নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

অতি গুরুত্বপুর্ন ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে ও হাইওয়ের নিরাপদ চলাচলের ব্যাবস্থা চাই

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭



উভয় দিকে বিশেষ পুলিশি নিরাপত্তায় কনভয় তৈরি করে বিমানবন্দরে উড়োজাহাজের জন্য জ্বালানি নেয়া হচ্ছে



গাড়ীভর্তি মানুষকে আগুন দিয়ে কাবাব বানানো,

পরিকল্পিত ভাবে যাত্রিবোঝাই ট্রেন উল্টিয়ে নিরিহ লোকজন হত্যা করা।

গভীর রাতে মানুষের বাড়ীঘরে আগুন দেয়া।

তারা সরকারকে কিছু করছে না, আন্দলন চাঙ্গা হচ্ছে না দেখে সাধারন মানুষদের মেরে আতংক শৃষ্টি করছে।

খুনিরা যা করছে, সে তুলনায় পুলিশ অনেক কমই করছে।

সাধারন মানুষকে রক্ষায় সবাইকে আইনশৃক্ষলা রক্ষা বাহিনীদের সহায়তা করতে হবে।

সাধারন জনগন রক্ষায় পুলিশের যা যা করা দরকার তাই করতে হবে।



সভ্য পৃথিবীতে মৌলবাদ জংগিবাদ মোল্লাবাদ প্রভৃতি ফ্যাসিষ্ট শক্তির কোন স্থান নেই। কেউ তাদেরকে স্থান দেয়নি। মিশর ও আলজেরিয়াতেও সংখাগরিষ্ট হওয়ার পরও তাদের কে সামনে আসতে দেয়া হয় নাই।



আমাদের দেশের জংগি মৌলবাদিরা এককাঠি উপরে! তারা যুদ্ধাপরাধের মত ভয়াবহ অপরাধে যুক্ত ছিল। তাই তাদের এদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তাদের শাস্তি নিশ্চিত করা সভ্য সমাজের দায়িত্ব।

প্রয়জনে নির্বাচন স্থগিত করে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হবে। আইনশৃক্ষলা রক্ষায় প্রয়জনে সেনাবাহিনী মোতায়েন করে সর্বশক্তি নিয়জিত করতে হবে।



এখনই জরুরি ভাবে করনীয় ..



অতি গুরুত্বপুর্ন ঢাকা - চট্টগ্রাম রেলওয়ে ও হাইওয়ের নিরাপদ চলাচলের ব্যাবস্থা করতে হবে



ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে নির্বিঘ্ন চলাচলের জন্য সেনাবাহিনীর সহায়তা নিতে হবে।

পুলিশ, স্থানিয় পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি ও ভলান্টিয়ার নিয়োগ করে যে কোন মুল্যে ঢাকা - চট্টগ্রাম রেলওয়ে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এত হরতাল অবরোধের ভেতরও রিক্স নিয়ে কমবেশী যানবাহন চলছিল, শিতাকুন্ড এলাকায় চোরাগুপ্তা হামলার কারনে বার বার চলাচল বিঘ্নিত হয়েছে।

কনভয় পদ্ধতিতে ট্রাক ও বাস চলাচলের ব্যাবস্থা করতে হবে।

সরকার চেষ্টা করলে বিশেষ পুলিশ-বিজিবি + সেনা নিরাপত্তায় সামনে ও পিছে বিজিবির এসকর্ট এ ট্রাক কনভয় তৈরি করে প্রতি ট্রিপে একশত কন্টেনার বাহি ট্রাক পারাপার করতে পারে। এভাবে চালানো সম্ভব, কারন দেখা গেছে এই অঞ্চলের হামলাকারিরা সংখায় খুবই কম থাকে, বেশির ভাগ ক্ষেত্রে ৩-৪ জন দেখা গেছে।

কনভয়ের উভয় প্রান্তে পুলিশ বা বিজিবির ট্রাক থাকবে। ট্রাক হেল্পারের পাশে ছদ্দবেশে স্বসস্ত্র পুলিশ রাখা যেতে পারে।



জননিরাপত্তার জন্য সরকারকে অবস্যই সাহসি পদক্ষেপ নিয়ে যা যা দরকার তাই হবে।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

