নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য

২৪ শে মে, ২০১৫ রাত ১২:৫১


মানুষ নিজেদের সম্পদ সর্বশক্তি ব্যয় করে মানবতাকে বাচায়, মানুষের জীবন বাঁচায়।
আর কিছু ধার্মিক নামের মানুষ স্বর্গ লাভের আশায় প্রতি শুক্রবার মানুষ মারতে পেটে বোমা বেঁধে মসজিদে ঢুকে যায়। বলে এরা এই মসজিদে সঠিক ভাবে ধর্ম পালন করছে না।

ক্রিস এবং রেগিনা ক্যাট্রামবোন যুগল। তারা একটি বড় জাহাজ কিনেছেন। কিন্তু তা ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে নয়। বরং সাগরে ভাসমান অভিবাসীদের উদ্ধারের জন্য। হ্যাঁ, একটু অবিশ্বাস্য হলেও সত্যি যে, সাগরে ভাসমান হাজারো অভিবাসীদের জন্য নিজের পকেটের টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিস। তার স্ত্রীকে নিয়ে কিনেছেন ১৩০ ফুটের একটি উদ্ধারকারী জাহাজ।
গত গ্রীষ্মে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় হাজার হাজার মানুষ জাহাজ ডুবি বা সাগরে না খেয়ে সাগরে মারা যায়। এমন মানবিক ঘটনা নাড়া দিয়ে যায় ক্রিসকে। সেসময়ই সিদ্ধান্ত নেন উদ্ধারকারী জাহাজ কেনার। যুক্তরাষ্ট্রের এ নাগরিক তার ইতালিয়ান স্ত্রীকে নিয়ে প্রতিষ্ঠা করেন মাইগ্র্যান্ট অফশোর এইড স্টেশন (Migrant Offshore Aid Station (MOAS) । তাদের জাহাজের নাম দেন ফিনিক্স। ২০ জন জাহাজ কর্মী এবং তাদের কন্যা মারিয়া লুসিয়াকে নিয়ে নেমে যান সাগরে, মানবতার সেবায়। উদ্ধার করতে থাকেন অসহায় মানুষদের।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ রাত ১২:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন: এই লেখাটি পোষ্ট করার দুঘন্টার ভেতর অজ্ঞাত কারনে পোষ্টটি ৪টি মন্ত্যব্য সহ মুছে যায়, ড্রাফটেও নেই।
তাই আবার দিলাম।

২| ২৪ শে মে, ২০১৫ রাত ৩:২২

রাফা বলেছেন: ধর্মব্যাবসায়িরা তাদের সুবিধানুযায়ি ধর্মকে ব্যাবহার করে।আর সত্যিকারের মাণুষই কাজ করে মানবতার কল্যাণে।মানুষ হত্যা করে যদি বেহেস্তে যাওয়া যায় -তাহোলে সেই বেহেস্ত না কামনা করাই শ্রেষ্ঠত্য বলে মনে করি।

২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:০৯

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ রাফা ভাই।
মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য।
ধর্মব্যাবসায়িদের ধিক্কার।
বেহেস্তলোভি আত্নঘাতি বোমাবাজদের ধিক্কার।

৩| ২৪ শে মে, ২০১৫ ভোর ৫:৪৫

মিউজিক রাসেল বলেছেন: শুনে ভাল লাগলো, ++

৪| ২৪ শে মে, ২০১৫ সকাল ৯:০৯

ফেরদাউস আল আমিন বলেছেন: ক্রিস এবং রেগিনা ক্যাট্রামবোন যুগলকে অভিনন্দন।
তারা যেন এই মহত কাজে নিষ্পেশিত সাগরের জনগনকে সাহায্য করতে সাফল্য লাভ করেন।
আমরা যারা এই কাজে সহায়তা করতে ইচ্ছুক, কি ভাবে সহায়তা করতে পারি, জানালে বাধিত হবো।

২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:০৪

হাসান কালবৈশাখী বলেছেন: মানুষ মানুষের জন্য, মানবতার জন্যে। আমাদের দেশেও আগে অনেকেই করেছে।
আপনিও পারবেন।
রানাপ্লাজায় কায়কোবাদ, খায়েররা নিজেদের জীবনের ঝুকি নিয়ে শাহিনাকে উদ্ধার করতে ড্রিল মেশিন নিয়ে ৪০ ফুট নীচের পাতালে নেমেছিল। সামান্য একজন সেলাই শ্রমিক শাহিনাকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিয়েছিল অকুতভয় প্রকৌশলী কায়কোবাদ।
দু:সাহসি ডুবুরি চান মিয়া ১০০ ফিট পানির নীচে নিজের লাইফলাইন খুজে পাওয়া বাসে বেধে নিজের জীবনের গুরুতর ঝুকি নিয়েছিলেন।
শিশু জিহাদকে নলকুপ থেকে উদ্ধার করতে কোমড়ে রশি বেধে নামতে চেয়ে নিজের জীবন বিপন্ন করতে চেয়েছিলেন এক ভলান্টিয়ার।
মানুষ সবসময়েই মানুষের জন্য। এরাই অমানুষদের জন্য উদাহরন।
মানবতাকে সহায়তা করতে চেয়েছেন। আপনার জন্য সুভ কামনা।

৫| ২৪ শে মে, ২০১৫ দুপুর ২:১৪

আলোরিকা বলেছেন: মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য.......মানবতার জয় হোক :)

৬| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৯

তাসজিদ বলেছেন: Humanity never dies. He just travel from one place to another.

২৫ শে মে, ২০১৫ রাত ১:০৫

হাসান কালবৈশাখী বলেছেন: Humanity never dies

৭| ২৪ শে মে, ২০১৫ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: হাসান কালবৈশাখী



আশা জাগানিয়া একটি খবর তুলে ধরেছেন ।
এখনও মানুষ আছে !
আর পাশাপাশি আমাদের মতো অমানুষ ও আছে ।

ধন্যবাদ আপনাকে পোষ্টের জন্যে । ।

৮| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৪০

তুষার কাব্য বলেছেন: ক্রিস এবং রেগিনা ক্যাট্রামবোন যুগলকে অভিনন্দন।মানুষের মাঝে মানবতা বোধ টুকো যে এখনও বেঁচে আছে তারাই তার প্রমান ।
ভালো থাকুন তারা ।

২৮ শে মে, ২০১৫ দুপুর ২:০০

হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ
মানুষের মাঝে মানবতাবোধ এখনও অনেকটা। বেঁচে আছে তাই আমরা এখনো আশা নিয়ে বুক বেধে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.