ইলেক্সন ইঞ্জিনিয়াররা সব কিছু সেটআপ করে রেখে ছিল।
বিম্পি-জামাত জোট বাকি সব দলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একাই নির্বাচন সুরু করে দিয়েছিল।
নিজামি -মোজাহিদ সহ ৬০ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েও গিয়েছিল..!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমান বাস্তবতায় নিগোসিয়েশনের মাধ্যমে একটি সুষ্ঠ গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব ছিল, এখনো সম্ভব।

অন্তরবর্তিকালিন সরকারে থাকতো উভয় দলের সমান সংখক মন্ত্রী।
নিগোসিয়েশনের মাধ্যমে হাসিনা সরে যেতেন অবস্যই।
অন্তরবর্তিকালিন সরকারের প্রধান হতেন রাষ্ট্রপতি বা স্পিকার বা অন্য একজন।

(এই অফার মজিনার বাসভবনে ডিপুটি সেক্রেটারি অব স্টেট নিশা দেশাই এর উপস্থিতিতে দেয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিল আম্লিগ ও বিম্পি-জামাতের ১০ জন নেতা)
জামাতের হাইকমান্ডের চাপে বিএনপি এই অতিগুরুত্বপুর্ন অফারও প্রত্যাক্ষান করে।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সর্বক্ষেত্রে দলীয়করন,আওয়ামি লীগের গৃহপালিত নেতা এরশাদ এখন বলছেন নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নেই।
বাংলাদেশের জনগনের প্রানের দাবি নির্দলিয় সরকারের অধীনে নির্বাচন।আপোষহীন নেত্রী জনগনের সেই দাবির সাথে একাত্ততা জানিয়েছে।অতএব এখনও সময় আছে সংবিধান সংশোধন করে নির্দলিয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হউক।কিছু কিছু দালাল জামাত-ফামাত বলে বিভ্রান্ত করতে সচেস্ট।আওয়ামি লীগের আসল চেহারা আজ উন্মোচিত,অতএব কোন ধান্দাবাজিতে কাজ হবে না।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আবারো গাধামি!
বর্তমানে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তো দুরের কথা, ফিল্ডই নেই। মাঠই তো ফাকা।

তবে প্রধান বিরোধীদল বিএনপি আসলে নিগোসিয়েশনের মাধ্যমে অবস্যই লেভেল প্লেইং ফিল্ড হবে। কিন্তু কুত্তার বাচ্চা জামাত-শিবিরকে কোলে নিয়ে হাটাহাটি করলে সবই হারাবে বিম্পি।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এইটাতো বোঝেন বাংলাদেশে বিদেশি দালালদের কোন স্থান নেই।সেটা জামাত হোক কিংবা আওয়ামি লীগ হোক।এসব দালালদের সমূলে উৎপাটন করার সময় হয়েছে রে ভাই।বাংলাদেশ জাতিয়তাবাদ কিন্তু আসল মুক্তিযুদ্ধের চেতনা।ভাঁওতাবাজির দিন শেষ।কে সব হারায় সেটা সময়ই বলবে।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে বিদেশি দালালদের কোন স্থান থাকার প্রশ্নই আসে না।

বাংলাদেশে স্বাধিনতা বিরোধী ও মুক্তিযুদ্ধে শত্রুপক্ষের হয়ে যুদ্ধ করা রাজাকার আলবদর ও দালালদেরও এদেশে থাকার অধিকার নেই।

খুনি আলবদরদের ফাঁসিতে ঝোলানোর ব্যাবস্থা হয়েছে। খুনির সহযোগীদের জেলে রাখার ব্যাবস্থা হয়েছে।
বাকি চামচাগুলোকে তাদের মুল দেশ পাকিস্তানে যেতে দেয়া হবে।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

ইউরো-বাংলা বলেছেন: গাঁজাখুড়ি মস্তিস্কের অনুর্বর চিন্তার ফসল এই পোস্টটি।

বিএনপি বাংলাদেশের বৃহত্তম একটি দল, ভোটের পারসেন্ট হিসাবেও জামাত থেকে বিএনপি অনেক ভোট উপরে আছে। সেই দল জামাতের বুদ্ধিতে কেনো চলবে।

শুধু আপনাকে দোষ দিয়ে লাভ নাই, আপনার মত অসংখ্য লেখা ভাদা সাংবাদিকরাও লিখে থাকেন।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এত লজ্জার কি আছে?

বললেই হয় - 'জামাত আমাদের সাথে রাজনৈতিক ভাবে জোটবদ্ধ, তাদের দুএকটি অনুরোধ রাখলে সমস্যা কোথায়'?

নীচে 'চলতি নিয়ম' বলে দিয়েছে -
বাংলাদেশ জাতিয়তাবাদ, বলতে দেশে এখন আর কিছু নাই, ঐটার নাম এখন থেকে 'গোলাপি ইসলামী জাতীয়তাবাদ'!