ওবায়েদুল আকবর বলেছেন: এইভাবে কি ক্ষমতায় টিকে থাকা যাবে? আওয়ামিলীগের উচিৎ সহনশীলতা আর গণতান্ত্রিকতা আত্মস্থ করা। এরকম সরকার আমাদের দেশে থাকুক এটা দেশের বেশীরভাগ মানুষই মেনে নেবেনা মেনে নিতে পারেনা। এখন আর ফাক ফোকড়ে যদি যুদ্ধাপরাধীদের মত কিছু কীটপতঙ্গ নির্বিঘ্নে ঘুরে বেড়ায় এর দায়দায়িত্ব আওয়ামীলীগের ঘাড়েই বর্তায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:

এখানে ক্ষমতায় টিকে থাকার প্রশ্ন আসে না।
জননিরাপত্তার জন্য সরকারকে অবস্যই প্রয়জনীয় পদক্ষেপ নিতে হবে, সেটা যে সরকারই থাকুক না কেন।

কোন আন্দোলনই বিরতিহীন হতে পারেনা, এটা বিশৃক্ষল নৈরাজ্যের নামান্তর। হামলাকারি ফ্যাসিস্ট পক্ষটি হরতাল অবরোধ ছাড়াই সিতাকুন্ড এলাকায় চোরাগুপ্তা হামলা করে অবিরাম সন্ত্রাসি নাসকতা করে যাচ্ছিল। রেলওয়েতেও নাসকতা করে যাচ্ছিল। বিএনপি এর দায় নেয় নি।
যে সরকারই থাকুক না কেন, এই এলাকার অবিরাম নৈরাজ্য শক্ত হাতে দমন করতে হবে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

হাসিব০৭ বলেছেন: আর বেশীদিন বাকি নেই। মানুষ এখন আপনাদের সৈরাচার বলে ডাকা শুরু করে দিয়েছে। আরও ভাল ভাল কাজ করুন আর ভাল ভাল ডিগ্রী আর্জন করুন যেমনঃ বাকশালী, মিথ্যাবাদি, ভারতীয় দালাল, কালো বিড়াল, শেয়ার বাজার ইত্যাদি আর কি

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
ডিকবাজ শ্বৈরাচার নিয়ে কান্নাকাটির দিন শেষ
তাকে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে।

জননিরাপত্তার জন্য সরকারকে অবস্যই শক্ত পদক্ষেপ নিতে হবে, সেটা যে সরকারই হোক

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

HHH বলেছেন: হাসান, আপনার অবস্থা আপনার সরকারের মতই। বড়ই একা।
আহারে।
গান গান,.--- আমি একা, বড় একা
:-< :-< :-< :-< :-< :-<

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
একা?

দলছুট চোরচোট্টা আর কল্যান পার্টি, LDPর মত কিছু "ওয়ান ম্যান পার্টি" আর নিষিদ্ধ ফ্যাসিস্ট জামাত শিবির কে নিয়ে গর্বের কিছু নেই।

থুথু খোড় এরসাদকে নিয়েও গর্ব করার কিছু নেই।

বাংলাদেশে দল একটাই - সেটা আওয়ামীলীগ।

আরেকটা আছে, এটা নাম 'এন্টি-আওয়ামীলীগ'
এটা আগে ছিল মুসলিম লীগ, পরে বিম্পি, এরপর জাতীয় পার্টি, এরপর আবার বিম্পি।
দলছুট চোরচোট্টা ও ফ্যাসিস্ট মৌলবাদি দলগুলো অলটাইম
'এন্টি-আওয়ামীলীগ' এর পাছার তলে হাটাহাটি করত।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

নাম বলবো না বলেছেন: এইভাবে কি সারাজীবন ক্ষমতায় থাকা যায়!!! আপনার নেত্রীকে দেশের মানুষের কথা শুনতে বলুন, দেশের বেশীরভাগ লোক যেখানে নির্দলীয় সরকারের অধীনে ফেয়ার ইলেকশন চায়, সেখানে আপনারা বন্ধুপ্রতিম রাষ্ট্রের তত্ত্বাবধানে জোর-জুলুম করে কতদিন ক্ষমতা আকড়ে থাকতে পারবেন, সবকিছুরই শেষ আছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমান বাস্তবতায় আলোচনা ও নিগোসিয়েশনের মাধ্যমে একটি সুষ্ঠ গ্রহনযোগ্য নির্বাচন করা সম্ভব ছিল, এখনো সম্ভব।

