নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ফ্যাক্স বার্তাটিতে রয়েছে অজস্র টেকনিকেল ভুল

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

ফ্যাক্স বার্তাটিতে অজস্র টেকনিকেল ভুল।

বোঝাই যায় কাঁচাহাতে ফটোশপের মাধ্যমে আনাড়ি অর্ধশিক্ষিত লোক দিয়ে ভুয়া ফটোকপি বানানো হয়েছে।



১। সেনাবাহিনীতে যশোর জিওসি বলে কোন শব্দ নেই। যশোর আর খুলনা অঞ্চলের জিওসিকে বলা হয় জিওসি- ৫৫ বা ৫৫ ইনফ্যানট্রি ডিভিশন। সাধারনত লেখা হয় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি। (GOC, 55 infantry division)

'যশোর জিওসি' অফিসিয়াল ফরমেট ভাষা নয় মোটেই।



২। পররাষ্ট্র মন্ত্রলালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে ভারতের সাথে কাজ করে কেবল মাত্র দক্ষিন এশিয়া অনুবিভাগ। অথচ এখানে উল্লেখ করা হয়েছে ইস্ট এশিয়া এন্ড প্যাসেফিক অনুবিভাগের নাম, যা গুরুতর ভুল।



৩। যে কোন প্রতিরক্ষা / ‍নিরাপত্তা ইস্যুতে - কোন বাহিরের ডিফেন্স এ্যাটাচের সাথে

যোগাযোগের নির্ধারিত ধারা হল এএফডি / নিরাপত্তা সংস্থা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা, এখানে তা নেই, যা এই বার্তার অসাড়তা প্রমাণ করে।



৪। এমন কোন বিষয় থাকলেও তা হত অতি গোপনীয় এবং এনক্রিপ্টেড। আর তা কখনোই ফ্যাক্স আকারে পাঠানো হত না। অতি গোপনীয় বার্তা প্রেরণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রেরণ পদ্ধতি আছে যাকে সাইফার কোডিং বলে। সাইফার কোডিং বার্তা কখনো মূল পত্র হিসাবে যায় না। বার্তা অন্য কোন বার্তার সাথে মিক্স হিসেবে থাকে, যা ডিসাইফার করতে হয়। এখানে বার্তা সবটাই উন্মুক্ত।



৫। যদি উন্মুক্ত ভাবেই পাঠানো হয় তা গুরুত্বপূর্ণ বা গোপনীয় বার্তার পাতার উপরে ডানে তা SECRET লেখা ট্যাগ করা থাকে। বৃটেন, যুক্তরাষ্ট্র সহ ভারত, বাংলদেশও এই ফরম্যাট অনুসরন করে। কিন্তু সেখানে দেখানো হয়েছে পাতার নম্বর, যা কোন ভাবেই অফিসিয়াল ফরমেট বলা যাচ্ছে না।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

সংবিধান বলেছেন: চিন্তার বিষয।

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
অবাক হওয়ার কিছু নেই।
দুমাস ব্যাপি বিম্পি+ছাগুদের বিরামহীন সব আন্দলোন নাসকতা ব্যার্থ হয়ে যাবার পর .. অতঃপর আবার সেই পুরনো অস্ত্র ফিরিয়ে আনা - 'বারত যুযু'

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: দেশে কি হচ্ছে রে ভাই

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন: বুজেন না?

আন্দলোন নাসকতা সব ব্যার্থ হয়ে যাবার পর মাথা খারাপ হয়েগেছে সব ছাগুদের!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

অংকন কুরী বলেছেন: ওটা বাশেরকেললার বানানো

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

মোঃ আব্দুল হালিম বলেছেন: আগা মাথা কিছুই বুঝলাম না ভাই

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

হাসান কালবৈশাখী বলেছেন: কোতাই থাহেন?

