নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

কার্তিক মাসে আষাড়ে গল্প!

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩

জনাব আইনমন্ত্রী! এই কার্তিক মাসে আষাড়ে গল্প আর কত শোনাবেন?
পিয়াসের বোন সুন্দরী সহকর্মির মান বাঁচাতে ফালতু কাহিনী বানাতে তিন-চার দিন লেগে গেল?
ক্লাস ফাইবের শিশু মুক্তিযুদ্ধের রণকৌশলের গোপন বৈঠক করছে? হাসবো?
পিয়াসের বাপকে মুক্তিয়োদ্ধাদের সমর্থন বন্ধ করে সুপথে আনতে পিয়াসকে আটক?
আরে .. পাকি আর্মি যেখানে মুক্তিয়োদ্ধা বা আওয়ামীলীগের গন্ধ জানতে পারলেই তার গুষ্ঠি ছাফা করতো।
ঐ সময়কার যে কোন জেলা শহরে অবস্থানকারি যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
কোন মুক্তিয়োদ্ধা বা আওয়ামী সমর্থক, বা হিন্দু জেলা শহরে প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। সম্ভব ছিলনা।
পরিবার পরিজন নিয়ে থাকা তো অবিশ্বাস্য!
জনাব আইনমন্ত্রী! পিয়াসের বোনের থেকে শোনা আষাড়ে গল্প বাদ দেন।
উনি মুসলিমলিগার ছিলেন।
উনি শান্তিকমিটির চেয়ারম্যান ছিলেন।
এসব কথা তার পুত্ররা অনেক আগেই বলেছেন। রেকর্ডেড।
তার মহাগুনধর পুত্র পিয়াসও একই রাজাকারি আদর্শ ধারন করতেন, আমৃত্যু তাই করে গেছেন।



*সংযুক্ত*

পিয়াসের তৌফিকা করিম (আমেরিকান চেম্বারের আফতাব আহমেদ এর স্ত্রী) উনি মন্ত্রীর সহকারি নন, আইনমন্ত্রীর ল ফার্মের ..... জুনিয়র।
পারিবারিকভাবে সম্ভবত তারা আত্মীয় ।

তার ইতিহাস বয়ানে কয়েকটি তথ্যবিচ্যূতি আছে।
(১) পিয়াসের বোন তৌফিকা করিম আইনমন্ত্রীর নিজের জুনিয়র, কিন্তু তিনি বলেছেন তার বাবার জুনিয়র। 'নিজের' কথাটা তিনি আড়াল করেছেন।
(২) তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের সময় পিয়াস ফাইভে পড়তো, পিয়াসের স্বজনরা বলছেন পিয়াস সেভেন বা এইটে পড়তো,
(৩) আইনমন্ত্রী বলেছেন পিয়াস বাবার একমাত্র সন্তান ছিলেন সেই সময়,
কুমিল্লার লোকজন বলছেন, তার ৭/৮ বছরের আরেকটা ভাই ছিলো।

তিনটি গুরুত্বপূর্ণ তথ্যই যদি ভুল হয়,
তাহলে তার পুরো বক্তব্য আমলে নেওয়ার কারন দেখি না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৪

খেলাঘর বলেছেন:

শালার কুত্তামন্ত্রীকে লাথি মেরে পাকী করিমের সাথে কবর দেয়ার দরকার; পাকী করিম ১২/১৩ বছরের ছিল ১৯৭১।

১২/১৩ বছরের বহু ছেলে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন; কিন্তু এধরণের পাকী পোাষা পরিবারের ছেলে তাঁরা ছিল না।

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আইনমন্ত্রী আনিসুরের দাবী মোটেই গ্রহন যোগ্য না। কারন ঐ সময়ে উনিও প্রাথমিক স্কুলের ছাত্র

আইনমন্ত্রীর বক্তব্যের সমর্থনে কুমিল্লার বা কেন্দ্রীয় কোন নেতা সমর্থন করেনি।

পিয়াস নিজে রাজাকার ছিলেন না সত্য। রাজাকার হলেও সমস্যা ছিল না।অনেক রাজাকারই প্রানের ভয়ে বিপাকে পরে রাজাকারি করেছে।
উনি রাজাকার পুত্র হলেও সমস্যা ছিল না।

মুল সমস্যা হচ্ছে উনি কট্টর ভাবে রাজাকারি আদর্শ ধারন করতেন,
অবলিলায় টকশোতে ৭১এর ঘাতক যুদ্ধাপরাধীদের সমর্থন করে বক্তব্য দিতেন। হেফাজত, হিজবুতি, তালেবান, আইএস সহ সব ধরনের কট্টর মিলিট্যান্ট গ্রুপগুলোকে প্রায় প্রকাস্যেই সমর্থন করে বক্তব্য দিতেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.