নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
আজ সকালে ঢাকায় যানজট লেগে গেলে আর সারাদিন দুরপাল্লার বাস সহ সকল যানবাহন অবরোধ অগ্রাহ্য করে চলাচল শুরু করলে সারাদিন পর অবশেষে রাত দশটায় আবালদের বোধদয়!
শুক্র ও শনিবার অবরোধে বিরতি।
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
গায়ে লাগছে? সরি!
রাত ৮ টার দিকে ম্যাডাম টিভির খবর দেখতে বসে খেপে গিয়ে ফকরুলরে ফোনে খিস্তি ... মেজাজ খারাপ করে .. যার কারনে নির্ধারিত গণমাধ্যমের কর্মীদের সাথে মতবিনিময় অনষ্ঠান বাতিল করেন কোন কারন ছাড়াই!
মতবিনিময়ের জন্য আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের গুলশানে নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এক ঘণ্টা গেটে সামনে দাঁড়িয়ে থাকার পর খালেদা জিয়ার পক্ষ থেকে জানানো হয়, তিনি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলবেন না ।
আজ বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত অপেক্ষা করেন গণমাধ্যমের কর্মীরা। পরে রাত নয়টার দিকে চেয়ারপারসনের মিডিয়া উইং শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানান, খালেদা জিয়া তাঁদের সঙ্গে মতবিনিময় করবেন না। (প্রথম আলো)
এই কারনেই অবরোধে বিরতি।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০
রাজীব বলেছেন: আমার ঢাকার বাহিরে যাবার খুব দরকার ছিল। যদি দিন থাকতে ঘোষনা দিত!!
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
দিন থাকতে ঘোষনা?
এই আবালদের ঘুম ভাঙ্গে ২ টার পর, এর পর দাত মাইজ্জা নাস্তা খাইয়া তাইরে নাইরে করতে করতে বিকাল! পরে সন্ধার দিকে ভাতখাইয়া মাগরেবের পর মিটিং-টিটিং শুরু ...
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৪
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আপনি এত বড় আবাল যে ঢাকার বাইরে অন্য জেলার কোন খবর রাখেন না.।.।.।। দেখলে বুঝতেন অবরধ কি জিনিশ????
১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আবালদের অবরদ কি জিনিশ তা তো দেকেছি ..
ঢাকার বাইরেরটাও দেকেছি!
লক্ষিপুর চানপুর কুমিল্লায় জামাতি নেতার প্রতি রাতে পার গাছ ৫০০ টাকায় নিয়োগ দিয়ে রাস্তার উপর গাছ কেটে রাস্তা বন্ধ করার অপচেষ্টা। গরিবের ব্যাটারি রিকশাটা ভাইংগা চোটপাট দেখানো ....
'ঢাকা চল' রোড ফর হাইডেন্সি ও দেখেছি!
পলায়নে (হিডেন) কে কত পারদর্শি দেখলাম।
ঢাকায় নাকি লাখ লাখ বিম্পি,ফাইনাল খেলাতেও নামেনি রাবারের গুল্লির ভয়ে?
জামাতরে কয় - 'তোরা আগে নাম'
আর নেতারা বালিশে পা সোফায় হেলান দিয়া টিভিতে তামসা দেখা!
ঢাকায় নাহয় খুব কড়াকরি, ঢাকার বাইরে কি করলো?
অন্তত ঢাকার উপকন্ঠেও তো সিম্বলিক ভাবেও কেউ হাজির হলনা!
রাজশাহী, নোয়াখালী বগুড়ার নেতারা সব হরতালে রাস্তায় সোচ্চার থাকলেও রোড ফর ডেমোক্রেসির দিনে সবাই রাস্তায় না নেমে হিডেন হয়ে গেল!
এই তো আপনার 'জিনিশ'
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাগু ধরা চলছে
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: এখন অবরোধ দেয়াটা বি এন পির জন্য ভূল হবে। পাবলিকের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অবরোধ হলেও মানুষ এখন অবরোধ আমলে নিবে না।
ট্রাম্পকার্ড / ফাইনাল কার্ড ছাড়ার আগে মাঠের অবস্থা বুঝে নিতে হয়।
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন: আবালদের কে বোঝাবে?
৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
অবরোধের দিন ৯-১-১৪ ঢাকার রাস্তা (ডেইলিস্টার)
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
হাসান কালবৈশাখী বলেছেন: আজকের 'প্রথম আলো'র একটি খবর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন -
শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী টানা হরতাল দেওয়ার পক্ষে।
তারা বলছে - যেহেতু প্রকাশ্যে বের হওয়া যাচ্ছে না, তাই হরতালই দেওয়া ভালো হবে। তবে কর্মসূচির ব্যাপারে দলীয় চেয়ারপারসন সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, জামায়াত তাদের বলেছে, এখন কঠোর অবস্থান থেকে সরে এলে ভোটের আগে ও ভোটের দিনের সব নাশকতার দায় বিএনপি ও জামায়াতকে নিতে হবে। এটা ১৮ দলের রাজনীতির জন্য ভালো হবে না।
তবে বিএনপির পক্ষ থেকে জামায়াতের শীর্ষস্থানীয় এক নেতাকে বলা হয়েছে, বিদেশিরা এই নির্বাচনকে বৈধতা দিচ্ছে না। তারা বিরোধী দলের নাশকতাও পছন্দ করছে না। সরকারও সহিংসতা পরিহার করে আলোচনার কথা বলেছে। এ অবস্থায় বিদেশিদের ও সরকারের মনোভাব দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। তবে বিএনপি জামায়াতের প্রস্তাব নাকচ করে দেয়নি।
বিএনপির দুজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেছেন, একতরফা নির্বাচনের পর সরকারের যে রকম চাপে পড়ার কথা ছিল, তা না হওয়ার পেছনে জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের নাশকতা অনেকটাই দায়ী। তবে এই দুই নেতা এও বলেছেন, এটা অস্বীকার করার উপায় নেই যে ওই নাশকতায় বিএনপির সায় ছিল।
Click This Link
৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
অবরোধের দিন ৯ তারিখে তো রিতিমত যানজট!
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
নির্বাচনের পর বিএনপির কর্মকান্ডে বিশৃক্ষলা ও সিদ্ধান্থীনতা এখনো অব্যাহত আছে।
বিশেষ করে বিরোধী নেত্রীর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষমুহুর্তে স্থগিতের সিদ্ধান্ত, কঠিন শীতের রাতে ৫০-৬০ জন সাংবাদিক-ক্যামেরাম্যানদের একঘন্টা দাড় করিয়ে রাখার দুঃখপ্রকাশ করার সৌজন্য টুকুও ছিলনা
সবাই অকারন অবরোধ অগ্রাহ্য করা সুরু করলে এরপরও অপরিকল্পিত অনির্দিষ্ট কালের অবরোধ সিডিউল জারি!
সাপ্তাহিক উইকএন্ড, মিলাদুন্নবীর তারিখও ভুলে গিয়েছিল।
অবশেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে থামলো।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
আজাইরা বলেছেন: আপনিই তো বড় আবাল । বলদ কোথাকার ।