ফেবুতে ছাগুরা একটি ভুয়া ফ্যাক্সের ফটোকপি দেখিয়ে বলছে যে সাতক্ষীরায় শিবির দমন করতে ভারতীয় ট্যাঙ্ক ও গোলন্দাজ বাহিনী আনা হয়েছিল নির্বাচনের পর পর!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

নিয়ামুল ইসলাম বলেছেন: ছাগলের খোয়ার থেকে কি বের হোল আর বোকা হুজুগে বাঙলী রে আবার বোকা বানানোর চেষ্টা :/ ছাগল গুলার একটা কোচিং সেন্টার খুলা উচিত যেখানে সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের ফটোশপ ছাগ্লামি শিখানো হবে। X(( X((

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

হাসান কালবৈশাখী বলেছেন: ;) ;) ;) =p~ =p~ =p~

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: যাক দেরীতে হলেও ব্যাখ্যা পাওয়া গেল। ভাবতেছিলাম এখনও বালের কেউ এটার বিরুদ্ধে পোস্ট দিচ্ছে না কেন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন: ও..ওও - এতক্ষন তাহলে তামসা দেখছিলেন, কেউ এই গুজব খাইতেছে কি না?

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২

ফিলিংস বলেছেন: এটা ভুয়া সবাই জানে।

ইসলামের ভুল ব্যখ্যা যারা করে , তাদের কাছে এর চেয়ে ভাল আর কি আশা করেন --------

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এটা ভুয়া জিনিষ, এটা সবাই জানে।

কিন্তু আমাদের অফিসের অনেকেই এটা বিশ্বাস করে বসে আছে।
এটাই বাস্তবতা।
যে দেশে জনসাধারনের একটি বড় অংশ 'সায়েদির চাঁদে যাওয়া' বিশ্বাস করে বসে ছিল।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

মোঃ আব্দুল হালিম বলেছেন: আমাদের দেশেও একটা আম আদমি পাটি করা দরকার

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

হাসান কালবৈশাখী বলেছেন: লাভ নাই, এদেশে ভালমাইষের ভাত নাই

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

চলতি নিয়ম বলেছেন: আবাল দের পেছনে এত সময় নষ্ট করার কোনো মানে হয় না।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ফেবুতে আবালদের উৎপাতে চলার উপায় নেই ....

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

বেঈমান আমি. বলেছেন: মানুষ এখন আর ছাগুদের এইসবে বিশ্বাস করে না।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
Exactly বেঈমান ভাই।

বোনাফাইড বিম্পি সমর্থকরাও এসবে বিশ্বাস করে না। করলে এতক্ষনে আমার চামড়া উঠায়ে ফেলতো!
তবে কিছু শিক্ষিত নামের আবাল এখনো এসব সত্য বলে মনে করে।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

বেঈমান আমি. বলেছেন: এদের কোন ইস্যু নাই।কি আর করবে এই ইসলাম আর ইন্ডিয়া নিয়া কয়দিন চলুক আর আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:

ঠিকই বলেছেন। এদের হাতে এখন কোন কোন ইস্যু নেই। তাই এই মাসের কর্মসুচিতে কোন হরতালও রাখে নি।
দেশ এগিয়ে যাবেই।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

শিপু ভাই বলেছেন:
কাঠাল পাতা খাইলে যা হয় আর কি!!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ঠিক বলছেন। আন্দলোন নাসকতা সব ব্যার্থ হয়ে যাবার পর মাথা খারাপ হয়ে এখন আবার 'বারত যুযু' তে ফিরে আসা।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

কলাবাগান১ বলেছেন: আজ আরেকজন লিখলেন যে শেখ হাসিনা নাকি লাশের খবর শুনে ফেনসিডিল খেয়ে তারপর ঘুমাতে যেতেন....... এরা যে কত নিচে নামতে পারে.......

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন: ঠিক বলেছেন।
কিছু শিক্ষিত নামের আবাল এখনো এসব সত্য বলে মনে করে।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

পথহারা নাবিক বলেছেন: বাঁশের কেল্লার অ্যাডমিনকে গরু ধর্ষণ মামলায় দেওয়া উচিৎ!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

হাসান কালবৈশাখী বলেছেন: ;) ;) ;) =p~ =p~ =p~

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

Eisenheim বলেছেন: আর এদের ধৈর্য্যও আল্লাহ দিসে, দুই দিন পর পর কোত্থেকে কি সাজায় গুছায় নিয়ে আসে /:)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

হাসান কালবৈশাখী বলেছেন: ধৈর্য লাগেনা।
এদের আছে বিশাল টিম, এক একজনের শতশত একাউন্ট, আছে অফুরন্ত অর্থের যোগান ...

