নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলী মারা গেছেন৷ ভদ্রলোক তার সহজ সরল বক্তব্য এবং জনসম্মুখে ধুমপানের অভ্যাসের জন্য একাধিকবার গণমাদ্ধ্যমে আলোচিত হয়েছিলেন৷ সাংবাদিক নামধারী কিছু কুলাংগারের কারণে আমি নিজেও ওনাকে অপছন্দ করতাম। এ যুগের একজন মন্ত্রীর যতটুকু 'স্মার্ট' হওয়া দরকার তা তিনি ছিলেন না সত্য৷ কিন্তু মহসিন আলী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, নিষ্ঠাবান সমাজসেবক, আওয়ামী লীগ কর্মী এবং নেতা হিসেবে তার সুনাম ছিল৷ তার নামে দুর্নীতির অভিযোগ ছিল না। তাকে প্রথম জেনেছি মঞ্চে ধুমপান করার দৃশ্য দেখে। এরপর সাংবাদিকদের সম্পর্কে তার একটি আপত্তিকর মন্তব্যের পর মারাত্মক ক্ষুব্ধ হয়েছিলাম। তখনই তার সম্পর্কে খোঁজ নিতে শুরু করি। তার সম্পর্কে যতই জেনেছি ততই অবাক হয়েছি, মুগ্ধ হয়েছি। শ্রদ্ধায় মাথা নত করেছি। ধুমপানের দোষ আর সাংবাদিকদের গালি দেয়ার দোষ আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। গানের মানুষ ছিলেন, প্রাণের মানুষ ছিলেন। বাটপার আর ধান্দাবাজ নিয়ন্ত্রিত দখলদার এই রাজনৈতিক সমাজে একজন মানুষ দুর্ণীতি করেন না, ঘুষ খান না, দু’হাতে দান করেন, অসহায় ও দুস্থদের জন্য নিজেকে উজার করে দেন -তার বকাঝকা আর ধুমপানের অপরাধকে বড় করে দেখব?
দেশের সবচেয়ে ভয়ঙ্কর দুর্দিন ১৯৭১। সেই সময় তিনি দেশের পক্ষে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন। লোভে পড়েননি দলবদল করেননি। আদর্শকে কেনা বেচার পন্য বানিয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে চাননি।
মহান বীর সৈয়দ মহসিন আলী, লাল সালাম!
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষের মৃত্যুর পর তার সৎ গুণগুলিই আলোচিত হওয়া উচিত ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সত্যই।
মানুষের মৃত্যুর পর তার সৎ গুণগুলিই আলোচিত হওয়া উচিত।
ধন্যবাদ। লিটন ভাই।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: গো আযম, কাদের মোল্লাহর গুণা্বলী আলোচিত হয় না !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
এটি পড়ুন মোল্লাহ দের কিছু গুনাবলি
গ্রেফতারের আগে গোলামআজমের কিছু বললেন[link||view this link][link||view this link]
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: এক লিটার দুধে এক ফোটা গো মূত্র যথেষ্ট !!
আল্লাহ তাকে বেহেশত নসীব করুন, আমিন-