নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

আলজাজিরা এটা কি বললো?

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩

আলজাজিরার সংবাদ পাঠক এটা কি বললো?

আলজাজিরা গতকাল খবরে গো আজমের মৃত্যু প্রসঙ্গে বলছিল “ফোরমার লিডার অব দা বিগেষ্ট অপজিসান পার্টি"।
তাহলে জামাত বিগেষ্ট অপজিসান হয়ে থাকলে বিএনপি কি?

আজকে বলল “হিজ প্রসিকিউসান এন্ড কনভিকশান ওয়াজ হাইলি কন্ট্রভার্শিয়াল” তার রায়ের দিন নাকি খুবই উত্তাল সহিংশতা হয়েছিল।
আলজাজিরার বাঙালি সংবাদদাতা বলছিল "বেশির ভাগ লোক নাকি মনে করে গো আজম নির্দোষ"!

অতচ সবাই জানে সেদিন সমঝোতামুলক ভাবে মৃত্যুদন্ডের রায়টি বয়সের কারনে? কমিয়ে ‘জাবৎজীবন’ করাতে আসামিপক্ষ সন্তুষ্ট ছিল, হরতাল দিলেও সহিংসতা ছিলনা বললেই চলে।
এখন বোঝা গেল মিশর কি কারনে ৩ স্থানীয় আলজাজিরা সাংবাদিককে জেলে ঢুকাইছিল।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

ইউরো-বাংলা বলেছেন: আলজাজিরা ঠিকই বলেছেন।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাত বিগেষ্ট অপজিসান পার্টি।

বিএনপি শ্যাষ।
গয়েশ্বর বাবুরে জানাজায় পাঠাইছে দলের রিপ্রেজেন্টটিটিভ হিসাবে

দেখেন না, আলাল সহ ৬১ জনরে ধইরা নিয়া গেল ... মাত্র ১০-১২ টা পুলিশ! ড্যানাটা এক হাতে ধইরা নিয়া গেছে, ব্রয়লার মুরগির মত, একজনও একটুও নড়াচড়া করে নাই।

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভাশাসৈনিক,অদ্ধাপক একজন গোলাম আজম;উনার ব্যাতিত বাংলার িতিহাস অস্পম্পুরন

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনাড় ষেটায়াড় তা বালো হয়েশে .....

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭

শাহীন উল্লাহ বলেছেন: আওয়ামী রাজাকরদের বিচার কেনো হচ্ছে না ???

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
হবে হবে ....

আগেই হইত,
কিন্তু নিজামি হুজুরের ব্লাডপ্রেসার কমতেছেনা কোন মতেই।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩২

মিতক্ষরা বলেছেন: কিন্তু বিএনপি কোথায় বিগেস্ট অপোজিশন পার্টি। শেখ হাসিনা এই সেদিনও তো বললেন কেন বিএনপির কথা পত্রিকা প্রকাশ করে? বিএনপি জামাত কেউই তো বিগেস্ট অপোজিশন নয়। সংসদীয় গনতন্ত্রে সংসদই মূল বিবেচ্য।

আল জাজিরাকে বুশও বোমা মারতে চেয়েছিল। সুতরাং আল জাজিরার জন্য বিরোধিতা বা শত্রুতা নূতন কিছু নয়।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ভারতের কংরেসও কাগজে কলমে প্রধান বিরোধী দল না। কিন্তু বাস্তবে।

BBC CNN এর মত আলজাজিরাও একটি পশ্চিমা ধাঁচের পেশাদার নিউজ চ্যানেল। ৯০ দশকে বিবিসি এরাবিক সার্ভিস বন্ধ হয়ে গেলে এই ইউনিটের প্রায় সকল কর্মিরা মিলে একটি নতুন আরবী চ্যানেল গঠন করে। কাতার ও অন্যান্য আরব দেশের ধনী গ্রুপগুলো ফান্ডিং করতে এগিয়ে আসে ও সেয়ার কিনতে থাকে, এই মালিকরা বেশিরভাগ ওহাবি আদর্শের।
ওরা ওহাবি আদর্শের জামাতিদের অনুরোধ ফেলতে পারেনি।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯

জেরিফ বলেছেন: টাকায় সব হয় ! !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.