নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
বিম্পি -ঝামাতের ডাকা অবরুদ- আন্দোলুন জোড়দার চলছে।
ন্যেতা কর্মিরা যদিও মাঠে নেই।
ফকরুল সহ ৬-৭ জন বড় ন্যাতা জেলে।
বাকিরা কি করছে? মাঠে নেই কেন?
আছে ভালই আছে। টিভি দেখে, ঘুরে ফিরে। বৌ বাচ্চারাও গাড়ীতে ঘুরে ফিরে।
তাদের ব্যাবসা, দোকান, অফিস, কারখানা সব দেখাশোনা করতেছে, বলে ব্যাবসা খুব মন্দা যাইতেছে।
ঢাকায় আমার পরিচিত বিএনপির মাঝারি পর্যায়ের কিছু ব্যাবসায়ী নেতারা তাদের সব ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রেখেছেন, তাদের সাভার, নারায়নগঞ্জের কারখানাগুলো পুরোদমে চালু রেখেছেন। প্রতিষ্ঠানের ট্রাক ও গাড়ী চালু রেখেছেন। কোন ড্রাইভার চালাতে না চাইলে তাদেরকে বেতন কাটার ভয় দেখিয়ে গাড়ি চালাতে বাধ্য করছেন, নিয়মমত।
নিজেরা অবরোধ ডেকে মানছেন না কেন? জিজ্ঞেস করলে বলে, আমরা কি করবো?
"সব ব্যাবসায়ীরা যা করছে আমরাও তাই করছি"।
চট্টগ্রামেও বিএনপির বড় নেতা আব্দুল্লাহ্ আল নোমানেরও সকল প্রতিষ্ঠান যথারীতি খোলা এবং শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত অফিসে যাচ্ছেন। এছাড়াও তার এবং তার স্ত্রীর মালিকানাধীন অর্ধশতাধিক কাভার্ড ভ্যান, ট্রাক, কন্টেইনার ট্রাক রাস্তায় চলাচল করছে।
সূত্রমতে কয়েকজন ড্রাইভার সম্প্রতি নিরাপত্তাজনিত কারনে গাড়ি বের করতে না চাইলে তাদেরকে চাকরীর ভয় দেখিয়ে গাড়ি বের করতে বাধ্য করা হচ্ছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরীরও সকল ব্যাবসা প্রতিষ্ঠান খোলা। সকল ফ্যাক্টরীও খোলা, কিছু কারখানা ৩ শিফটেই চলছে।
হরতাল ডেকে নিজেরা ব্যাবসা চালাচ্ছেন, বৌ-বাচ্চা নিয়ে গাড়ী হাকিয়ে বেরাচ্ছেন!
অবরুদ-আন্দুলন! চলবে চলবে! নাস্তিক হাসিনা তুই কবে নামবি?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আন্দলন তো হচ্ছে না।
আন্দোলনের নামে দুচারটা টোকাই নেশাখোরের হাতে ৫-৬ শো টাকা আর পেট্রোলের বোতল ধরিয়ে দেয়া হচ্ছে।
তারা কোন প্রাইভেট কার / জিপে মারছে না।
মারছে সিএনজি তে, বাসে .. যারা গরিব, তাদের গায়ে।
SSC পরিক্ষা বন্ধ করতে বদ্ধ পরিকর। অতচ
O level A level দের জন্য হরতাল ছাড়!
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০
আহলান বলেছেন: আবার দেখেন সরকারী দলের নেতা কর্মিদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হামলা হচ্ছে না, তারা ঠিক মতোই তাদের ব্যবসা পরিচালনা করছেন, তাদের প্রতিষ্ঠানেও লাখ লাখ কর্মচারী কাজ করছেন, কিন্তু শোনা যায়নি অমুক আওয়ামী নেতার ব্যবসায় অবরোধের সময় খোলা রাকার কারণে সেখানে হামলা হয়েছে বা আগুন লেগেছে ...তারাও কিন্তু এই হরতাল অবরোধের আওতামুক্ত আছেন।
তাহলে মোরালিটি কি দাড়ালো? নেতারা সব ভাই ভাই ...জনগন তোর রক্ষা নাই .... ঠিক কিনা?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
সব দলের নেতারা সব ভাই ভাই!
জাতে মাতাল হলেও তালে ঠিক আছে।
সবাই যার যার ব্যাবসাপ্রতিষ্ঠান চালু রেখেছে।
মাঝখান দিয়ে গরিব কৃষকের ব্যাবসা লাটে .... দশটাকার কপি ০.৫০ পয়শায়ও বেচতে পারছেনা।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
এরা দুস্ট লোক, এরা ক্ষমতার জন্য যা দরকার সবই করবে; এদেরকে ক্ষমতা থেকে অবশ্যই দুরে রাখতে হবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
এরা দুস্ট লোক।
অবরোধ ডেকে টোকাইদের হাতে দায়িত্ব দিয়ে আছে ভালই আছে।
টিভি দেখে, ঘুরে ফিরে। বৌ বাচ্চারাও গাড়ীতে ঘুরে ফিরে।
তাদের ব্যাবসা, দোকান, গাড়ী, অফিস, কারখানা সব দেখাশোনা করতেছে,
আবার বলেও, ব্যাবসা খুব মন্দা যাইতেছে!
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
জনতার রায় বলেছেন: বিএনপি রাস্তায় নামছেনা, কারণ আওয়ামী লীগের মত জঙ্গীপানা কর্মী তাদের নেই। ভারত থেকে বস্তা বস্তা টাকাও আসেনা, আর সেনাবাহিনী থেকেও পজিটিভ কোন সাড়া মেলেনি।
আওয়ামী লীগ আসলেই অনেক বড় কপাল নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছিল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
যাক তবু বলেন নি -
" বিম্পির সুনাম নষ্ট করার জন্য আম্লিগই নাসকতা করছে"!
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭
ডিজ৪০৩ বলেছেন: কারণ তারা তো একজনও মারা যাচ্ছেনা , মারা যাচ্ছে দিনমজুর ও মধ্যবিত্ত যারা পেটের দায়ে বাহিরে বাহির হয়।