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আসলে এরা সবাইকে বোকা মনে করে বিড়াল কে লায়ন বলে ফালাই। X( X(

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
বোকা মনে না করলেও চলে।
গ্রামের সহজ-সরল ধর্মপ্রান মানুষ সহযেই এসব বিশ্বাস করে, সুধু করেই না, মোবাইলে লোড করে আরো বিভিন্ন মানুষকে না বুঝেই এসব মিথ্যা অন্যকে দেখিয়ে গেলায়। শহরের কিছু শিক্ষিত নামের আবালও এসব আবর্জনাকে সত্য বলে বিশ্বাস করে অন্যকেও বোঝানোর চেষ্টা করে।
এজন্য সবাই সচেতন থাকা দরকার।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০২

মতিউর রহমান মিঠু বলেছেন: "ঠিকই বলেছেন। এদের হাতে এখন কোন কোন ইস্যু নেই। তাই এই মাসের কর্মসুচিতে কোন হরতালও রাখে নি।
দেশ এগিয়ে যাবেই। "

হরতাল দেয়নি তাতেও দোষ!! আর কতো ছাগলামী করবেন?মনে হচ্ছে হরতাল দেয়নি বলে আপনার (পোষ্টদাতা সহ) মতো কতিপয় ছাগল খুব দুঃখ পেয়েছেন!! মানষিক প্রতিবন্ধি হয়ে গেছেন সবাই।
১৫৩ টি আসনে মানুষের ভোটের অধীকার কেড়ে নেয়া হলো, সারাদিন ভোটার বিহীন ভোট কেন্দ্র টিভি মাধ্যমে সবাই দেখলো, পত্রিকাগুলো বড় বড় ছবি ছাপালো এসব কি সব মিথ্যে?
এমন নির্বাচনে জয়ী হয়ে যে সরকার গঠিত হয়েছে তাকে সাপোর্ট করে বড় বড় পোষ্ট দেয়া আর ঢালাও ভাবে দ্বিমতকারিদর রাজাকার আখ্যায়িত করা ভাল মানষিকতার মানুষের পরিচয় নয়।
স্থগিত কোন আসনের নির্বাচন গেল গতকাল, যশোর না কোথাকার এক আওয়ামী প্রার্থী ১৭ হাজার ৮১৭ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়ছে!! এটা কি স্বভাবিক নির্বাচন? একজন চেয়ারম্যান এরচেয়ে বেশি ভোটে নির্বাচিত হয় আর এটাতো জাতীয় নির্বাচন। এমন নির্বাচন যারা বৈধ বলে চিৎকার করে তারা হয় পাগল নাহয় ছাগল বা ভয়ংকর দালাল।

১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কি বললাম আর কি বুঝলেন?

"এই মাসের কর্মসুচিতে কোন হরতালও রাখে নি। দেশ এগিয়ে যাবেই"
এখানে দোষি করলাম কাকে? আমিতো প্রশংসা করলাম। :|

আমি কোথায় ঢালাও ভাবে দ্বিমতকারিদর রাজাকার আখ্যায়িত করলাম?
এখানে কমেন্টদাতারাও কেউ এধরনের কথা বলে নি। আপনার মনের ভুল।
মাথা খারাপ হয়ে গেলে যা হয়, আর কি। ;)

আজকের খবর আরো ভাল - বিএনপির হাই কমান্ড জানিয়েছে -
আগামি ৬ মাসেও কোন হরতাল কর্মসুচি রাখা হবে না।
সুভবুদ্ধির জয় হোক।
ধন্যবাদ।

১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

হাসান কালবৈশাখী বলেছেন:

১৫৩ টি আসনে মানুষের ভোটের অধীকার কেড়ে নেয়া হয় নি মোটেও।
বরং কুচক্রিরা বোমাবাজি, জবাই, গুপ্ত হত্যাকান্ড চালিয়ে আর ভয় দেখিয়ে কাউকে দাঁড়াতে দেয় নি, তারা ভোটারদেরকেও হত্যার হুমকি দিয়েছিল। স্বাভাবিক ভাবেই ১৫৭ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
১০০ ভাগ বৈধ ভাবেই।