অন্তরবর্তিকালিন সরকারে থাকতো উভয় দলের মনোনিত সমান সংখক মন্ত্রী।
নিগোসিয়েশনের মাধ্যমে হাসিনা সরে যেতেন অবস্যই।
অন্তরবর্তিকালিন সরকারের প্রধান হতেন রাষ্ট্রপতি বা স্পিকার বা অন্য একজন।

(এই অফার মজিনার বাসভবনে ডিপুটি সেক্রেটারি অব স্টেট নিশা দেশাই এর উপস্থিতিতে দেয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিল আম্লিগ ও বিম্পি-জামাতের ১০ জন নেতা)
জামাতের হাইকমান্ডের চাপে বিএনপি এই অতিগুরুত্বপুর্ন অফারও প্রত্যাক্ষান করে।

কারন নর্মাল শান্তিপুর্ন নির্বাচনে গেলে জামাতের রাজনৈতিক মৃত্যু হবে। সুধু এই কারনেই জামাত বিএনপিকে আলোচনা থেকে সরিয়ে রেখেছে।
প্রবল সহিংসতা চালিয়ে সবকিছু বিধ্বস্ত করে আওয়ামীলিগকে কোনঠাসা না করা পর্যন্ত জামাত বিম্পিকে সমঝোতা বা নির্বাচনে যেতে দিবে না, সবকিছু ধ্বংশ করে বিজয়ী হয়ে ফিরে আসার জন্য জামাত প্রয়জনে ৩ বছর অপেক্ষা করবে!

ফ্যাসিস্ট শক্তি সাধারন নাগরিকের উপর সর্বাত্ত্বক যুদ্ধ ঘোষনা করেছে,
তাই নাগরিকদের নিরাপত্তায় সরকারকে সর্বশক্তি নিয়জিত করে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে হবে।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

HHH বলেছেন: ওয়াও, এইতো আসল হাম্বার চেহারা বেরিয়ে পরেছে।
বাংলাদেশের দল একটাই সেটা হবে আওয়ামীলীগ। নাকি?
আওয়ামীলীগের রক্তে মিশে আছে এই অসুস্থ বিকৃত মানষিকতা। তারা ছাড়া আর কেউ থাকবে না। সবাইকে কেন আওয়ামীলীগ হতে হবে? সবাই কি দেখতে একরকম? সবাই কি একরকম চিন্তা করে? তা যদি নয়া হয় তাহলে সবার একই রাজনৈতিক আদর্শ হবে এটা কিভাবে চিন্তা করেন? আমি আওয়ামীলীগ সমর্থন করি না। আমাকে কি জোর করে সমর্থক করাবেন? আমার মত কোটী কোটি মানুষ আছে। তাদের কি আপনাদের কথা মত চলতে হবে? মানুষ যে আপনাদের উপর চড়ম ক্ষিপ্ত এটা কি বুঝেন? নিরপেক্ষ ভোট হলে এরশাদ যে আপনাদের চেয়ে বেশি আসন পাবে এটা জানেন? যাদের এন্টি আওয়ামী মনে করেন তাদের প্রতি যে জনগণের সমর্থন এইমুহুর্তে আপনাদের চেয়ে অনেকগুন বেশি সেটা কি বুঝেন?
কোন বালই তো বুঝেন না আইছেন ব্লগিং কইরা সরকারী পেমেন্ট নিতে।

আচ্ছা সর্বশেষ, --- আপনারা যে মানষিকভাবে অসুস্থ এটা কি বুঝতে পারেন?

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
জনগণের সমর্থন আপনাদের চেয়ে অনেকগুন বেশি?

৫টা পৌরসভাতে জিত্যা আসমানে উইঠা গেছেন নাকি?

সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চায় তাদের নগর পিতা হউক ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতি মুক্ত থাকবে বলে ধারনা ..
চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গত মাসে ৪ টি বিভাগে ও গতকাল গাজিপুরে এই মনস্তত্তই কাজ করেছে।
বিএনপি ক্ষমতায় থাকলে এর উল্টাটাই দেখা যেত। গত টার্মে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ইত্যাদিতে বিরোধী দলের মেয়ররাই নির্বাচিত হয়েছিল।

৫টা পৌর নির্বাচনে আওয়ামীলীগের জনপ্রীয়তা কমেছে বলে আমি মনে করি না, কারন -
বিএনপি এ কয়দিনে এমন কোন সোয়াব কামাই করে নাই যে মানুষ গদ গদ হয়ে ভোট দিবে! মানুষ সঙ্গত কারনেই সরকারি দলের বাইরের একজনকে মেয়র নির্বাচিত করেছে। আবার একই সাথে সমতা রক্ষার তাগিদে কাউন্সিলার ভোটটি সরকারি দলকে দিয়েছে। নইলে বেশিরভাগ কাউন্সিলর পদ আওয়ামী লীগের পাওয়ার কথা না।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

HHH বলেছেন: বিএনপি ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে জিতছে, তা নিয়ে আপনি কি মনে করেন আর না করেন সেটা এমন কোন বিষয় না, এবং আমার ধারণা আপনিও এমন কোন নির্বাচন বিশ্লেষক না যে আপনার মনে করা বা না করা নিয়ে কারোও কোন মাথা ব্যাথা আছে

০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
কোন যুক্তি খুজে না পেলে এইরকমই মনে হয় :P

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সম্ভবত আপনিই হাটহাজারী মাদ্রাসার সমকামীতা নিয়ে লিখেছিলেন।পরে ব্যপক সমালোচনার কারনে পোষ্ট টি সরিয়ে ফেলেছে কতৃকপক্ষ। যদি সত্যি সত্যিই আমি আপনাকে চিহ্নিত করতে পেরে থাকি তাহলে বলবো। কেন এমন নোংরামী করেন? আর যদি তানা হয় তাহলে ক্ষমা চাচ্ছি।

ধন্যবাদ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাসান কালবৈশাখী ভাই ভুল করে আমি উপরের মন্তব্যটি করে ফেলেছি। এটা করতে ছেয়েছিলাম রুবেল১৯৮৭ কে। দয়া করে আমার মন্তব্যটি মুছে ফেলবেন।


ধন্যবাদ ভালো থাকবেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

হাসান কালবৈশাখী বলেছেন: - Thats ok

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৬

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ট্রাক কনভয় তৈরি করে মহাসড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মাল পরিবহন চালু রাখতে হবে।

হ্যা অবস্যই করতে হবে।
এভাবে যাত্রীবাহি বাসও চালু করা যায়।
এভাবে এন্ডলেস অবরোধ-হরতাল! আর কতদিন মানুষ সহ্য করবে?

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি ঠিকই বলেছেন। বিরতিহিন নৈরাজ্য অব্যাহত ভাবে চলছে।
অন্তত ঢাকা চট্টগ্রাম রুটটি বিশেষ ব্যাবস্থায় চালু রাখা দরকার।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এত হরতাল অবরোধের ভেতরও রিক্স নিয়ে কমবেশী যানবাহন চলছিল, কিন্তু শিতাকুন্ড এলাকায় বার বার চোরাগুপ্তা হামলার কারনে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

কনভয় পদ্ধতিতে ট্রাক ও বাস চলাচলের ব্যাবস্থা করতে হবে।
কনভয়ের উভয় দিকে থাকবে বিজিবির বা সেনাবাহিনীর ট্রাক,
রাস্তায়ও থাকবে সংস্লিষ্ট থানার নিজস্য ফোর্স, হাইওয়ে পুলিশ, নাজুক বিপদজনক অঞ্চলে থাকবে অতিরিক্ত ফোর্স। সিভিল ভলান্টিয়ারও নিয়োগ দেয়া যেতে পারে।

ঢাকা-চট্টগ্রাম রুট নিরাপদ করা সম্ভব হলে বাকি প্রধান হাইওয়েগুলো একই পদ্ধতিতে নিরাপদ করা যাবে।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: মা দুর্গ(হাসিনা)যাত দিন ক্ষমতা থেকে না নামবে তাত দিন আবরোধ চালানো উচিত..