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

চলতি নিয়ম বলেছেন: @মোহাম্মদ মজিবর রহমান

বাংলাদেশ জাতিয়তাবাদ, বলতে দেশে এখন আর কিছু নাই, ঐটার নাম এখন থেকে ইসলামী জাতীয়তাবাদ। প্রমান চাইলে দেখাতে পারি। =p~ =p~

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
একদম সঠিক কথা।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

হ্যারিয়ার-৩ বলেছেন:
বাংলাদেশ জাতিয়তাবাদ বলতে দেশে এখন আর কিছু নেই।

জাতিয়তাবাদিরা এখন ছাগিয়তাবাদি

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন: True

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০

তিক্তভাষী বলেছেন: স্বাধীনতার পর এবারই সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। ৪১টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র ১৪টি দল আছে সেখানে। যেগুলোর প্রায় সবাই আগে থেকেই মহাজটে ছিলো। নির্বাচন কমিশন বিএনএফ গঠনে সহায়তা দিলেও একটা লোকও ভাগাতে পারেনি তারা। নির্বাচন প্রত্যাখানকারী দলগুলোর মধ্যে সিপিবিসহ বিএনপির বিরোধী শিবিরে থাকা অনেকগুলো দলও আছে।

একগুয়েমী করেও তো আওয়ামীদের শেষরক্ষা হলো না। একতরফা আওয়ামী নির্বাচন ইতোমধ্যেই বংশবদ কমিশনসহ মুখ থুবড়ে পড়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমান বাস্তবতায় নিগোসিয়েশনের মাধ্যমে একটি সুষ্ঠ গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব ছিল, এখনো সম্ভব।

নির্বাচন কমশন বলেছে আলোচনা সমঝোতা হলে প্রয়জনে আবার পুন তফসিল করা হবে

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫

নিয়ানডার্থাল বলেছেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল => বাংলাদেশ জামাতীয়তাবাদী দল

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু 'ম' অক্ষর যোগ করলেই হয়ে গেল -

জামাতীয়তাবাদী দল

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

মাজহারুল হুসাইন বলেছেন: ছাগল কি আর গায়ে লিখা থাকে দেখলেই চেনা যায় । ও বাই হাম্বালীগের আর কত দালালী করবেন বাই । আজ মহাচোর ছাড়া আর কেউ তো আইলো না ভাই । সবার উপর কি ঝামাত ভর করছে ? ও বাই আপনার জামাতের ভর কত ? আর কত গাজার নৌকা পাহাড় পার করবেন ?

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

রাজীব দে সরকার বলেছেন:
জামায়াতের কিছু ছাগল চেনার জন্য
এই পোস্ট একটি আদর্শ পোস্ট

বৃহত্তর জামায়েতে ইসলামীর অঙ্গ সংগঠন
হয়ে থাকা আসলেই লজ্জার

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:

ঠিক বলেছেন।

ব্যাপক সহিংসতা চালিয়ে আওয়ামীলিগকে বিধ্বস্ত ও কোনঠাসা না করা পর্যন্ত জামাত বিএনপিকে নির্বাচনে যেতে দিবে না,
হাসিনা সরকার থেকে সরে গেলেও না।
জামাত প্রয়জনে ৩ বছর অপেক্ষা করবে।
শান্তিপুর্ন নির্বাচনে জামাত-বিম্পির কোন সম্ভাবনা নেই।
কারন নর্মাল শান্তিপুর্ন নির্বাচনে গেলে জামাতের রাজনৈতিক মৃত্যু হবে।
সুধু মাত্র এই কারনেই জামাত বিএনপিকে আলোচনা থেকে সরিয়ে রেখেছে।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
রিপোষ্টে করা কমেন্টগুলো এই মুল পোষ্টে দিয়ে রিপোষ্ট মুছে ফেলা হল।

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইসব বালছাল গোয়েবলসীয় প্রচার পাবলিক আর খায় না!!!!!
নিজের পোষ্টের পাঠক আর কমেন্ট দেখেও বুঝেন না?
তাও বিষ্ঠা ত্যাগ করতেই থাকে করতেই থাকে!!!!!!!!!
সিটি জরিপে জনরায় পরিস্কার!!
তারপরেও যারা কাকজ্ঞানে অন্ধ হয়ে স্বপ্ন দেখে আর তার ফেরি করে তারাও কাকপাপী ;)

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
লেখক বলেছেন:
সিটি জরিপ জিনিস টা কি একটু খুইলা বলেন।
বা লিংক থাকলে দেন।

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
লেখক বলেছেন:
আমার মত একজন সাধারন ব্লগারের পোষ্টের যে পাঠক আর কমেন্ট, আমি স্যাটিস্ফাইড।
অন্তত ভিআইপি ব্লগার বিদ্রোহী ভৃগু র চেয়ে ভাল অবস্থানে ;)

২. ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
সেমিবস বলেছেন: সিটি জরিপটা দেখেন হাসান কালবৈশাখী ভাই

আ্প্নে কি ডাইরেক্ট রাজনীতি করেন, মানে রাজনৈতিক ফায়দাবাদ, বাড়ী-গাড়ী করেছেন??

