নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

প্রবল বিরোধিতা থাকলেও একটি ব্যাপারে প্রধান দুটি দল একমত!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬





পরস্পর বিরোধী আওয়ামীলীগ ও বিএনপি-জামাত, একদল হা বললে আরেকদল না বলবেই। নির্বাচন তফশিল ঘোষনা করার পর সড়ক মহাসড়কে চলছে ব্যাপক সহিংশতা চলছে .. দেশজুড়ে।

এর পর টানা ৩ দিনের অবরোধ!

প্রবল বিরোধিতা থাকার পরও একটি ব্যাপারে প্রধান দুটি দল আওয়ামীলীগ ও বিএনপি-জামাত বিষ্ময়কর ভাবে একমত, ১০০% একমত। এরশাদের জাতীয় পার্টি ও ছোট ইসলামী মৌলবাদি দল গুলো ... এমনকি হেফাজতও একমত!



সেটা কি?



দেশ বিরোধী ‘টিকফা’ চুক্তি স্বাক্ষর।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

নিরব বাংলাদেশী বলেছেন: আমরা চিরকাল ই হাসিনা খালেদা কইরা মরলাম, আর তারা চিরকাল ই দিয়ে(টুট টুট) গেল, চোরে না শুনে ধর্মের কথা, কিন্তু ধর্মের কথা বলতে পারে আর আমরা তাদেরই পীর মনে করে নিজেরা নিজেরা যুদ্ধ করে মরি। টিকফাতো আমাদের জন্যই হওয়া উচিৎ

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আমরা সাম্রাজ্যবাদিদের পীর মনে করে নিজেরা নিজেরা যুদ্ধ করে মরি!

হ্যা .. সেটাই।

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৬

চাটুকার বলেছেন: ভারত আমেরিকা কেন হাসিনা সরকার কে সমর্থন দিচ্ছে এইটা বুঝেন না!!

ভারত আমেরিকার ক্লোন পররাষ্ট্রনীতি অনুসরন করে। সবার আগে তাদের স্বার্থ। তাদের পুর্ব পরিকল্পনা অনুসারে দেশ চলছে ১/১১ থেকে। মাঝে মাঝে একটু এই দিক সেদিক হচ্ছে।

মজীনার সাথে জয়ের বৈঠক, শরনের সাথে জয়,রেহানার বৈঠক। দিশাইয়ের বাংলাদেশে আশা এই টিকফার জন্য। আর জয় হাসিনার প্রয়োজন ক্ষমতা।

আওয়ামীলীগ না দিলে বিএনপি কে দিয়ে চুক্তি হতো!
জনগন সব কিছুর মালিক জিনিষটা-ই ভুয়া।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আওয়ামীলীগ না দিলে বিএনপি কে দিয়ে চুক্তি হতো অবস্যই।

আজ গভীর রাতেই বিএনপি ঘোষনা দিয়ে এই টিকফা চুক্তিকে স্বাগত জানিয়েছে।
টিভি নিউজ স্ক্রলে দেখাচ্ছে ...

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮

আবিরে রাঙ্গানো বলেছেন: বাংলাদেশের জনগন যেদিকেই যাক মাইনকার চিপা থেকে তাদের রক্ষা নেই। একতরফা নির্বাচনের বিরোধিতা করবা? করে লাভ কি? আমার তো মনে হয় হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের যে কপাল খালেদা আসলেও সেই কপাল। মাঝখানে শুধু শুধু জনগনের রক্ত দিয়ে হলিখেলা। এমন নয় যে খালেদা আসলে আমরা মুক্তি পাব চুরি আর দুর্ণীতি থেকে। এজন্য জনগনের উচিত ঘরে বসে টিভি দেখা। রাস্তায় আসুক যারা রাজনীতি করে খায় তারা। আমরা মাঝখানে মরব কেন। তারপরেও যারা রাস্তায় আসে মরতে তারা মরুক। আমরা অশিক্ষিত কুত্তা জাতী।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
একদম সঠিক কথা।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫০

মাজহারুল হুসাইন বলেছেন: কেন আওয়ামীলীগের এত পাছা বাচানোর চেষ্টা । বিএনপিকে দিয়ে ৫ বছরে এই কুইনাইন গেলানো যায় নাই । আর আজ গিলে এসে বলছেন বিএনপি কিছু বলল না ! হাউ পানি ! আমার হাপানি শুরু হইল । ভাই আর কত? এবার থামেন ।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি আমলের কথা সব ভুইলা গেলেন?

সোফা চুক্তি ... নিস্টা চুক্তি সহ ৩ টা চুক্তি কারা করেছিল?
যে চুক্তির বলে আম্রিকা বিনা পাসপোর্ট ভিসায় বাংলাদেশের যে কোন লোককে উঠিয়ে নিয়ে যেতে পারে!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
কুইনাইন এখন বিম্পির কাছে মিঠা!

বিএনপি আজ গভীর রাতেই ঘোষনা দিয়ে এই টিকফা চুক্তিকে স্বাগত জানিয়েছে।
টিভি নিউজ স্ক্রলে দেখাচ্ছে ...

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন: http://m.bdnews24.com/en/detail/home/704826

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৪

নীলতিমি বলেছেন: দেশের মানুষগুলাই মীরজাফরের বংশধর!
যে যায় লঙ্কায় সে হয় রাবণ।
গোলামীর তিলক এই জাতির কপালে - সেটা মুছবেন কীভাবে।

.......

ধন্যবাদ আপনাকে!

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের মানুষদের সমস্যা নেই।

সমস্যা নেতাদের ... :( :(

৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: ভাল লিখেছেন।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৫

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: নীলতিমি বলেছেন: দেশের মানুষগুলাই মীরজাফরের বংশধর!
যে যায় লঙ্কায় সে হয় রাবণ।
গোলামীর তিলক এই জাতির কপালে - সেটা মুছবেন কীভাবে।

.......

৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @নীলতিমি বলেছেন: দেশের মানুষগুলাই মীরজাফরের বংশধর!
যে যায় লঙ্কায় সে হয় রাবণ।
গোলামীর তিলক এই জাতির কপালে - সেটা মুছবেন কীভাবে।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের মানুষদের সমস্যা নেই।

সমস্যা নেতাদের ... দলসমুহের মধ্যে বিভেদ ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.