এ সব আত্যাচার আনেক সয্য করা গেছে আর না..

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিশ্বজিত হত্যাকান্ডের আসামিদের প্রায় সবাইকেই ধরা হয়েছে।
বিচারও শেষ হয়েছে। এখন এসব নিয়ে বারাবাড়ি করা ফাজলামির নামান্তর।

বিশ্বজিত হত্যাকান্ডের কিছু তথ্য দেখুন -
Click This Link

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

চাঁন মিঞা সরদার বলেছেন:
আওয়ামীলিগের ফাইজলামী আর ঘৃন্য অত্যাচার সব সীমা অতিক্রম হয়ে গেছে। বাকশাল গঠনের জন্য আওয়ামীলিগকে যেমন চরম মুল্য দিতে হয়েছিলো, এই বারও তত্বাবধায়ক সরকার বাতিল করে নব্য বাকশাল কায়েম করার জন্য খুনী লীগকে চরম মুল্য দিতে হবে। হয়তো দলটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

ওয়েট করেন , এই সরকারের টাইম আর বেশী দেরী নাই। ১০০% নিশ্চিত থাকেন।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু সাহসি ট্রাক মালিক ও ড্রাইভারদের কারনে প্রাকৃতিক নিয়মেই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রাক চলাচল শুরু হয়ে গেছে। নস্যাৎ হয়ে যাছে অপশক্তির বিরতিহীন নাসকতা।
আজ প্রথম আলোর খবর।
Click This Link


০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
গুরুত্বপুর্ন ঢাকা - চট্টগ্রাম রেলওয়ে রুট সহ সকল রুটে রেল চলাচলও স্বাভাবিক হয়ে আসছে। গত দুদিন কোন বাধাবিঘ্ন ছাড়াই ট্রেনগুলো চলছে, তবে ধির গতিতে।
এ কদিন বিরামহীন নাসকতার বিরুদ্ধে দু:সাহসি রেলকর্মিরা দিবা রাত্র বিরামহিন ভাবে মেরামত কাজ চালিয়ে গেছে।
দুষ্কৃতিকারি জামাত-শিবিরের কুকুরেরা একপর্যায়ে উদ্ধারকারি ট্রেনের উভয়দিকের লাইন উপড়ে ফেলেছিল, দু:সাহসি রেলকর্মিরা মনবল না হারিয়ে আরেকটি ইঞ্জিন এনে দুঘন্টায় ভেতর লজিষ্টিক সাপোর্ট লাইন চালু করে। এই সাহসি রেলকর্মিদের কার্যক্রম কোন মিডিয়াতে আসে না

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২

যোগী বলেছেন: সরকার উচিৎ ঢাকা শহরের বিভিন্ন যায়গায় স্নাইপার স্যুটার সেট করা যাতে বাসে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই একটা মাথায় গুলি খেয়ে ঐ খানেই পড়ে থাকে। একটা দুইটাকে গুলি করে মারতে পারলে এই জিনিশটা কমবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
নাহ .. এতটা দরকার নেই। ঢাকার ভেতরটা মোটামোটি আন্ডার কন্ট্রল। আছে খুবই কম, বিচ্ছিন্ন ভাবে দুএকটা চোরাগুপ্তা হামলা, বেশির ভাগই থেমে থাকা বাসে টোকাইয়ের মাধ্যমে সন্তর্পনে বোতল পেট্রলবোম্ব ছেড়ে দিয়ে ভেগে পরে।

ঢাকার বাইরে দরকার, সাদা পোষাকে সসস্ত্র পুলিশ, মাথায় গুলি দরকার নেই। পায়ে।
পাছা বরাবর রাবার বুলেটের জলুনি ভাল কাজ দেয়।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমরা সবাই মিলে ঐক্য বদ্ধ হই। আমরা সবাই বালাদেশী চেতনা গায়ে মেখে নিজ মনের জোড়ে সমাজ পরিবর্তনের হাওয়ায় সব দূর্ণীতি উড়িয়ে দেই।

Click This Link

০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
অপশক্তির বিরুদ্ধে সবাই মিলে ঐক্য বদ্ধ হওয়াটা এখন জরুরি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.