নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
অবশেষে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও পিছু হটলেন।
বললেন বাংলাদেশের নেতৃত্ব এখন যথেষ্ট বিচক্ষণ, এখন বাংলাদেশ গঠনে অন্য কোন দেশের উপর নির্ভরতার দরকার নেই। “বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের কারণে বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে চলতে এখন আর অন্যের ওপর নির্ভরতার প্রয়োজন পড়বে না। বিসওয়াল বলেন, “বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতোটাই জোরালো ও গভীর যে আমরা অনেকে ছুটে এসেছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে।” বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বাংলাদেশ এখন অনেক এগিয়েছে এবং নিজেদের মেধা ও যোগ্যতার বলেই তারা এগিয়ে চলেছে। গণতান্ত্রিক বাংলাদেশকে আরো এগিয়ে যেতে আমরা বাংলাদেশের মানুষের পাশে ছিলাম এবং সব সময় থাকব।”
ওয়াশিংটনে স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ২৬সে মার্চ সন্ধ্যায় অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কিন কর্মকর্তারা। সাবেক ৫জন রাষ্ট্রদূত সহ বহুল আলোচিত ড্যান ডব্লিউ মজীনাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্তমান রাষ্ট্রদূত বার্নিকেট বলেন, “বাংলাদেশের নৈরাজ্যকর পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। ক্রমশ ভালোর দিকে যাচ্ছে।”
সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা স্বভাবসূলভ ভঙ্গিতে বলেন, “আমি এখনো নিজেকে একজন বাংলাদেশি মনে করি। সেজন্য এখানে ছুটে এসেছি।
এই খবরটি সব টিভি চ্যানেলের খবরে একঝলক দেখালেও প্রথম আলোর কোন পাতায়ই ছাপেনি।
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ঠিক বলেছেন রাফা ভাই।
কারো সার্টিফিকেট দরকার নেই। বাংলাদেশ এগিয়ে যাবেই
২| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩১
ডিজ৪০৩ বলেছেন: কারণ আপনার পরিবারের প্রধান যদি মনোবলের দিক দিয়ে দৃঢ় হয় তাহলে কেউ আপনার পরিবারকে ধ্বংস করতে পারবে না।
২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ঠিক বলেছেন
রাজাকার জঙ্গি মুক্ত করে বাংলাদেশ এগিয়ে যাবেই।
৩| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৩
অলুক তৎপুরুষ বলেছেন: প্রথম আলো কখনো ভাল নিউজ করে না।
২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রথম আলো'র বর্তমান কাজ হচ্ছে লন্ডনের জামাতপন্থি ভাড়াটে এমপির ফরমায়েসি বক্তব্য প্রথম পাতায় প্রচার।
৪| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২২
হাসানুর বলেছেন: আমাদের যদি দুর্নীতিটা আরও অনেক কম থাকতো তাহলে এই অর্জন গুলো ভাল ভাবে সেলিব্রেট করা যেত।
৫| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমাদের অসঙ্গতি আছে, ভুলত্রুটি আছে, থাকবে। কিন্তু এদের দাদাগিরি একদম অসহ্য.... অন্যায্যও।
৬| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
একজন নামী ব্লগার হুবুহু আমার লেখা থেকে কপি করে নিজের নামে পোষ্ট দিলেন।
আমার ঘন্টার পর ঘন্টার পরিশ্ররমলব্ধ লেখা অহরহই চুরি হচ্ছে।
লেখকের অনুমতি ছাড়া এভাবে হুবুহু নিজের নামে চালিয়ে দেয়া অন্যায়। অনৈতিক মনে করি।
লেখাটি দেখুন
৭| ৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩১
সাদী ফেরদৌস বলেছেন: এসব নিশা ফিশা নেশা দিয়া কুনু কাজ হবেক লাই , আমাদের সমস্যা আমরাই সমাধান করতে জানি । যাদের হাতে ইরাক আফগানিস্তান সহ হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে এরা বড় গলায় কথা বললেই আমার হাসি পায়
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৭
রাফা বলেছেন: কারো সার্টিফিকেট দরকার নেই আমাদের।বাংলাদেশের সাধারণ মানুষই সঠিক পথে নিয়ে যাবে বাংলাদেশকে।