এই ১৫৭ সিটের ভোটারদের ভোটাধিকার হরনের জন্য বিম্পি-জামাতের গুন্ডামি শতভাগ দায়ী।
এদের ভয়ে জনপ্রীয় স্বতন্ত্ররাও দাড়াতে পারেনি। যারা পেরেছে তাদের উল্লেখযোগ্য সংখক বিপুল ভোটে আওয়ামী প্রার্থিকে পরাজত করেছে, অনেক মন্ত্রীও পরাজিত হয়েছে। সন্ত্রাস নৈরাজ্য না থাকলে আরো বিপুল সংখক স্বতন্ত্র বা ছোট দলের প্রার্থি জিতে আসতো।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

মতিউর রহমান মিঠু বলেছেন: "স্বাভাবিক ভাবেই ১৫৭ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
১০০ ভাগ বৈধ ভাবেই।"


হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা! আপনার এ পোষ্টের মন্তব্যের জবাবে দেখলাম বার বার বলছেন "শহরের কিছু শিক্ষিত নামের আবাল"!! আপনি ১০০% বৈধ বললেন, আপনিতো ভাই "বালযুক্ত আবাল" এবং অন্ধ দালাল সেটা কি বুঝেন?
BAL এর যারা অন্ধ দালাল শুধু তাদেরই বাল আছে আর সবাই বলহীন আবাল। সারা বিশ্ব বলছে নির্বাচন বৈধ হয়নি আর আপনারা ১০০% বৈধতার ঘোসনা দেন ঐ প্রবাদের মতো "গায়ে মানেনা আপনি মোড়ল'র" মতো।
উট পাখির মতো মুখগুজে থাকলে বাস্তবতা বুঝবেন তা আশা করিনা। বালযুক্ত শিক্ষিত হয়ে অশিক্ষিত মানুষের চেয়েও আপনারা অন্ধ।
শিক্ষিত হয়তো হয়েছেন তবে স্বশিক্ষিত হতে পারেননি, তাই এমন শিক্ষার গৌরব নেই। নিজ দল ও অন্যদল যেই হোক তাদের ভালো কাজকে ভালো আর মন্দ কাজকে মন্দ বলা শিখেন। নিরপেক্ষ সমালোচনা করুন এবং শিক্ষার মর্যাদাটুকু রাখুন। আওয়ামী লীগ ও বিএনপি কোন দলই ধোয়া তুলসিপাতা না, দু'দলেরই যেমন ভাল কাজ আছে তেমনি মন্দ কাজও আছে। সবার ভালো কাজের প্রসংশা যেমন করা উচিত ও মন্দ কাজের সমালোচনাও করা উচিত।
আলীগের সব ভালো আর অন্য দলের সবই খারাপ এমনতো নয় তাইনা? তাই ভাল কে ভাল আর কালো কে কালো বলুন। আপনার মতো শিক্ষিত মানুষের কাছে আমার মতো অশিক্ষিত মানুষ নিরপেক্ষ সমালোচনা আশাকরি ভাইজান।
ভাল থাকবেন সব সময়....

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩০

হাসান কালবৈশাখী বলেছেন: ভাই খেপে গেলেন নাকি?

'বাল' বললে গালির মত শোনায়। বাআল বা আলীগ বললে ভাল হয়।

আপনি ভুল বুঝেছেন, আমি বাআল এর কেউ না। তবে এবার এ দলটিকে সর্বাত্ত্বক সমর্থন দিয়েছি, জামাতিদের ভয়েই।
আপনি ভালকরেই জানেন বিম্পি-জামাত এবার আসতে পারলে ৭১ এর বুদ্ধিজীবি নির্মুলের চেয়েও জামাত ভয়াবহ নির্মুল অভিযানে নামতো, তাদের টিকে থাকার স্বার্থেই। দেশের সবগুলো প্রতিষ্ঠানের স্থায়ীভাবে ক্ষতি করে ছাড়তো। আমি জেনেশুনে এটা চাইতে পারি না, মুখে বললেও আপনিও এসব চান না। আমি নিশ্চিত।
ওরা দুমাস আগে আমাকে একাধিক বার পরামর্শ দিল ভারতের ভিসা রেডি করে রাখার জন্য।
জিতার আগেই এই অবস্থা!

মিলিট্যান্ট Radical দলগুলো বাদে BNP আর আলীগের মধ্যে কোন তফাত নেই। যে কেউ আসুক ওয়েলকাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.