যদি তা না করেন তবে আপনার নেত্রীর একগুয়েমী ক্যান আপনার কাছে পছন্দ একটু জানতে পারি??
রাস্তা-ঘাট-হাট-বাজারে একটু জরিপ করে দেখেন জনগন নিজের ভোট নিজে দিতে চায় কিনা??
জনগন আপনাদের ৭০% অটো ভোট কাষ্টিং এ খুশী নয়
সব জনতাকে আবাল ভাববেন না....................আমরা আম-জনতা কিন্তু আবাল নই.......

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
লেখক বলেছেন:
না ভাই, ডাইরেক্ট রাজনীতি তো দুরের কথা কোন দলেই নাই। সাধারন খেটে খাওয়া মানুষ।

তবে সিটি নির্বাচন নিয়ে লাফানোর কিছু নেই।
সাধারন নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচনের তুলনা করলে ভুল হবে। সিটি নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে সাধারনের ধারনা জন্মেছিল!
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও বহুল আলোচিত ৪ টি city election এ এই মনস্তত্তই কাজ করেছে। ১৯৯৩ এর ঢাকা সিটিতে মেয়র হানিফের জয় ও ২০০৪ এ চট্টগ্রামে মেয়র মহিউদ্দিনের জয়ে একই মনস্তত কাজ করেছে।

আর এম্পি নির্বাচন গুলো দেখুন, বগূড়ার দুটি বাদে বাকি সবগুলো উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা হলেও ভাল ভোটে জিতেছে।

বিম্পি-জামাত এমন কোন সোয়াবের কাজ করেনি যে তার প্রতি ভালবাসা হঠাৎ বেড়ে যাবে!

৩. ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
চলতি নিয়ম বলেছেন: আর কে কে আসতেছে দেখার জইন্য আসলাম =p~ =p~

৪. ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ধান্দাবাজির দিন শেষ ভাই।আপনার নেত্রীকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে কন।আমাদের মত সাধারন মানুষকে শান্তিতে থাকতে দিন।

২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
লেখক বলেছেন:
আলোচনায় বা নিগোসিয়েশনে আসলে হাসিনা সরে যাবে, এই আভাস বিভিন্ন ভাবে দেয়া হয়েছিল আগেই। কিন্তু অথর্ব বিএনপি জামাতের পাল্লায় পড়ে কোন দিকেই যেতে পারছে না।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

রাজীব বলেছেন: আমার মনে হয় নির্বাচনে পাল্লা মার্কা না থাকলে জামায়াতের সমর্থকরা সব দলে দলে নৌকায় ভোট দিবে। সেজন্য বিএনপি জামায়াতকে ছাড়া নির্বাচনে যেতে চাচ্ছে না।

আর ভারতকে আরো সাবধান হতে হবে। সীতাকুন্ডে আইএসআই ও তাদের দোষররা গুপ্ত হামলা করছে। কিন্তু সীতাকুন্ডের খুব কাছেই ভারতীয় সীমান্ত। ভারত একটু সজাগ হলেই আইএসআই সেদিক দিয়ে আর আসতে পারবে না।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
বারত জুজু এখন আর পাব্লিক খায় না।
১৯৭১এ ই এই বারতজুজু ফেল করছিল।
গত ৫ বছর ভারত এদেশের বা আম্লিগের কোন কাজে আসে নাই, ক্ষতি করা ছাড়া।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

HHH বলেছেন: আপনি বিএনপি নাকি জামাতের উপদেষ্টা যে এতো গোপন সংবাদ পেয়ে গেছেন? এইসব পোষ্ট না দিলে কি সরকার ভাতা বন্ধ করে দেয়? ভাতা যা পান তা দিয়ে বউ পোলাপাইন বাপ-মা পালতে পারেন তো?

ফাইজলামি বাদ দেন।

জামাত সহ অন্য সকল জোটভুক্ত দল চাইলেও বিএনপি নিরপেক্ষ সরকারের দাবী থেকে কখনোই সরে আসবে না

১৭| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্রীটিষ শাসনের আমলে জামাত একাধিক বার নিষিদ্ধ হয়েছিল।

ভারতে ভারতীয় জামাত একবার নিষিদ্ধ হয়েছিল।

পাকিস্তান আমলে জামাত দুই বার নিষিদ্ধ হয়েছিল, জামাত নেতা মাওদুদির ফাসির রায় হয়েছিল।

বাংলাদেশ ১৯৭২ এ জামাতকে স্থায়িভাবে নিষিদ্ধ করা হয়েছিল

বাংলাদেশ ২০১৩ তে জামাতের নিবন্ধন বাতিল করা হয়, গঠনতন্ত্রে একটি সংবিধান বিরোধী ধারা বাদ দিতে অস্বীকৃতি জানানোর কারনে। নিবন্ধন বাতিল এখনো বহাল আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.